হোম > সারা দেশ > চট্টগ্রাম

নারীনেত্রী কল্পনা চাকমার ভাগ্যে কী ঘটেছে, তা জানানোর দাবি

রাঙামাটি প্রতিনিধি 

পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির নেতাদের সভা। ছবি: আজকের পত্রিকা

২৯ বছর আগে অপহৃত কল্পনা চাকমার ভাগ্যে কী ঘটেছে, তা জানানোর জন্য রাষ্ট্রের কাছে দাবি জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির নেতা উষাতন তালুকদার। আজ বৃহস্পতিবার সকালে রাঙামাটি শহরের আশিকা কনভেনশন সেন্টারে পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতি ও হিল উইমেন্স ফেডারেশনের আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন উষাতন তালুকদার।

উষাতন তালুকদার আরও বলেন, এই অপহরণের সঙ্গে জড়িত ব্যক্তিদের ধরতে হবে। রাষ্ট্র এর সুষ্ঠু বিচার করছে না। কিন্তু এর বিচার না করায় সেনাবাহিনীকে এর জবাব দিতে হচ্ছে।

বক্তারা বলেন, ২৯ বছর আগে ১২ জুন রাতে কল্পনা চাকমাকে নিজ বাড়ি থেকে অপহরণ করা হয়। মামলার বাদী কল্পনা চাকমার বড় ভাই কালিন্দী কুমার চাকমা তাঁর সাক্ষ্যে জড়িত তিনজনের নাম উল্লেখ করলেও মামলা থেকে তাঁদের নাম বাদ দেওয়া হয়।

পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতির রাঙামাটি জেলা সভাপতি রিতা চাকমার সভাপতিত্বে বক্তব্য দেন কল্পনা চাকমা অপহরণ মামলার বাদীপক্ষের আইনজীবী জুয়েল দেওয়ান, মানবাধিকারকর্মী অ্যাডভোকেট কক্সি তালুকদার প্রমুখ।

প্রসঙ্গত, ১৯৯৬ সালের ১২ জুন রাতে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার নিউ নাল্লাঘোনার নিজ বাড়ি থেকে অপহরণ করা হয় তৎকালীন হিল উইমেন্স ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক কল্পনা চাকমাকে। এ ঘটনা দেশ-বিদেশে আলোচনার সৃষ্টি করে।

মিরসরাইয়ে বিপিসির পাইপলাইন থেকে তেল চুরি: তদন্ত কমিটি গঠন, থানায় মামলা, গ্রেপ্তার ১

ডিসি পার্কে মাসব্যাপী ফুল উৎসব শুরু: ১৪০ প্রজাতির দেশি-বিদেশি ফুলের সমাহার

বাসচালকের জেদে বেপরোয়া গতি, আগুনে পুড়ল দুই শিশুসহ চার প্রাণ

চট্টগ্রামে ৩৫ সোনার বার ছিনতাই: চাকরিচ্যুত পুলিশ সদস্যসহ গ্রেপ্তার ৬

চট্টগ্রাম-১৪ আসনের বিএনপি প্রার্থীর সমন্বয়কারীর গাড়ি ভাঙচুর, গুলি

চট্টগ্রামে কাবিনের দিন কনের বাড়িতে পৌঁছাল বরের মৃত্যুর খবর

অগ্রণী ব্যাংক: বন্ধকি সম্পত্তি গোপনে বিক্রি ব্যাংকের ৩২৬ কোটি ঝুঁকিতে

চট্টগ্রাম-১৪ আসন: দেড় বছরে বিএনপির প্রার্থী জসিমের সম্পদ ২১ থেকে ৪১ কোটি

সুড়ঙ্গ খুঁড়ে পাইপলাইনের তেল চুরির চেষ্টা, চাপ সামলাতে না পেরে পালালেন যুবক

আরএসআরএমের কারখানা উচ্ছেদ করল চা বোর্ড