হোম > সারা দেশ > ফেনী

তরমুজের জোড়া দেড় শ 

সোনাগাজী (ফেনী) প্রতিনিধি

ফেনীর সোনাগাজীর জিরো পয়েন্টে মিনি পিক-আপে মাইক লাগিয়ে তরমুজ জোড়া বিক্রি হচ্ছে দেড় শ টাকা করে। স্থানীয় ব্যবসায়ীরা খেত থেকে এনে একাদিক স্থানে এভাবে বিক্রি করছে। সকাল থেকে রাত পর্যন্ত চলে তাঁদের তরমুজ বিক্রি। তবে ইফতারের পূর্ব মুহূর্তে ক্রেতাদের ভিড় বেশি দেখা যায়। 

তুলনামূলক ছোট হলেও মাঠ থেকে কম দামে ক্রয় করে স্বল্পমূল্যে বিক্রি করছেন তাঁরা। উপজেলার ফলের দোকান গুলোতে প্রতিটি তরমুজ ২০০-৪৫০ টাকায় (আকার অনুযায়ী) বিক্রি হচ্ছে। 

নুর করিম নামের একজন ক্রেতা বলেন, ‘ফল দোকানের তুলনায় গাড়িতে বিক্রি করা তরমুজের দাম কম। এ ছাড়াও খেতেও সুস্বাদু। এর আগেও কয়েকবার গাড়ি থেকে নিয়েছি।’ 

ফল ব্যবসায়ী এনায়েত উল্লাহ বলেন, ‘সাধারণত ফেনী থেকে আমরা তরমুজ কিনে সোনাগাজীতে এনে বিক্রি করছি। সেখানের দাম অনুযায়ী বিক্রি করি। কিন্তু সোনাগাজীর চাষ করা জায়গা থেকে যখন বড় তরমুজ তুলে নেওয়া হয়। শেষ সময়ে ছোট-বড় তরমুজ গড়ে কম দাম কিনে তা ৭০-১০০ টাকায় বিক্রি করছি। জোড়া ১৫০ টাকা করে বিক্রি করায় ভালো বিক্রি হয়।’ 

উল্লেখ, সোনাগাজী উপজেলার চরচান্দিয়া, চরদরবেশ, সদর, আমিরাবাদসহ বিভিন্ন স্থানে গত বছর ৫০ হেক্টর জমিতে তরমুজ চাষ হলেও চলতি বছর প্রায় ৫০০ হেক্টর জমিতে তরমুজ চাষ হয়।

রাঙ্গুনিয়ায় যৌথ বাহিনীর অভিযানে অপহৃত ব্যক্তি উদ্ধার, মাদক ও দেশীয় অস্ত্রসহ আটক ৩

মিরসরাইয়ে বিপিসির পাইপলাইন থেকে তেল চুরি: তদন্ত কমিটি গঠন, থানায় মামলা, গ্রেপ্তার ১

ডিসি পার্কে মাসব্যাপী ফুল উৎসব শুরু: ১৪০ প্রজাতির দেশি-বিদেশি ফুলের সমাহার

বাসচালকের জেদে বেপরোয়া গতি, আগুনে পুড়ল দুই শিশুসহ চার প্রাণ

চট্টগ্রামে ৩৫ সোনার বার ছিনতাই: চাকরিচ্যুত পুলিশ সদস্যসহ গ্রেপ্তার ৬

চট্টগ্রাম-১৪ আসনের বিএনপি প্রার্থীর সমন্বয়কারীর গাড়ি ভাঙচুর, গুলি

চট্টগ্রামে কাবিনের দিন কনের বাড়িতে পৌঁছাল বরের মৃত্যুর খবর

অগ্রণী ব্যাংক: বন্ধকি সম্পত্তি গোপনে বিক্রি ব্যাংকের ৩২৬ কোটি ঝুঁকিতে

চট্টগ্রাম-১৪ আসন: দেড় বছরে বিএনপির প্রার্থী জসিমের সম্পদ ২১ থেকে ৪১ কোটি

সুড়ঙ্গ খুঁড়ে পাইপলাইনের তেল চুরির চেষ্টা, চাপ সামলাতে না পেরে পালালেন যুবক