হোম > সারা দেশ > চট্টগ্রাম

সীতাকুণ্ডে পাঁচ চোরাই গরু উদ্ধার, অস্ত্রসহ গ্রেপ্তার ৩ 

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের সীতাকুণ্ডে চোরাই গরুসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে তাঁদের শরীর তল্লাশি চালিয়ে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে।

আজ শুক্রবার দুপুরে গ্রেপ্তার তিনজনের নামে মামলা দিয়ে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন পিপিএম।

গতকাল বৃহস্পতিবার রাতে সীতাকুণ্ডের পৌরসদরের মডেল থানাধীন সারেং পাড়া আহমদ ডাক্তার সড়ক থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—কক্সবাজার জেলার চকরিয়া থানার চকরিয়া পৌরসভা এলাকার বাসিন্দা মো. মুবিন উদ্দিন (৩২), মো. সোহেল (২৪) ও মো. আব্দুল শুক্কুর (৩৪)। তাঁরা তিনজনেই বর্তমানে চট্টগ্রাম নগরীর চকবাজার থানার গ্যাইসাপাড়া এলাকায় বাস করেন। 

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, বৃহস্পতিবার গভীররাতে উপপরিদর্শক (এসআই) রাজীব পোদ্দারের নেতৃত্বে অভিযান চালিয়ে গরু চোরাই চক্রের ৩ সদস্যকে আটক করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।

সেই সঙ্গে চুরি যাওয়া তিনটি গরু উদ্ধারের পাশাপাশি চোরাই কাজে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়। তাঁদের স্বীকারোক্তি অনুযায়ী কক্সবাজারের চকরিয়া এলাকায় ভোররাতে ফের অভিযান চালিয়ে চুরি যাওয়া আরও দুটি গরু উদ্ধার করা হয়। 

ওসি কামাল উদ্দিন আরও বলেন, উদ্ধার করা পাঁচটি গরু চোরাই চক্রের সদস্যরা সীতাকুণ্ড এলাকা থেকে চুরি করেছে বলে স্বীকার করেছেন। ইতিমধ্যে উদ্ধার করা গরুগুলো প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করা হয়েছে। 

ওই ব্যক্তিদের বিরুদ্ধে অস্ত্র, চুরির মামলাসহ পৃথক তিনটি মামলা থানায় দায়ের করা হয়েছে। ওই মামলায় তাঁদের গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। চোরাই চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানিয়েছেন তিনি।

খালেদা জিয়ার মৃত্যুতে আইআইইউসির শোক

চট্টগ্রামে জেলা প্রশাসনের জমি বরাদ্দ দিল সিটি করপোরেশন

কক্সবাজারে ভাইয়ের হাতে বোন খুন

রাউজানে ভোটের মাঠ: সম্পদে এককভাবে এগিয়ে গোলাম আকবর, গিয়াসের স্ত্রী-সন্তানেরা ধনী বেশি

আনোয়ারায় সড়কের পাশ থেকে উদ্ধার দুই শিশুর পরিচয় মিলেছে, বাবা-মায়ের বিরুদ্ধে মামলা

মহাসড়কে দোকান যানজটে ভোগান্তি

ভোটের মাঠে: জয়ের সমীকরণ পাল্টে দেবে পাহাড়ি ভোটার

চাঁদপুরে হেফাজতে নির্যাতন, ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে থার্টি ফার্স্ট নিয়ে ৬ নির্দেশনা সিএমপির

খামারে ডাকাতের হানা, অস্ত্র ঠেকিয়ে ১২ গরু লুট