হোম > সারা দেশ > নোয়াখালী

নোয়াখালীতে হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ও পুরস্কার বিতরণ

নোয়াখালী প্রতিনিধি

আন-নূর হিফজুল কোরআন প্রতিযোগিতায় বিভিন্ন বিভাগে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের মাঝে প্রাইজমানি ও সম্মাননা প্রদান করা হয়। ছবি: আজকের পত্রিকা

নতুন প্রজন্মকে কোরআন মুখস্থে উৎসাহিত করা এবং হাফেজদের সম্মান জানাতে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ছয়ানী ইউনিয়নে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে ‘আন-নূর হিফজুল কোরআন প্রতিযোগিতা’র গ্র্যান্ড ফিনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান।

শুক্রবার (২৪ মে) রাতে ছয়ানী উচ্চবিদ্যালয় মাঠে নূর ফাউন্ডেশনের আয়োজনে এই প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়। এতে মোট ৮০ জন হাফেজ অংশ নেন। বিভিন্ন বিভাগে অংশগ্রহণকারী প্রতিযোগীদের মধ্য থেকে বিচারকদের রায়ে ২০ জন বিজয়ীকে পুরস্কৃত করা হয়।

প্রতিযোগিতায় বিভিন্ন বয়সের হাফেজগণ পবিত্র কোরআনের বিভিন্ন অংশ থেকে শুদ্ধ ও সুমধুর কণ্ঠে তেলাওয়াত করেন। তাদের হৃদয়ছোঁয়া কণ্ঠে কোরআনের আয়াত উপস্থিত অতিথি, বিচারক ও সাধারণ দর্শকদের মুগ্ধ করে।

বিচারকার্যে ছিলেন অভিজ্ঞ ও স্বনামধন্য আলেমগণ। তাঁরা তাজবিদ, মাখরাজ ও হিফজের বিশুদ্ধতার ওপর ভিত্তি করে প্রতিযোগীদের মূল্যায়ন করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কোরআন তেলাওয়াত করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শাইখ ক্বারি আহমাদ বিন ইউসুফ আল আযহারী। প্রধান আলোচক ছিলেন আন্তর্জাতিক ইসলামিক স্কলার শাইখ মুহাদ্দিস মাহমুদুল হাসান। এ ছাড়া উপস্থিত ছিলেন বিপ্লবী গানের কবি মুহিন খান ও নূর গ্রুপের চেয়ারম্যান মাহফুজুর রহমান।

বিভিন্ন বিভাগে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের মাঝে প্রাইজমানি ও সম্মাননা প্রদান করা হয়। এ ছাড়া অংশগ্রহণকারী সব হাফেজকে সান্ত্বনা পুরস্কার দেওয়া হয়।

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত

ফটিকছড়িতে গুলিতে নিহত ১

মিরসরাইয়ে পুলিশ পরিচয়ে পোলট্রি ফার্মে ঢুকে ডাকাতি, মোটরসাইকেলসহ মালপত্র লুট

শিক্ষককে হেনস্তার পর টেনেহিঁচড়ে প্রক্টর অফিসে নিয়ে গেলেন চাকসুর শিবির নেতারা

প্রভাবশালী ব্যবসায়ী থেকে ঋণখেলাপি, ৫০ বছরের বন্ধুত্বে ফাটল