হোম > সারা দেশ > কক্সবাজার

যৌথ বাহিনীর অভিযান: অস্ত্র, গুলি, জাল টাকা উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি

শাহীনের বাড়ি থেকে উদ্ধারকৃত অস্ত্রশস্ত্র। ছবি: আজকের পত্রিকা

কক্সবাজারের রামু উপজেলার শীর্ষ ডাকাত শাহীনুর রহমান শাহীনের বাড়িতে অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। রোববার ভোররাতে উপজেলার গর্জনিয়া ইউনিয়নের মাঝিরঘাটা এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

র‌্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক এবং সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে পলাতক আসামি শাহীন নিজের বাড়িতে অস্ত্র ও মাদকসহ অবস্থান করছে। এরপর র‌্যাব, পুলিশ ও বিজিবির সমন্বয়ে যৌথ অভিযান চালানো হয়।

যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে শাহীন ও তার সহযোগীরা কৌশলে বাড়ির পেছনের দরজা দিয়ে পালিয়ে যায়। অভিযানে শাহীনের বাড়ি তল্লাশি করে দুটি ১২ বোর কার্তুজসহ একটি আগ্নেয়াস্ত্র, গুলির খালি খোসা, গাঁজা ও অন্যান্য মাদকদ্রব্য, বিপুল পরিমাণ জাল টাকা, একটি ওয়াকিটকি সেট, সিসি ক্যামেরা এবং একটি কালো বাইনোকুলার উদ্ধার করা হয়।

র‌্যাব কর্মকর্তা আরও জানান, পলাতক শাহীনুর রহমান শাহীন কক্সবাজার অঞ্চলের একজন চিহ্নিত অস্ত্রধারী ডাকাতদলের নেতা। তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র ও মাদক পাচারসহ মোট ১৯টি মামলা রয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত

ফটিকছড়িতে গুলিতে নিহত ১

মিরসরাইয়ে পুলিশ পরিচয়ে পোলট্রি ফার্মে ঢুকে ডাকাতি, মোটরসাইকেলসহ মালপত্র লুট

শিক্ষককে হেনস্তার পর টেনেহিঁচড়ে প্রক্টর অফিসে নিয়ে গেলেন চাকসুর শিবির নেতারা

প্রভাবশালী ব্যবসায়ী থেকে ঋণখেলাপি, ৫০ বছরের বন্ধুত্বে ফাটল