হোম > সারা দেশ > চট্টগ্রাম

অপারেশনে আলাদা হলো জোড়া লাগানো যমজ শিশু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

অস্ত্রোপচারের পর জোড়া লাগা দুই শিশুকে কোলে নিয়ে আছেন চিকিৎসক। ছবি: আজকের পত্রিকা

জোড়া লাগানো যমজ শিশুকে জন্মের ২৩ ঘণ্টার মধ্যে সফল অস্ত্রোপচারে আলাদা করা হয়েছে। ওই দুই শিশু হচ্ছে রিয়াশাদ ও রেনিশ। চট্টগ্রামের অ্যাপোলো ইমপেরিয়াল হাসপাতালে এই অস্ত্রোপচারে নেতৃত্ব দেন শিশু সার্জন আদনান ওয়ালিদ।

জানা গেছে, ৬ মে ওই হাসপাতালে সাতকানিয়ার বাসিন্দা সুরাইয়া বেগমকে অস্ত্রোপচারের মাধ্যমে জন্ম হয় যমজ শিশু রিয়াশাদ জাফর চৌধুরী ও রেনিশ জাফর চৌধুরীর। ৭ মে তাদের আলাদা করা হয় বলে নিশ্চিত করেন শিশুদের বাবা ব্যবসায়ী রিয়াদ জাফর চৌধুরী।

গতকাল বৃহস্পতিবার বিকেলে পাহাড়তলী এলাকার ওই হাসপাতালে আয়োজিত সংবাদ সম্মেলনে শিশু সার্জন আদনান ওয়ালিদ উল্লিখিত তথ্য প্রকাশ করে বলেন, ‘এটা আমার ক্যারিয়ারের প্রথম স্বাধীন নেতৃত্বে করা অপারেশন। ঢাকায় আলোচিত রিফা-শিফার অপারেশনের সময় আমি ছিলাম সহকারী পর্যবেক্ষক। এবার ১৮ জনের একটি বিশেষজ্ঞ টিম তিন ঘণ্টা ধরে অপারেশন করে। শিশু দুটির বুক ও পেটের আড়াই ইঞ্চি অংশ, শ্বাসনালির অংশও এক ছিল। আমরা সফল হয়েছি। এখন তারা দুজনেই সুস্থ।’

এ বিষয়ে হাসপাতালের প্রসূতি বিশেষজ্ঞ রেশমা শারমিন বলেন, ২৮ সপ্তাহে আলট্রাসনোগ্রাফিতে শিশু দুটি জোড়া লাগানো বলে ধরা পড়ে। পরে আরও দুবার আলট্রাসনোগ্রাফির মাধ্যমে বিষয়টি নিশ্চিত হওয়া যায়। গর্ভাবস্থায় এক শিশুর রক্ত সঞ্চালন কম পাওয়ায় চিকিৎসা দেওয়া হয়। ৩৪ সপ্তাহে অস্ত্রোপচারের মাধ্যমে জন্ম হয় শিশু দুটির। জন্মের সময় তাদের ওজন ছিল যথাক্রমে ৯৭৩ ও ১০৪৫ গ্রাম। বর্তমানে ওজন বেড়ে দাঁড়িয়েছে ১২৫৫ ও ১৩৫০ গ্রামে।

শিশুদের মা সুরাইয়া বেগম জানান, ‘চিকিৎসকদের আন্তরিকতা ও সাহস দেখে আমরা অভিভূত।’

চট্টগ্রামে ৩৫ সোনার বার ছিনতাই: বহিষ্কৃত ছাত্রদল নেতা বার্মা সাইফুলসহ গ্রেপ্তার ৪

কুবিতে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করা যাবে ২৫ জানুয়ারি থেকে

অলি আহমদের বিরুদ্ধে গাড়িতে হামলার অভিযোগ বিএনপির প্রার্থীর সমন্বয়কের

নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় ৯ লাখ সদস্য দায়িত্ব পালন করবেন: স্বরাষ্ট্র উপদেষ্টা

টেকনাফে গুলিবিদ্ধ শিশু আফনান ও মাইন বিস্ফোরণে আহত হানিফের পরিবারকে আর্থিক সহায়তা

খাগড়াছড়িতে জামায়াতের এমপি প্রার্থীর বাসার সামনে ককটেল বিস্ফোরণের অভিযোগ

‘জীবন দিয়ে হলেও সীমান্ত রক্ষা করব’— বিজিবিতে নিয়োগ পেয়ে ফেলানীর ভাই

বিজিবির সদস্যরা কোনো স্বার্থান্বেষী গোষ্ঠীর রক্ষক নয়: শপথ অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা

চট্টগ্রামে বিরোধপূর্ণ জমি: ১ বছর নিয়ে ২০ বছর ইজারা

ছেঁড়াদিয়া দ্বীপ: বেপরোয়া পর্যটক সামলাতে হিমশিম অবস্থা কর্তৃপক্ষের