হোম > সারা দেশ > কক্সবাজার

বিশ্ব পর্যটন দিবস: কক্সবাজারে ৭ দিনব্যাপী মেলা-বিচ কার্নিভ্যাল

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজার সমুদ্রসৈকতে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে বসছে সাত দিনব্যাপী পর্যটন মেলা-বিচ কার্নিভ্যাল। জেলা প্রশাসনের উদ্যোগে আগামী বুধবার (২৭ সেপ্টেম্বর) থেকে পর্যটকদের কক্সবাজারমুখী করতে মেলায় সংশ্লিষ্ট খাতগুলোতে বিশেষ ছাড়ের ঘোষণা দেওয়া হয়েছে। এর আগে গত বছরও জেলা প্রশাসন ও বিচ ম্যানেজমেন্ট কমিটির উদ্যোগে পর্যটন মেলার আয়োজন করা হয়।

এদিকে পর্যটন দিবসের পরদিন বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) ঈদে মিলাদুন্নবী ও শুক্র-শনিবারের সাপ্তাহিক ছুটিতে টানা তিন দিন কক্সবাজারে ব্যাপক পর্যটক সমাগমের আশা করছেন সংশ্লিষ্টরা।

পর্যটন মেলার প্রস্তুতি, নিরাপত্তা ও ব্যবস্থাপনা নিয়ে আজ বুধবার জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে সাংবাদিকদের ব্রিফিং করেন জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান। তিনি বলেন, ‘পর্যটনে পরিবেশবান্ধব বিনিয়োগ’ প্রতিপাদ্যে সমুদ্রসৈকত ও প্রাকৃতিক সৌন্দর্য তুলে ধরতে পর্যটকদের কক্সবাজারমুখী করতে এ আয়োজন।

এ সময় মেলার আহ্বায়ক অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো. ইয়ামিন হোসেন, কক্সবাজার ট্যুরিস্ট পুলিশ সুপার মো. জিল্লুর রহমান, জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহফুজুল ইসলামসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসনের উদ্যোগে এবারের মেলা ২৭ সেপ্টেম্বর শুরু হয়ে চলবে আগামী ৩ অক্টোবর পর্যন্ত। মেলায় বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, উদ্যোক্তা, পর্যটনসংশ্লিষ্ট সেবা এবং কক্সবাজারের পর্যটন স্পটগুলো তুলে ধরা হবে। ইতিমধ্যে সমুদ্রসৈকতের লাবণি পয়েন্টে মেলার মঞ্চ ও দুই শতাধিক স্টল নির্মাণকাজ শেষ করা হয়েছে।

হোটেলমালিকেরা জানান, এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত অফ সিজন ধরা হয়। অক্টোবর থেকে বৃষ্টি ও গরম কমে সাগরও শান্ত হয়ে আসে, তখন পর্যটক সমাগম বাড়ে। কক্সবাজারে পাঁচ শতাধিক হোটেল-মোটেলে দেড় লাখের ওপরে পর্যটক রাত যাপনের ব্যবস্থা রয়েছে। বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে হোটেল-মোটেল, কটেজ ও গেস্টহাউসে হাউস মালিক সমিতি পর্যটকদের জন্য নানা উদ্যোগ নিয়েছে বলে জানান তাঁরা।

এ বিষয়ে কক্সবাজার হোটেল-মোটেল গেস্টহাউসে হাউস মালিক সমিতির সভাপতি আবুল কাশেম সিকদার আজকের পত্রিকাকে বলেন, ‘পর্যটন দিবস উপলক্ষে হোটেল কক্ষে বিশেষ ছাড় দেওয়া হয়েছে। পর্যটন মেলা চলাকালীন পর্যন্ত এ ছাড় চলবে।’

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. ইয়ামিন হোসেন আজকের পত্রিকাকে জানান, হোটেল-মোটেল মালিক ও পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে বিশেষ ছাড়ের ব্যবস্থা করা হয়েছে।

কক্সবাজার ট্যুরিস্ট পুলিশ সুপার মো. জিল্লুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘টানা ছুটি ও পর্যটন মেলা উপলক্ষে পর্যটক সমাগম বাড়বে। এ জন্য ট্যুরিস্ট পুলিশের টহল বাড়ানো হবে। ট্যুরিস্ট পুলিশ ছাড়াও বিভিন্ন মোড়ে মোড়ে থাকবে সাদাপোশাকধারী পুলিশ ও বিভিন্ন সংস্থার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।’

জেলা প্রশাসক ও বিচ ম্যানেজমেন্ট কমিটির সভাপতি মুহম্মদ শাহীন ইমরান আজকের পত্রিকাকে বলেন, ‘পর্যটকেরা যাতে নির্বিঘ্নে কক্সবাজার ভ্রমণ ও পর্যটন মেলা উপভোগ করতে পারেন, তার জন্য সার্বিক নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতও মাঠে কাজ করবে।’

বিদ্যালয় নির্মাণের নামে পাহাড় কেটে সাবাড়

নির্বাচন ঘিরে চট্টগ্রাম বিমানবন্দরে প্রবেশে কড়াকড়ি

১৫ জানুয়ারি থেকে যৌথ বাহিনীর জোরালো অভিযান: ইসি সানাউল্লাহ

সন্ধ্যায় বাসা থেকে বেরিয়ে নিখোঁজ, সকালে মিলল কিশোরের গলাকাটা লাশ

দুই দিন ধরে সড়কে পড়ে ছিল কোটি টাকার মার্সিডিজ

রাউজানে যুবদল নেতাকে গুলি করে হত্যা

হুম্মামের চেয়ে ৪০ গুণ বেশি সম্পদের মালিক তাঁর স্ত্রী

গ্যাস সিলিন্ডার বেশি দামে বিক্রির দায়ে ডিলারকে জরিমানা

আনোয়ারায় রাস্তা থেকে উদ্ধার দুই শিশুর একজনের মৃত্যু, লাশ নিতে এলেন দাদি

কর্ণফুলীতে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, ৪৫ হাজার টাকা জরিমানা