হোম > সারা দেশ > চট্টগ্রাম

নারীনেত্রী কল্পনা চাকমার ভাগ্যে কী ঘটেছে, তা জানানোর দাবি

রাঙামাটি প্রতিনিধি 

পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির নেতাদের সভা। ছবি: আজকের পত্রিকা

২৯ বছর আগে অপহৃত কল্পনা চাকমার ভাগ্যে কী ঘটেছে, তা জানানোর জন্য রাষ্ট্রের কাছে দাবি জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির নেতা উষাতন তালুকদার। আজ বৃহস্পতিবার সকালে রাঙামাটি শহরের আশিকা কনভেনশন সেন্টারে পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতি ও হিল উইমেন্স ফেডারেশনের আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন উষাতন তালুকদার।

উষাতন তালুকদার আরও বলেন, এই অপহরণের সঙ্গে জড়িত ব্যক্তিদের ধরতে হবে। রাষ্ট্র এর সুষ্ঠু বিচার করছে না। কিন্তু এর বিচার না করায় সেনাবাহিনীকে এর জবাব দিতে হচ্ছে।

বক্তারা বলেন, ২৯ বছর আগে ১২ জুন রাতে কল্পনা চাকমাকে নিজ বাড়ি থেকে অপহরণ করা হয়। মামলার বাদী কল্পনা চাকমার বড় ভাই কালিন্দী কুমার চাকমা তাঁর সাক্ষ্যে জড়িত তিনজনের নাম উল্লেখ করলেও মামলা থেকে তাঁদের নাম বাদ দেওয়া হয়।

পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতির রাঙামাটি জেলা সভাপতি রিতা চাকমার সভাপতিত্বে বক্তব্য দেন কল্পনা চাকমা অপহরণ মামলার বাদীপক্ষের আইনজীবী জুয়েল দেওয়ান, মানবাধিকারকর্মী অ্যাডভোকেট কক্সি তালুকদার প্রমুখ।

প্রসঙ্গত, ১৯৯৬ সালের ১২ জুন রাতে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার নিউ নাল্লাঘোনার নিজ বাড়ি থেকে অপহরণ করা হয় তৎকালীন হিল উইমেন্স ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক কল্পনা চাকমাকে। এ ঘটনা দেশ-বিদেশে আলোচনার সৃষ্টি করে।

চসিকের ময়লাবাহী ট্রাকের ধাক্কায় কনস্টেবল নিহত

আগামীর বাংলাদেশ হবে রেইনবো নেশন: আমীর খসরু

জমিয়তের কেন্দ্রীয় দুই নেতাকে দল থেকে বহিষ্কার

একুশে পদকপ্রাপ্ত ছড়াকার সুকুমার বড়ুয়া আর নেই

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তিযুদ্ধ শুরু, ‘এ’ ইউনিটের পরীক্ষা আজ

খালেদা জিয়ার মৃত্যুতে আইআইইউসির শোক

চট্টগ্রামে জেলা প্রশাসনের জমি বরাদ্দ দিল সিটি করপোরেশন

কক্সবাজারে ভাইয়ের হাতে বোন খুন

রাউজানে ভোটের মাঠ: সম্পদে এককভাবে এগিয়ে গোলাম আকবর, গিয়াসের স্ত্রী-সন্তানেরা ধনী বেশি

আনোয়ারায় সড়কের পাশ থেকে উদ্ধার দুই শিশুর পরিচয় মিলেছে, বাবা-মায়ের বিরুদ্ধে মামলা