হোম > সারা দেশ > কক্সবাজার

সাফারি পার্কে চিকিৎসাধীন ট্রেনের ধাক্কায় আহত হাতিটি ‘সংকটাপন্ন’

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় ট্রেনের ধাক্কায় আহত হাতিটি উদ্ধারের পর চিকিৎসা শুরু হয়েছে। কক্সবাজারের চকরিয়ার ডুলাহাজারার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাফারি পার্কে প্রাণী চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসা চলছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, হাতিটির অবস্থা সংকটাপন্ন।

আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে ক্রেনের সাহায্যে হাতিটি উদ্ধার করে একটি রিলিফ ট্রেন করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাফারি পার্কের ভেটেরিনারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাতির উন্নত চিকিৎসার জন্য পাঁচ সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।

এর আগে গত রোববার রাত সাড়ে ৮টার দিকে দোহাজারী-কক্সবাজার রেলপথের চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্যে এলিফ্যান্ট ওভারপাসে (হাতি পারাপারের পথ) ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হয় হাতিটি।

সাফারি পার্ক সূত্রে জানা যায়, কক্সবাজার থেকে ছেড়ে আসা ঈদ স্পেশাল-১০ ট্রেনের ধাক্কায় গত রোববার রাত বন্য হাতির বাচ্চা আহত হয়। এরপর বন বিভাগ হাতিটিকে উদ্ধার করে। পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাফারি পার্কের একদল চিকিৎসক দিয়ে প্রাথমিক চিকিৎসা সেবা দেয়। 

হাতিটি আহত হওয়ার প্রায় ৩৪ ঘণ্টা পর বন বিভাগ ঘটনাস্থল থেকে ক্রেন দিয়ে উদ্ধার করে রিলিফ ট্রেন করে সাফারি পার্কে নেওয়া হয়। আজ মঙ্গলবার সকাল পৌনে ৯টার দিকে হাতিটি সাফারি পার্কে আনা হয়। এরপর চিকিৎসা শুরু হয়। 

মেডিকেল বোর্ড গঠন 

হাতিটির চিকিৎসার জন্য চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের মেডিসিন ও সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক বিবেক চন্দ্র সূত্রকে প্রধান করে পাঁচ সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। এই বোর্ডে আছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাফারি পার্কের ভেটেরিনারি সার্জন হাতেম সাজ্জাদ মো. জুলকার নাইন। 

ভেটেরিনারি সার্জন হাতেম সাজ্জাদ মো. জুলকার নাইন আজকের পত্রিকাকে বলেন, ‘হাতিটির অবস্থা খুবই আশঙ্কাজনক। ট্রেনের ধাক্কায় হাতিটির একটি ডান পা ভেঙে গেছে। মেরুদণ্ডের স্ট্রাকচার, কোমর, ও মাথায় আঘাত পেয়েছে। হাতিটির বয়স আনুমানিক ৮ বছর। শরীর থেকে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। সোমবার সকাল থেকে চিকিৎসা শুরু হলেও পার্কের ভেটেরিনারি হাসপাতালে আনার পর মেডিকেল বোর্ডের সঙ্গে বৈঠক বসে সিদ্ধান্ত নেওয়া হবে।’ 

বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক মো. মাজহারুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, হাতিটি সাফারি পার্কে আনার পর উন্নত চিকিৎসার জন্য পাঁচ সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হাতির অবস্থা এখনও সংকটাপন্ন। হাতিটির চিকিৎসার সংক্রান্ত বিষয়ে বন বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ নজর রেখেছেন। ঊর্ধ্বতন কর্মকর্তারা পার্কে এসেছেন।

আচরণবিধি লঙ্ঘন করায় বিএনপির প্রার্থীকে ৫০ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামে হৃদরোগবিষয়ক সম্মেলন শুরু ১৫ ডিসেম্বর

‘গুলি কর’ বলে কাস্টমস কর্মকর্তাদের ওপর হামলার ঘটনায় ২ ভাড়াটে গ্রেপ্তার

মিরসরাইয়ে বিএনপি দুই পক্ষের সংঘর্ষ, জুলাই মঞ্চ নেতার মৃত্যু

মিয়ানমারে পাচারের সময় ৬০০ বস্তা সিমেন্টসহ আটক ১১

কারাবন্দী যুবক ও দুই জুলাই যোদ্ধার বিরুদ্ধে চাঁদাবাজির ‘মিথ্যা মামলা’ দেওয়ার অভিযোগ

যমুনা অয়েল: ৬ দায়িত্বে এক কর্মকর্তা, দুর্নীতির অভিযোগ

সুষ্ঠু নির্বাচন করার সক্ষমতার শঙ্কা দূর হচ্ছে না: দেবপ্রিয় ভট্টাচার্য

চট্টগ্রামে কুকুরকে গাড়িচাপায় হত্যা, ডিসি বাসভবনের প্রহরীসহ ২ জনের বিরুদ্ধে মামলার নির্দেশ

চাঁদাবাজি নিয়ে নৌ উপদেষ্টার বক্তব্যের ব্যাখ্যা চাইলেন চসিক মেয়র