হোম > সারা দেশ > চট্টগ্রাম

নারীনেত্রী কল্পনা চাকমার ভাগ্যে কী ঘটেছে, তা জানানোর দাবি

রাঙামাটি প্রতিনিধি 

পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির নেতাদের সভা। ছবি: আজকের পত্রিকা

২৯ বছর আগে অপহৃত কল্পনা চাকমার ভাগ্যে কী ঘটেছে, তা জানানোর জন্য রাষ্ট্রের কাছে দাবি জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির নেতা উষাতন তালুকদার। আজ বৃহস্পতিবার সকালে রাঙামাটি শহরের আশিকা কনভেনশন সেন্টারে পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতি ও হিল উইমেন্স ফেডারেশনের আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন উষাতন তালুকদার।

উষাতন তালুকদার আরও বলেন, এই অপহরণের সঙ্গে জড়িত ব্যক্তিদের ধরতে হবে। রাষ্ট্র এর সুষ্ঠু বিচার করছে না। কিন্তু এর বিচার না করায় সেনাবাহিনীকে এর জবাব দিতে হচ্ছে।

বক্তারা বলেন, ২৯ বছর আগে ১২ জুন রাতে কল্পনা চাকমাকে নিজ বাড়ি থেকে অপহরণ করা হয়। মামলার বাদী কল্পনা চাকমার বড় ভাই কালিন্দী কুমার চাকমা তাঁর সাক্ষ্যে জড়িত তিনজনের নাম উল্লেখ করলেও মামলা থেকে তাঁদের নাম বাদ দেওয়া হয়।

পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতির রাঙামাটি জেলা সভাপতি রিতা চাকমার সভাপতিত্বে বক্তব্য দেন কল্পনা চাকমা অপহরণ মামলার বাদীপক্ষের আইনজীবী জুয়েল দেওয়ান, মানবাধিকারকর্মী অ্যাডভোকেট কক্সি তালুকদার প্রমুখ।

প্রসঙ্গত, ১৯৯৬ সালের ১২ জুন রাতে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার নিউ নাল্লাঘোনার নিজ বাড়ি থেকে অপহরণ করা হয় তৎকালীন হিল উইমেন্স ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক কল্পনা চাকমাকে। এ ঘটনা দেশ-বিদেশে আলোচনার সৃষ্টি করে।

বাসার দরজা ভেঙে চবি শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

একমঞ্চে ৬১ চিকিৎসা গবেষণাপত্র উপস্থাপন

চবির শাটলে বসা নিয়ে বাগ্‌বিতণ্ডা, শিক্ষার্থীকে মারধর

রাউজানে ৪টি ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন

চট্টগ্রামে কাস্টমস কর্মকর্তার গাড়িতে হামলা, একজন বলছিলেন—‘গুলি কর’

পার্বত্য চুক্তির বর্ষপূর্তির অনুষ্ঠান থেকে ফেরার পথে গ্রেপ্তার আইনজীবী জামিনে মুক্ত

চট্টগ্রাম বন্দর বিদেশিদের ইজারার প্রতিবাদে দিনে লাল পতাকা, রাতে মশাল মিছিল

চমেক হাসপাতালে সেবা বন্ধ রেখে অর্ধদিবস কর্মবিরতি

পার্টির পেছনে ইসলাম থাকলে, সেটা ইসলাম হয়ে যায় না: সালাহউদ্দিন আহমদ

সেন্ট মার্টিনে জাহাজ চলাচলের দ্বিতীয় দিনেও কোটার ৮০০ কম পর্যটক