হোম > সারা দেশ > চট্টগ্রাম

নারীনেত্রী কল্পনা চাকমার ভাগ্যে কী ঘটেছে, তা জানানোর দাবি

রাঙামাটি প্রতিনিধি 

পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির নেতাদের সভা। ছবি: আজকের পত্রিকা

২৯ বছর আগে অপহৃত কল্পনা চাকমার ভাগ্যে কী ঘটেছে, তা জানানোর জন্য রাষ্ট্রের কাছে দাবি জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির নেতা উষাতন তালুকদার। আজ বৃহস্পতিবার সকালে রাঙামাটি শহরের আশিকা কনভেনশন সেন্টারে পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতি ও হিল উইমেন্স ফেডারেশনের আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন উষাতন তালুকদার।

উষাতন তালুকদার আরও বলেন, এই অপহরণের সঙ্গে জড়িত ব্যক্তিদের ধরতে হবে। রাষ্ট্র এর সুষ্ঠু বিচার করছে না। কিন্তু এর বিচার না করায় সেনাবাহিনীকে এর জবাব দিতে হচ্ছে।

বক্তারা বলেন, ২৯ বছর আগে ১২ জুন রাতে কল্পনা চাকমাকে নিজ বাড়ি থেকে অপহরণ করা হয়। মামলার বাদী কল্পনা চাকমার বড় ভাই কালিন্দী কুমার চাকমা তাঁর সাক্ষ্যে জড়িত তিনজনের নাম উল্লেখ করলেও মামলা থেকে তাঁদের নাম বাদ দেওয়া হয়।

পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতির রাঙামাটি জেলা সভাপতি রিতা চাকমার সভাপতিত্বে বক্তব্য দেন কল্পনা চাকমা অপহরণ মামলার বাদীপক্ষের আইনজীবী জুয়েল দেওয়ান, মানবাধিকারকর্মী অ্যাডভোকেট কক্সি তালুকদার প্রমুখ।

প্রসঙ্গত, ১৯৯৬ সালের ১২ জুন রাতে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার নিউ নাল্লাঘোনার নিজ বাড়ি থেকে অপহরণ করা হয় তৎকালীন হিল উইমেন্স ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক কল্পনা চাকমাকে। এ ঘটনা দেশ-বিদেশে আলোচনার সৃষ্টি করে।

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত, তিন সদস্য জিম্মি

রাউজানে গোলাম আকবর নয়, গিয়াস কাদেরকেই বেছে নিল বিএনপি

এলপিজি সিলিন্ডারবাহী ট্রাক উল্টে দৃষ্টিপ্রতিবন্ধী ভিক্ষুক নিহত, আহত ২

চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যা: চিন্ময়সহ ৩৯ জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ আদালতের

২০ বছর পর চট্টগ্রামে আসছেন তারেক রহমান, উৎসবের আমেজ

চট্টগ্রামে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুনের অভিযোগ

বিষপানে গৃহবধূর মৃত্যু, হাসপাতালে দেওয়া ভিডিও বার্তায় স্বামী-শাশুড়ির বিরুদ্ধে অভিযোগ

চট্টগ্রামে হাসনাত আবদুল্লাহর ওপর হামলা নিয়ে যা বললেন বিএনপি প্রার্থী

এনসিপি নেতার ওপর হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ বৈষম্যবিরোধীদের, ১০ কিমি যানজট

চট্টগ্রামে ‘দুষ্কৃতকারী’র তালিকায় সাবেক মন্ত্রী–মেয়র, আ.লীগ–বিএনপি নেতা, আছেন চিন্ময় কৃষ্ণও