হোম > সারা দেশ > বান্দরবান

আলীকদমে স্কুলছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে প্রধান শিক্ষক গ্রেপ্তার

বান্দরবান প্রতিনিধি

বান্দরবানের আলীকদমে এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে উপজেলার আলীকদম বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক বদিউল আলমকে (৪৮) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে বিদ্যালয় এলাকায় নিজ বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেন আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তবিদুর রহমান। তিনি বলেন, ‘এক ছাত্রীর যৌন নির্যাতনের অভিযোগের ভিত্তিতে শিক্ষক মোহাম্মদ বদিউল আলমকে নিজের বাসা থেকে গ্রেপ্তার করা হয়। আজ বুধবার তাঁকে আদালতে পাঠানো হয়েছে।’

অভিযোগ করা ছাত্রী জানায়, তাকে গত ৯ মে স্কুল চলাকালে এবং বিভিন্ন সময়ে শ্লীলতাহানির চেষ্টা করেছেন প্রধান শিক্ষক বদিউল আলম। এ ঘটনায় ছাত্রী বাদী হয়ে গতকাল মঙ্গলবার তাঁর বিরুদ্ধে আলীকদম থানায় মামলা করেন।

ছাত্রীর বাবা বলেন, ‘আমার মেয়ে প্রধান শিক্ষকের কুদৃষ্টির শিকার হয়েছে। জানি না, কত মেয়ের সঙ্গে এমন কাজ করেছেন তিনি। এই শিক্ষকের বিরুদ্ধে কঠোর শাস্তি দাবি করছি।’

গত ৪ জুন যৌন হয়রানির ও হেনস্তার প্রতিবাদ জানিয়ে শিক্ষার্থীরা মানববন্ধনের চেষ্টা করলে বিদ্যালয় পরিচালনা কমিটি ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার আশ্বাসে শিক্ষার্থীরা মানববন্ধন স্থগিত করে। এরপর প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

চট্টগ্রামে ছুরিকাঘাতে আহত যুবকের মৃত্যু

কুমিল্লায় শিশুখাদ্যে নিষিদ্ধ রং ব্যবহার, ৫০ হাজার টাকা জরিমানা

‘চিকিৎসা না পেয়ে’ গর্ভের সন্তানের মৃত্যু: চট্টগ্রামে ৪ চিকিৎসকের বিরুদ্ধে মামলা

পাকিস্তানি বাহিনী বুদ্ধিজীবীদের হত্যা করবে, এটা রীতিমতো অবান্তর: চবির উপ-উপাচার্য

ফুটপাতে দোকান চালানো নিয়ে দ্বন্দ্ব, ভাড়াটে খুনি দিয়ে হকারকে হত্যা

চট্টগ্রামে ৩ দিনব্যাপী বিজয় মেলার উদ্বোধন

সীতাকুণ্ডে পানবোঝাই পিকআপ খাদে উল্টে দুজন নিহত, আহত ১

পটিয়ায় আগুনে পুড়ল ৭ দোকান

আচরণবিধি লঙ্ঘন করায় বিএনপির প্রার্থীকে ৫০ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামে হৃদ্‌রোগবিষয়ক সম্মেলন শুরু ১৫ ডিসেম্বর