হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১০

 নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

প্রতীকী ছবি

চট্টগ্রাম নগরের চকবাজারে ইফতার চলাকালে নিষিদ্ধঘোষিত ছাত্রসংগঠন ছাত্রলীগের নেতা-কর্মীদের ঝটিকা মিছিল বের করার জের ধরে ১০ জনকে গ্রেপ্তার করেছে চকবাজার থানা-পুলিশের একটি দল। মিছিলের পর গতকাল মঙ্গলবার রাত থেকে আজ বুধবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে এ ঘটনার সঙ্গে জড়িত অন্তত ১০ জনকে গ্রেপ্তারের কথা জানান চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহিদুল কবির।

১০ জনের মধ্যে চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানা আওয়ামী লীগের সভাপতি ফিরোজ আহমেদ ও যুবলীগের কেন্দ্রীয় নেতা গিয়াস উদ্দিন সুজন রয়েছেন। অন্য আটজনের বিষয়ে তথ্য দেননি চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।

তথ্যমতে, গতকাল সন্ধ্যা ৬টার দিকে নগরের চকবাজার থানাধীন চটেশ্বরী রোডে এ মিছিল হয়। মিছিলের ভিডিও পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। ভিডিওতে দেখা যায়, ৩০-৪০ জন তরুণ ওই মিছিল থেকে আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং স্বাধীনতা দিবস নিয়ে স্লোগান দেন। এ সময় মিছিলকারীদের অনেকের মুখে মাস্ক পরা ছিল।

এ বিষয়ে নগর পুলিশের উপকমিশনার (দক্ষিণ) শাকিলা সোলতানা জানান, ‘ইফতারের সময় একটি মিছিল বের করা হয়েছিল। তখন আজানের শব্দ শোনা যাচ্ছিল। আমরা ভিডিওগুলো সংগ্রহ করে দেখছি। জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়ার অংশ হিসেবে এ গ্রেপ্তার অভিযান।’

চট্টগ্রাম ১৩: বিএনপি প্রার্থী সরওয়ার জামাল নিজামকে শোকজ

মহাসড়কে প্রাইভেট কার থামিয়ে পাঁচজনকে কুপিয়ে জখম

চাঁদপুরে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে ২ প্রার্থীকে শোকজ

চবিতে নিয়োগে অনিয়মের অভিযোগ, অভিযান চালিয়ে নথিপত্র নিল দুদক

বাঁশখালীতে ঘুষের টাকাসহ পরিবার পরিকল্পনার অফিস সহকারী আটক

চট্টগ্রামে ৩৫ সোনার বার ছিনতাই: বহিষ্কৃত ছাত্রদল নেতা বার্মা সাইফুলসহ গ্রেপ্তার ৪

কুবিতে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করা যাবে ২৫ জানুয়ারি থেকে

অলি আহমদের বিরুদ্ধে গাড়িতে হামলার অভিযোগ বিএনপির প্রার্থীর সমন্বয়কের

নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় ৯ লাখ সদস্য দায়িত্ব পালন করবেন: স্বরাষ্ট্র উপদেষ্টা

টেকনাফে গুলিবিদ্ধ শিশু আফনান ও মাইন বিস্ফোরণে আহত হানিফের পরিবারকে আর্থিক সহায়তা