নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডাকাতিসহ ২১ মামলার পলাতক আসামি এবং তিনটি মামলার ওয়ারেন্টভুক্ত শীর্ষ সন্ত্রাসী আনোয়ার হোসেন ওরফে পিচ্চি মাসুদকে (২৯) গ্রেপ্তার করেছে পুলিশ। এ খবরে এলাকায় জনমনে স্বস্তি বিরাজ করছে।
আজ রোববার বেলা আড়াইটায় উপজেলার মুছাপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মোল্লা বাজার থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পিচ্চি মাসুদ মুছাপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের তবারক আলী ভূঞা বাড়ির আবুল খায়ের ও আমেনা খাতুনের ছেলে। তিনি বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার ঘনিষ্ঠ অনুসারী হিসেবে পরিচিত।
থানার রেকর্ডপত্র ও সিডিএমএস তথ্য অনুসারে তাঁর বিরুদ্ধে পাঁচটি ডাকাতি, একটি খুন, তিনটি মাদক, একটি ডাকাতিসহ খুন, একটি পুলিশের কাজে বাধা দেওয়া, দুইটি অন্যান্য ও আটটি রাজনৈতিক মামলা রয়েছে। এর মধ্যে তিনটি জিআর ওয়ারেন্টভুক্ত আসামি তিনি।
জানা যায়, পিচ্চি মাসুদ তাঁর অপর এক সহযোগী কেচ্চা রাসেলসহ প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে প্রতিপক্ষের নেতা-কর্মীদের উদ্দেশ করে গুলি করার ভিডিও ভাইরাল হয়েছিল। গত বছরের ১২ মে বসুরহাট পৌরসভার করালিয়ায় এই ঘটনা ঘটে। তাঁকে বহুবার প্রকাশ্যে অস্ত্র হাতে জনসমক্ষে দেখা গেছে। যার খবর বিভিন্ন পত্র-পত্রিকায়ও প্রকাশিত হয়েছিল। এর মধ্যে কেচ্চা রাসেল অস্ত্রসহ গ্রেপ্তার হয়ে এখন জেলহাজতে আছেন।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাজ্জাদ রোমন পিচ্চি মাসুদকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, তাঁর বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।