হোম > সারা দেশ > চট্টগ্রাম

সীতাকুণ্ডে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে উল্টে পড়ল বাস, নিহত ১

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের সীতাকুণ্ডে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস মহাসড়কের পাশে উল্টে পড়ে। এতে মো. বুলবুল আহমেদ (৬০) নামে এক বাসযাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন বাসের ভেতরে থাকা আরও ১০ যাত্রী। আজ শনিবার সকাল সাড়ে ৯টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ভাটিয়ারি ইউনিয়নের বিএম গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন বার আউলিয়া হাইওয়ে থানার উপপরিদর্শক দীপক।

নিহত বাসযাত্রী বুলবুল নেত্রকোনা জেলার কেন্দুয়া এলাকার বাসিন্দা বলে জানা গেছে। 

হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, চট্টগ্রামমুখী একটি যাত্রীবাহী বাস মহাসড়কের বিএম গেট এলাকা অতিক্রমের সময় নিয়ন্ত্রণ হারিয়ে পাশে থাকা স্ক্র্যাপ জাহাজের মালামালের ওপর উল্টে পড়ে। এ সময় বাসের নিচে চাপা পড়ে এক যাত্রী নিহত হোন। পুলিশ ও ফায়ার সার্ভিস লাশটি উদ্ধারের পাশাপাশি আহতদের উদ্ধার করে চমেক হাসপাতালে পাঠায়।

 কুমিরা ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ মিয়া বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে বাসের নিচে আটকে পড়া যাত্রীদের উদ্ধারে কাজ শুরু করি। আধা ঘণ্টা প্রচেষ্টার পর নিহত এক যাত্রীর মরদেহ উদ্ধারের পাশাপাশি আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছি।’

বার আউলিয়া হাইওয়ে থানার উপপরিদর্শক দীপক বলেন, দুর্ঘটনায় নিহত বাসযাত্রীর মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরির পর  ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ছাড়া ঘটনাস্থল থেকে দুর্ঘটনাকবলিত বাসটি সরিয়ে পুলিশ ফাঁড়িতে এনে রাখা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

ওসমান হাদি হত্যার বিচারের দাবি চবির আধিপত্যবাদবিরোধী শিক্ষক ঐক্যের

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: মামলা হয়নি, নাশকতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ মেলেনি

কর্ণফুলীতে ট্রাফিক পুলিশের ওপর হামলা, আটক ১০

রাউজানে বাইরে থেকে দরজা বন্ধ করে ৩ বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ

কুমিল্লায় একাধিক মামলার আসামি শামীম গ্রেপ্তার

চট্টগ্রামে ওসমান হাদির গায়েবানা জানাজা

লক্ষ্মীপুরে মাটি খুঁড়ে মিলল চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র, যুবক গ্রেপ্তার

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত

আনিসুল ইসলামের গ্রামের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশন ও মিডিয়া ভবনে নিরাপত্তা জোরদার