হোম > সারা দেশ > বান্দরবান

রোয়াংছড়িতে পাথর দিয়ে হত্যা করে নদীতে ফেলা হয় লাশ, আটক ২

বান্দরবান প্রতিনিধি

নিহত উথোয়াইশৈ মারমা। ফাইল ছবি

বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় এক তরুণকে পাথর দিয়ে হত্যা করে নদীতে লাশ ফেলে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার ৩৬ ঘণ্টা পর উপজেলার তারাছা খালের বেক্ষ্যংপাড়া এলাকা থেকে নিহত ব্যক্তির লাশ উদ্ধার করেছে রোয়াংছড়ি থানার পুলিশ। নিহত ব্যক্তি হলেন ৪ নম্বর নোয়াপতং ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড খক্ষ্যংপাড়ার বাসিন্দা শৈচনু মারমার ছেলে উথোয়াইশৈ মারমা (১৮)।

এই ঘটনায় জড়িত অভিযোগে পুলিশ এলাকার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে দুজনকে আটক করেছে। তাঁরা হলেন ৩ নম্বর আলেক্ষ্যং ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের শীলবান্ধাপাড়ার বাসিন্দা ও সাবেক ইউপি সদস্য সিংনুমং মারমার ছেলে উনুসিং মারমা (২৬) এবং একই পাড়ার বাসিন্দা লোওয়াইসামং মারমার ছেলে হ্লাথোয়াইহ্রী মারমা (২৮)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল শনিবার দুপুরের দিকে স্থানীয় কিছু লোক উথোয়াইশৈ মারমাকে হত্যার বিষয়টি লোকমুখে শুনে ইউপি সদস্য অংসিংনু মারমাকে অবগত করেন। ইউপি সদস্য এ ঘটনা নিহত ব্যক্তির বাবা শৈচনু মারমাকে জানালে তিনি ছেলেকে খুঁজতে ছুটে যান ঘটনাস্থল শীলবান্ধায়। এ সময় তিনি স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে জানতে পারেন, গতকাল গভীর রাতে তাঁর ছেলেকে পাথরের আঘাতে হত্যা করে নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছে। এরপর তিনি আজ সকালে রোয়াংছড়ি থানায় অভিযোগ করেন।

এদিকে রোয়াংছড়ি থানা–পুলিশ অভিযোগ পেয়ে আজ বান্দরবান জেলার অতিরিক্ত পুলিশ সুপার মান্না দের নেতৃত্বে সকাল থেকে ফায়ার সার্ভিস টিমকে নিয়ে উদ্ধার অভিযান চালায়। এ সময় কচ্ছপতলি ক্যাম্পের সেনাসদস্যরাও উপস্থিত ছিলেন। অভিযানে বেলা দেড়টার দিকে তারাছা খালের বেক্ষ্যংপাড়া এলাকা থেকে নিহত ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। এ প্রতিবেদন লেখা পর্যন্ত মামলা রুজু করা হয়নি।

এ ব্যাপারে বান্দরবান জেলার অতিরিক্ত পুলিশ সুপার মান্না দে বলেন, ‘যেটা দিয়ে উথোয়াইশৈ মারমাকে হত্যা করা হয়েছে, সেই পাথর ও বাঁশের কঞ্চি উদ্ধার করা হয়েছে। এই ঘটনার সঙ্গে জড়িত দুজনকে আটক করা হয়েছে। নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’

রাউজানে বাইরে থেকে দরজা বন্ধ করে ৩ বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ

কুমিল্লায় একাধিক মামলার আসামি শামীম গ্রেপ্তার

চট্টগ্রামে ওসমান হাদির গায়েবানা জানাজা

লক্ষ্মীপুরে মাটি খুঁড়ে মিলল চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র, যুবক গ্রেপ্তার

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত

আনিসুল ইসলামের গ্রামের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশন ও মিডিয়া ভবনে নিরাপত্তা জোরদার

বান্দরবানে সাবেক পার্বত্যমন্ত্রী বীর বাহাদুরের বাড়িতে অগ্নিসংযোগ

সীতাকুণ্ডে কাভার্ড ভ্যানের চাপায় ব্যবসায়ী নিহত

গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগ নেতার থানায় সেলফি: অব্যাহতির খবর পেয়ে কনস্টেবল অসুস্থ