হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে মাঠ দখল নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, ছুরিকাঘাতে যুবক নিহত 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম নগরের টার্ফ খেলার মাঠ দখল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। 

আজ শুক্রবার বিকেলে নগরের ৪ নম্বর চান্দগাঁও থানাধীন পুরাতন চান্দগাঁও এলাকায় স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ের সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে। ওই সংঘর্ষের পর জুবায়েরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। 

নিহত যুবকের নাম জুবায়ের উদ্দীন বাবু (২৫)। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন। 

ওসি বলেন, পুরাতন চান্দগাঁও থানা এলাকায় কাউন্সিলর অফিসের পাশেই একটা টার্ফ কোর্ট আছে। সেটার দখল নিয়ে মতবিরোধ সৃষ্টি হয় ছাত্রদলের দুপক্ষের মধ্যে। পরে উভয়পক্ষ মারামারিতে জড়িয়ে পড়ে। 

এ সময় ছুরিকাঘাতে দুজন আহত হলে তাঁদের চমেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় জুবায়ের উদ্দীন বাবু নামে একজন মারা যান। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো যাবে।

স্থানীয় সূত্রে জানা যায়, টার্ফ মাঠের দখল নিয়ে বিএনপি সমর্থক মোশাররফ ও আমিন পক্ষের মধ্যে এ সংঘর্ষের সূত্রপাত হয়। একটি পক্ষ নিজেরা টার্ফ মাঠ লিজ নিয়েছে দাবি করে আজ শুক্রবার উদ্বোধন করছিল। বিকেলের ওই উদ্বোধনী অনুষ্ঠানেই দুই পক্ষের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় জুবায়েরের গলায় ও পেটে ছুরিকাঘাত করা হয়।

চট্টগ্রামে ছুরিকাঘাতে আহত যুবকের মৃত্যু

কুমিল্লায় শিশুখাদ্যে নিষিদ্ধ রং ব্যবহার, ৫০ হাজার টাকা জরিমানা

‘চিকিৎসা না পেয়ে’ গর্ভের সন্তানের মৃত্যু: চট্টগ্রামে ৪ চিকিৎসকের বিরুদ্ধে মামলা

পাকিস্তানি বাহিনী বুদ্ধিজীবীদের হত্যা করবে, এটা রীতিমতো অবান্তর: চবির উপ-উপাচার্য

ফুটপাতে দোকান চালানো নিয়ে দ্বন্দ্ব, ভাড়াটে খুনি দিয়ে হকারকে হত্যা

চট্টগ্রামে ৩ দিনব্যাপী বিজয় মেলার উদ্বোধন

সীতাকুণ্ডে পানবোঝাই পিকআপ খাদে উল্টে দুজন নিহত, আহত ১

পটিয়ায় আগুনে পুড়ল ৭ দোকান

আচরণবিধি লঙ্ঘন করায় বিএনপির প্রার্থীকে ৫০ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামে হৃদ্‌রোগবিষয়ক সম্মেলন শুরু ১৫ ডিসেম্বর