হোম > সারা দেশ > ফেনী

সোনাগাজীতে বিএনপির ৩৬ নেতা কর্মীকে কারাগারে পাঠালেন আদালত

ফেনী প্রতিনিধি

সোনাগাজী উপজেলা বিএনপির ৩৬ নেতা কর্মীকে জেল হাজতে প্রেরণ করেছেন ফেনীর আদালত। উচ্চ আদালত থেকে নেওয়া ৬ সপ্তাহের জামিন শেষে আজ রোববার তারা জেলা জজ আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে, আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। 

এ তথ্য নিশ্চিত করেছেন জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি আইনজীবী পার্থপাল চৌধুরী। তিনি জানান, গত ২৯ আগস্ট ফেনীর সোনাগাজীতে বিএনপির জনসভা চলাকালে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনার দায়ের করা মামলায় উচ্চ আদালত থেকে ৬ সপ্তাহের জামিন নেন এজাহারভুক্ত ৩৯ বিএনপি নেতা। জামিনের মেয়াদ শেষে তারা রোববার ফেনী জেলা ও দায়রা জজ আবু সালেহ মোহাম্মদ রুহুল ইমরানের আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। আদালত ৩ জনের জামিন মঞ্জুর করে বাকি ৩৬ জনকে জেল হাজতে পাঠিয়েছেন। 

হাজতে যাওয়া নেতাদের মধ্যে সোনাগাজী উপজেলা বিএনপির সভাপতি ও চরচান্দিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গিয়াস উদ্দিন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র জামাল উদ্দিন সেন্টু, উপজেলা যুবদলের আহ্বায়ক খুরশিদ আলম ভূঁইয়া, পৌর যুবদলের আহ্বায়ক ইকবাল হোসেন, সদস্যসচিব রাসেল হামিদী, উপজেলা ছাত্রদল নেতা মেজবাহ উদ্দিন পিয়াস, যুবদল নেতা সিরাজুল ইসলাম রয়েছেন। 

উল্লেখ্য, সোনাগাজীতে বিএনপি-পুলিশ সংঘর্ষে দুই পুলিশ কর্মকর্তাসহ ১০ জন আহত হন। এ ঘটনায় পুলিশের দায়ের করা দুটি মামলায় তিন শতাধিক নেতা কর্মীকে আসামি করা হয়। মামলার এজাহারভুক্ত আসামিরা উচ্চ আদালত থেকে ৬ সপ্তাহের জামিন নেন। 

বিএনপির ৯ জন খুন দুই নেতার বিরোধে

সাবেক উপদেষ্টার বিরুদ্ধে মুরাদনগরে ঝাড়ুমিছিল

চট্টগ্রামে চা বোর্ডের জমি থেকে উচ্ছেদ হচ্ছে আরএসআরএমের কারখানা

চট্টগ্রামে ছাত্রলীগ নেতা রুবেল হত্যা মামলায় ৪ জনের ফাঁসি

২৫ কোটি টাকা আত্মসাৎ: সাবেক মন্ত্রী জাবেদসহ ৩৬ জনের বিরুদ্ধে দুদকের অভিযোগ গ্রহণ

চৌদ্দগ্রামে ট্রাক্টরচাপায় কিশোর নিহত

অস্ত্র হাতে ছবি ভাইরাল, রাঙ্গুনিয়ায় যুবক গ্রেপ্তার

রাঙ্গুনিয়ায় বাসের ধাক্কায় দুই স্কুলছাত্র নিহত

বিদ্যালয় নির্মাণের নামে পাহাড় কেটে সাবাড়

নির্বাচন ঘিরে চট্টগ্রাম বিমানবন্দরে প্রবেশে কড়াকড়ি