হোম > সারা দেশ > চট্টগ্রাম

চবি সাঁটল ট্রেনে কাটা পড়ে শিশুর মৃত্যু 

চবি প্রতিনিধি

চট্টগ্রাম রেলস্টেশন থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়গামী সাঁটল ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক শিশুর মৃত্যু হয়েছে। শিশুর বয়স আনুমানিক দশ বছর। রোববার দুপুর সাড়ে ৩টার দিকে ক্যান্টনমেন্ট স্টেশনে এ দুর্ঘটনা ঘটে। এই নিয়ে দুই দিনে সাঁটল ট্রেনে কাটা পড়ে দুজনের মারা গেল। 

প্রত্যক্ষদর্শী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু তালহা জানান, বিশ্ববিদ্যালয়গামী সাঁটল ট্রেন ক্যান্টনমেন্ট স্টেশনে এসে থামার আগে ওই শিশু এক বগি থেকে অন্য বগিতে যাওয়ার জন্য লাফ দেয়। এ সময় পা পিছলে সে নিচে পরে গেলে দেহ কয়েক খণ্ডে বিভক্ত হয়ে যায়। এ সময় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 
 
ষোলোশহর রেলওয়ে স্টেশন মাস্টার এস এম ফখরুল আলম আজকের পত্রিকাকে বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়গামী সাঁটল ট্রেন ক্যান্টনমেন্ট স্টেশনে পৌঁছালে ট্রেনে কাটা পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। সে সম্ভবত টোকাই হবে। আমরা তাদের ছাদে উঠতে অনেকভাবে নিষেধ করি। কিন্তু তাদের বোঝানো যায় না। 

এর আগে শনিবার চট্টগ্রাম রেলস্টেশন থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়গামী সাঁটল ট্রেনে কাটা পড়ে মনুজা বেগম (৭০) নামে এক বৃদ্ধা মারা যান। ওই বৃদ্ধা পেশায় একজন ভিক্ষুক ছিলেন। গত শনিবার সকাল ৭টার দিকে নগরীর কদমতলী রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে রেলগেট সংলগ্ন এলাকায় শাক তুলতে আসেন মনুজা বেগম। একপর্যায়ে রাস্তা পার হতে গেলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাঁটল ট্রেনের নিচে কাটা পড়েন। এ সময় ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। 

চট্টগ্রামে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুনের অভিযোগ

বিষপানে গৃহবধূর মৃত্যু, হাসপাতালে দেওয়া ভিডিও বার্তায় স্বামী-শাশুড়ির বিরুদ্ধে অভিযোগ

চট্টগ্রামে হাসনাত আবদুল্লাহর ওপর হামলা নিয়ে যা বললেন বিএনপি প্রার্থী

এনসিপি নেতার ওপর হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ বৈষম্যবিরোধীদের, ১০ কিমি যানজট

চট্টগ্রামে ‘দুষ্কৃতকারী’র তালিকায় সাবেক মন্ত্রী–মেয়র, আ.লীগ–বিএনপি নেতা, আছেন চিন্ময় কৃষ্ণও

চট্টগ্রাম নগরীতে নিষিদ্ধ ৩৩০ ‘দুষ্কৃতকারী’, কারা তারা

‘ব্যাংক অ্যাকাউন্ট নেই’ দাবি করা জামায়াত প্রার্থী শাহজাহান চৌধুরীর ব্যাংকে ১০ লাখ টাকা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভুয়া শিক্ষার্থী আটক

চট্টগ্রাম রেলওয়ে: ল্যান্ডক্রুজারে অফিসে যান দ্বিতীয় শ্রেণির কর্মচারী

রাষ্ট্রের ক্ষমতা কমিয়ে জনগণের বাড়াতে হবে: আমীর খসরু