হোম > সারা দেশ > খাগড়াছড়ি

পঞ্চান্ন বছরেও ভবন হয়নি বিদ্যালয়ে

মিল্টন চাকমা, মহালছড়ি (খাগড়াছড়ি) 

খাগড়াছড়ির গুইমারা উপজেলার গোয়াইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়। সাইনবোর্ডে লেখা অনুযায়ী ১৯৬৫ সালে সিন্দুকছড়ি ইউনিয়নে স্থাপিত হয় বিদ্যালয়টি। প্রতিষ্ঠার দীর্ঘ ৫৫ বছর পেরিয়ে গেলেও বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন হয়নি।

সিন্দুকছড়ি ইউনিয়নটি এত দিন জেলার মহালছড়ি উপজেলার অধীনে ছিল। পরে জেলার তিন উপজেলার ৩টি ইউনিয়ন মিলে গুইমারা উপজেলা সৃষ্টি হয়। ২০১৪ সালের ৬ জুন প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির ১০৯ তম সভায় এই উপজেলাকে অনুমোদন দেওয়া হয়। এতে সিন্দুকছড়ি ইউনিয়নটি গুইমারা উপজেলার অন্তর্ভুক্ত হয়েছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক রি প্রু চাই মারমা জানান, বিদ্যালয়ে বর্তমানে ৩ জন শিক্ষক ও ১ জন দপ্তরি আছেন। প্রাক প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী সংখ্যা ৯৬। উপজেলা সীমানা জটিলতার কারণে বিদ্যালয়টি এত দিন অবহেলায় পড়ে ছিল। ৪ মাস আগে ভবনের জন্য আবেদন করা হয়েছে। এর পর দুইবার প্রকৌশলী এসে জায়গাটি মেপে গেছেন। আশা করি এবার ভবন হয়ে যাবে।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হিটলারুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘সিন্ধুছড়ি ইউনিয়নে সব বিদ্যালয়ের কার্যক্রম মহালছড়ি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের মাধ্যমে পরিচালিত হতো।  গোয়াইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় ছাড়াও আরও ২টি প্রাথমিক বিদ্যালয়ে এখনো ভবন হয়নি। এ তিনটি বিদ্যালয়ে ভবন নির্মাণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে।’

মিরসরাইয়ে বিপিসির পাইপলাইন থেকে তেল চুরি: তদন্ত কমিটি গঠন, থানায় মামলা, গ্রেপ্তার ১

ডিসি পার্কে মাসব্যাপী ফুল উৎসব শুরু: ১৪০ প্রজাতির দেশি-বিদেশি ফুলের সমাহার

বাসচালকের জেদে বেপরোয়া গতি, আগুনে পুড়ল দুই শিশুসহ চার প্রাণ

চট্টগ্রামে ৩৫ সোনার বার ছিনতাই: চাকরিচ্যুত পুলিশ সদস্যসহ গ্রেপ্তার ৬

চট্টগ্রাম-১৪ আসনের বিএনপি প্রার্থীর সমন্বয়কারীর গাড়ি ভাঙচুর, গুলি

চট্টগ্রামে কাবিনের দিন কনের বাড়িতে পৌঁছাল বরের মৃত্যুর খবর

অগ্রণী ব্যাংক: বন্ধকি সম্পত্তি গোপনে বিক্রি ব্যাংকের ৩২৬ কোটি ঝুঁকিতে

চট্টগ্রাম-১৪ আসন: দেড় বছরে বিএনপির প্রার্থী জসিমের সম্পদ ২১ থেকে ৪১ কোটি

সুড়ঙ্গ খুঁড়ে পাইপলাইনের তেল চুরির চেষ্টা, চাপ সামলাতে না পেরে পালালেন যুবক

আরএসআরএমের কারখানা উচ্ছেদ করল চা বোর্ড