হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১০

 নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

প্রতীকী ছবি

চট্টগ্রাম নগরের চকবাজারে ইফতার চলাকালে নিষিদ্ধঘোষিত ছাত্রসংগঠন ছাত্রলীগের নেতা-কর্মীদের ঝটিকা মিছিল বের করার জের ধরে ১০ জনকে গ্রেপ্তার করেছে চকবাজার থানা-পুলিশের একটি দল। মিছিলের পর গতকাল মঙ্গলবার রাত থেকে আজ বুধবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে এ ঘটনার সঙ্গে জড়িত অন্তত ১০ জনকে গ্রেপ্তারের কথা জানান চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহিদুল কবির।

১০ জনের মধ্যে চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানা আওয়ামী লীগের সভাপতি ফিরোজ আহমেদ ও যুবলীগের কেন্দ্রীয় নেতা গিয়াস উদ্দিন সুজন রয়েছেন। অন্য আটজনের বিষয়ে তথ্য দেননি চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।

তথ্যমতে, গতকাল সন্ধ্যা ৬টার দিকে নগরের চকবাজার থানাধীন চটেশ্বরী রোডে এ মিছিল হয়। মিছিলের ভিডিও পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। ভিডিওতে দেখা যায়, ৩০-৪০ জন তরুণ ওই মিছিল থেকে আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং স্বাধীনতা দিবস নিয়ে স্লোগান দেন। এ সময় মিছিলকারীদের অনেকের মুখে মাস্ক পরা ছিল।

এ বিষয়ে নগর পুলিশের উপকমিশনার (দক্ষিণ) শাকিলা সোলতানা জানান, ‘ইফতারের সময় একটি মিছিল বের করা হয়েছিল। তখন আজানের শব্দ শোনা যাচ্ছিল। আমরা ভিডিওগুলো সংগ্রহ করে দেখছি। জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়ার অংশ হিসেবে এ গ্রেপ্তার অভিযান।’

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত