হোম > সারা দেশ > চট্টগ্রাম

বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, মারা গেলেন গুলিবিদ্ধ যুবদল কর্মী

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

নিহত যুবদল কর্মী জিহাদুর রহমান জিহাদ। ছবি: সংগ্রহীত

চট্টগ্রাম নগরীতে ঈদ শুভেচ্ছার ব্যানার টানানো নিয়ে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষে গুলিবিদ্ধ ও ছুরিকাঘাতে আহত যুবদলের কর্মী জিহাদুর রহমান জিহাদ মারা গেছেন। আজ বৃহস্পতিবার ভোরে নগরীর বেসরকারি মেট্রোপলিটন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

নিহত জিহাদুর নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবদুল হালিম শাহ আলমের অনুসারী। এর আগে গত ২১ মার্চ নগরীর খুলশী থানার জিইসি মোড়ে ব্যানার টানানোকে কেন্দ্র করে কুসুমবাগ আবাসিক এলাকায় বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। শাহ আলমের অনুসারীদের সঙ্গে নগর ছাত্রদলের সদস্যসচিব শরিফুল ইসলাম তুহিনের অনুসারীদের সংঘর্ষে জিহাদুরসহ দুজন গুলিবিদ্ধ ও একজন ছুরিকাহত হন।

জানা গেছে, শাহ আলম বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর অনুসারী ও শরিফুল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের অনুসারী হিসেবে পরিচিত। দুটি পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্ব ছিল। এ ছাড়া ৫ আগস্টপরবর্তী দামপাড়া কাউন্টার, জিইসি মোড়ের হকার ও টেম্পুস্ট্যান্ডের চাঁদাবাজি ও নিয়ন্ত্রণ নিয়ে দ্বন্দ্ব বাড়তে থাকে।

ওই দিন সংঘর্ষে জিহাদুর ছাড়াও আনোয়ার হোসেন নামের শাহ আলমের আরেক অনুসারী গুলিবিদ্ধ হয়েছেন। আর শরিফুলের অনুসারী রমিজ দারোয়ান ছুরিকাঘাতে আহত হন। ঘটনায় উভয় পক্ষ খুলশী থানায় পাল্টাপাল্টি দুটি মামলা করে। ঘটনার দিন খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমানকে তাৎক্ষণিক প্রত্যাহার করে নেওয়া হয়। এ পর্যন্ত উভয় পক্ষের চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

জানতে চাইলে খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব হোসেন আজকের পত্রিকাকে বলেন, সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধ জিহাদুর রহমান হাসপাতাল চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। উভয় পক্ষ পাল্টাপাল্টি মামলা করেছিল, মামলার আসামি ১৬-১৭ জন করে। সংঘর্ষের ঘটনায় করা একটি মামলা আদালতে আবেদন করে ৩০২ ধারায় যুক্ত করা হবে। এ পর্যন্ত দুটি মামলায় মোট চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বিদ্যালয় নির্মাণের নামে পাহাড় কেটে সাবাড়

নির্বাচন ঘিরে চট্টগ্রাম বিমানবন্দরে প্রবেশে কড়াকড়ি

১৫ জানুয়ারি থেকে যৌথ বাহিনীর জোরালো অভিযান: ইসি সানাউল্লাহ

সন্ধ্যায় বাসা থেকে বেরিয়ে নিখোঁজ, সকালে মিলল কিশোরের গলাকাটা লাশ

দুই দিন ধরে সড়কে পড়ে ছিল কোটি টাকার মার্সিডিজ

রাউজানে যুবদল নেতাকে গুলি করে হত্যা

হুম্মামের চেয়ে ৪০ গুণ বেশি সম্পদের মালিক তাঁর স্ত্রী

গ্যাস সিলিন্ডার বেশি দামে বিক্রির দায়ে ডিলারকে জরিমানা

আনোয়ারায় রাস্তা থেকে উদ্ধার দুই শিশুর একজনের মৃত্যু, লাশ নিতে এলেন দাদি

কর্ণফুলীতে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, ৪৫ হাজার টাকা জরিমানা