হোম > সারা দেশ > চট্টগ্রাম

পটিয়ায় সড়ক দুর্ঘটনায় বাবার মৃত্যু, আহত ছেলে

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া মনসা বাদামতল মোড় এলাকায় মাইক্রোবাসের ধাক্কায় মোসলেহ উদ্দিন টিপু (৫০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ শনিবার সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় নিহতের ছেলে রাফি (২২) গুরুতর আহত হয়েছেন।

নিহত মোসলেহ উদ্দিন টিপু পটিয়া উপজেলার হাইদগাঁও ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মৃত খলিলুর রহমানের ছেলে। তিনি পেড্রোলো কোম্পানির কর্মকর্তা ছিলেন। তাঁর দুই ছেলে ও এক মেয়ে রয়েছে।

হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকাল ৯টার দিকে মোসলেহ উদ্দিন তাঁর বড় ছেলে রাফিকে নিয়ে চট্টগ্রামের একটি শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি সংক্রান্ত কাজে মোটরসাইকেলে করে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে মনসা বাদামতল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী চকরিয়ামুখী মাইক্রোবাসের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে বাবা-ছেলে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যায়। এ সময় জরুরি বিভাগের চিকিৎসক মোসলেহ উদ্দিন টিপুকে মৃত ঘোষণা করেন। অপর আহত মিনহাজ উদ্দিনকে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

নিহতের ভাগনে ও হাইদগাঁও ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য ফয়জুল আবেদীন সজীব বলেন, ‘মামা নিজেই মোটরসাইকেল চালিয়ে ছেলেকে নিয়ে চট্টগ্রামের একটি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি করাতে যাচ্ছিলেন। পথিমধ্যে এ ঘটনা ঘটেছে।’

এ বিষয়ে ক্রসিং হাইওয়ে পুলিশের পরিদর্শক (ওসি) স্নেহাংশু বিকাশ সরকার বলেন, ‘আমরা ঘটনাস্থলে যাওয়ার আগেই নিহত ওই ব্যক্তিকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আমরা ঘাতক মাইক্রোবাসটি জব্দ করেছি।’

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপসহকারী পরিদর্শক আলাউদ্দিন তালুকদার বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহটি এখনো হাসপাতালের মর্গে রয়েছে।

পরিবারের মতামতের ভিত্তিতে ময়নাতদন্তের ব্যবস্থা নেওয়া হবে।

চেসকোড বিজয় দিবস আন্তর্জাতিক দাবায় চ্যাম্পিয়ন রবিউল

লাঠিতে ভর দিয়ে করতে হয় যাতায়াত, একই পরিবারে ছয় প্রতিবন্ধীর মানবেতর জীবন

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহতের হার ২৯ শতাংশ বৃদ্ধি, অর্ধেকই পথচারী

ভবন পরিকল্পনা অনুমোদনে ঘুষ দাবি, সিডিএ কার্যালয়ে দুদকের অভিযান

ফটিকছড়িতে ইজিবাইক উল্টে নারী নিহত

বসতঘরে আগুনে প্রাণ গেল দাদি-নাতনির

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে অগ্নিসংযোগ: চার দিন পর হত্যা মামলা

চট্টগ্রামের ১৬ আসনের ৭টিতে বিএনপির চ্যালেঞ্জ বিএনপিই

চুরির স্বর্ণালংকার বিক্রির টাকায় রয়েল এনফিল্ড মোটরসাইকেল, গ্রেপ্তার ৪

হাতিয়ায় চর দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ-গোলাগুলি, নিহত ৫