হোম > সারা দেশ > নোয়াখালী

কোম্পানীগঞ্জে ২১ মামলার আসামি পিচ্চি মাসুদ গ্রেপ্তার

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি

নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডাকাতিসহ ২১ মামলার পলাতক আসামি এবং তিনটি মামলার ওয়ারেন্টভুক্ত শীর্ষ সন্ত্রাসী আনোয়ার হোসেন ওরফে পিচ্চি মাসুদকে (২৯) গ্রেপ্তার করেছে পুলিশ। এ খবরে এলাকায় জনমনে স্বস্তি বিরাজ করছে। 

আজ রোববার বেলা আড়াইটায় উপজেলার মুছাপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মোল্লা বাজার থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পিচ্চি মাসুদ মুছাপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের তবারক আলী ভূঞা বাড়ির আবুল খায়ের ও আমেনা খাতুনের ছেলে। তিনি বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার ঘনিষ্ঠ অনুসারী হিসেবে পরিচিত। 

থানার রেকর্ডপত্র ও সিডিএমএস তথ্য অনুসারে তাঁর বিরুদ্ধে পাঁচটি ডাকাতি, একটি খুন, তিনটি মাদক, একটি ডাকাতিসহ খুন, একটি পুলিশের কাজে বাধা দেওয়া, দুইটি অন্যান্য ও আটটি রাজনৈতিক মামলা রয়েছে। এর মধ্যে তিনটি জিআর ওয়ারেন্টভুক্ত আসামি তিনি। 

জানা যায়, পিচ্চি মাসুদকে গ্রেপ্তার করায় মুছাপুরসহ সমগ্র কোম্পানীগঞ্জে জনমনে স্বস্তি বিরাজ করছে। অনেককে এ খবরে মিষ্টি বিতরণ করতেও দেখা গেছে। 

জানা যায়, পিচ্চি মাসুদ তাঁর অপর এক সহযোগী কেচ্চা রাসেলসহ প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে প্রতিপক্ষের নেতা-কর্মীদের উদ্দেশ করে গুলি করার ভিডিও ভাইরাল হয়েছিল। গত বছরের ১২ মে বসুরহাট পৌরসভার করালিয়ায় এই ঘটনা ঘটে। তাঁকে বহুবার প্রকাশ্যে অস্ত্র হাতে জনসমক্ষে দেখা গেছে। যার খবর বিভিন্ন পত্র-পত্রিকায়ও প্রকাশিত হয়েছিল। এর মধ্যে কেচ্চা রাসেল অস্ত্রসহ গ্রেপ্তার হয়ে এখন জেলহাজতে আছেন। 

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাজ্জাদ রোমন পিচ্চি মাসুদকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, তাঁর বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। 

২০ বছর পর চট্টগ্রামে আসছেন তারেক রহমান, উৎসবের আমেজ

চট্টগ্রামে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুনের অভিযোগ

বিষপানে গৃহবধূর মৃত্যু, হাসপাতালে দেওয়া ভিডিও বার্তায় স্বামী-শাশুড়ির বিরুদ্ধে অভিযোগ

চট্টগ্রামে হাসনাত আবদুল্লাহর ওপর হামলা নিয়ে যা বললেন বিএনপি প্রার্থী

এনসিপি নেতার ওপর হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ বৈষম্যবিরোধীদের, ১০ কিমি যানজট

চট্টগ্রামে ‘দুষ্কৃতকারী’র তালিকায় সাবেক মন্ত্রী–মেয়র, আ.লীগ–বিএনপি নেতা, আছেন চিন্ময় কৃষ্ণও

চট্টগ্রাম নগরীতে নিষিদ্ধ ৩৩০ ‘দুষ্কৃতকারী’, কারা তারা

‘ব্যাংক অ্যাকাউন্ট নেই’ দাবি করা জামায়াত প্রার্থী শাহজাহান চৌধুরীর ব্যাংকে ১০ লাখ টাকা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভুয়া শিক্ষার্থী আটক

চট্টগ্রাম রেলওয়ে: ল্যান্ডক্রুজারে অফিসে যান দ্বিতীয় শ্রেণির কর্মচারী