হোম > সারা দেশ > নোয়াখালী

নোয়াখালীতে হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ও পুরস্কার বিতরণ

নোয়াখালী প্রতিনিধি

আন-নূর হিফজুল কোরআন প্রতিযোগিতায় বিভিন্ন বিভাগে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের মাঝে প্রাইজমানি ও সম্মাননা প্রদান করা হয়। ছবি: আজকের পত্রিকা

নতুন প্রজন্মকে কোরআন মুখস্থে উৎসাহিত করা এবং হাফেজদের সম্মান জানাতে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ছয়ানী ইউনিয়নে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে ‘আন-নূর হিফজুল কোরআন প্রতিযোগিতা’র গ্র্যান্ড ফিনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান।

শুক্রবার (২৪ মে) রাতে ছয়ানী উচ্চবিদ্যালয় মাঠে নূর ফাউন্ডেশনের আয়োজনে এই প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়। এতে মোট ৮০ জন হাফেজ অংশ নেন। বিভিন্ন বিভাগে অংশগ্রহণকারী প্রতিযোগীদের মধ্য থেকে বিচারকদের রায়ে ২০ জন বিজয়ীকে পুরস্কৃত করা হয়।

প্রতিযোগিতায় বিভিন্ন বয়সের হাফেজগণ পবিত্র কোরআনের বিভিন্ন অংশ থেকে শুদ্ধ ও সুমধুর কণ্ঠে তেলাওয়াত করেন। তাদের হৃদয়ছোঁয়া কণ্ঠে কোরআনের আয়াত উপস্থিত অতিথি, বিচারক ও সাধারণ দর্শকদের মুগ্ধ করে।

বিচারকার্যে ছিলেন অভিজ্ঞ ও স্বনামধন্য আলেমগণ। তাঁরা তাজবিদ, মাখরাজ ও হিফজের বিশুদ্ধতার ওপর ভিত্তি করে প্রতিযোগীদের মূল্যায়ন করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কোরআন তেলাওয়াত করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শাইখ ক্বারি আহমাদ বিন ইউসুফ আল আযহারী। প্রধান আলোচক ছিলেন আন্তর্জাতিক ইসলামিক স্কলার শাইখ মুহাদ্দিস মাহমুদুল হাসান। এ ছাড়া উপস্থিত ছিলেন বিপ্লবী গানের কবি মুহিন খান ও নূর গ্রুপের চেয়ারম্যান মাহফুজুর রহমান।

বিভিন্ন বিভাগে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের মাঝে প্রাইজমানি ও সম্মাননা প্রদান করা হয়। এ ছাড়া অংশগ্রহণকারী সব হাফেজকে সান্ত্বনা পুরস্কার দেওয়া হয়।

হাদি হত্যাকাণ্ড: চট্টগ্রামে নিউমার্কেট চত্বরে অবস্থান কর্মসূচিতে বসেছে ইনকিলাব মঞ্চ

এক হাজার লিটার ডিজেল, ৬৫০ বস্তা সিমেন্টসহ আটক ১১

সেন্ট মার্টিনগামী জাহাজে আগুন, এক কর্মচারী নিহত; ১৫ জন জীবিত উদ্ধার

সীতাকুণ্ডে জমির সীমানা নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ

চট্টগ্রামে হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের বিক্ষোভ

চেসকোড বিজয় দিবস আন্তর্জাতিক দাবায় চ্যাম্পিয়ন রবিউল

লাঠিতে ভর দিয়ে করতে হয় যাতায়াত, একই পরিবারে ছয় প্রতিবন্ধীর মানবেতর জীবন

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহতের হার ২৯ শতাংশ বৃদ্ধি, অর্ধেকই পথচারী

ভবন পরিকল্পনা অনুমোদনে ঘুষ দাবি, সিডিএ কার্যালয়ে দুদকের অভিযান

ফটিকছড়িতে ইজিবাইক উল্টে নারী নিহত