হোম > সারা দেশ > কুমিল্লা

জুয়ার টাকার জন্য শ্বশুরের গরু চুরি, জামাতাসহ গ্রেপ্তার তিন 

দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি 

কুমিল্লার দেবিদ্বারে জুয়ার টাকা জোগাড়ের জন্য শ্বশুরবাড়ি থেকে গরু চুরি করে বিক্রির সময় জামাতাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে উপজেলার মোহনপুর ইউনিয়নের ছোটনা গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় একটি কালো রংয়ের গরু এবং সিএনজি উদ্ধার করা হয়।

জুয়া খেলার টাকা জোগাড়ের জন্য তাঁরা গরুটি চুরি করেছিলেন বলে পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। আজ বুধবার দুপুরে জামাতা জুয়েলসহ তিনজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমল কৃষ্ণ ধর বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন, কুমিল্লার ধর্মপুর এলাকার জুয়েল (২৬), সাতরা চম্পকনগর এলাকার মো. রাসেল (২৮) ও বুড়িচং উপজেলার রাজাপুর গ্রামের মো. সুজন।

জানা গেছে, গ্রেপ্তার হওয়া জুয়েলের শ্বশুরবাড়ি কুমিল্লার বরুড়া উপজেলার বিলপুকুরিয়া এলাকায়। গত সোমবার বিকেলে জুয়েল দুই সহযোগী নিয়ে শ্বশুড়বাড়ি থেকে একটি গরু চুরি করে।

দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমল কৃষ্ণ ধর আজকের পত্রিকাকে বলেন, গত ১৩ ফেব্রুয়ারি বিকেলে তাঁরা বরুড়া থেকে একটি গরু চুরি করে সিএনজিচালিত অটোরিকশায় করে দেবিদ্বারে নিয়ে আসে। পরে গরুটি নিয়ে পাশের উপজেলা বুড়িচংয়ে নিয়ে যাওয়ায় সময় দেবিদ্বারের মোহনপুর ইউনিয়নের ছোটনা গ্রামে পুলিশের চেকপোস্টে ধরা পড়েন। এ ঘটনায় বরুড়া থেকে দেবিদ্বার থানায় এসে গরুর মালিক আমির হোসেন গ্রেপ্তারদের বিরুদ্ধে মামলা করেছেন।

২০ বছর পর চট্টগ্রামে আসছেন তারেক রহমান, উৎসবের আমেজ

চট্টগ্রামে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুনের অভিযোগ

বিষপানে গৃহবধূর মৃত্যু, হাসপাতালে দেওয়া ভিডিও বার্তায় স্বামী-শাশুড়ির বিরুদ্ধে অভিযোগ

চট্টগ্রামে হাসনাত আবদুল্লাহর ওপর হামলা নিয়ে যা বললেন বিএনপি প্রার্থী

এনসিপি নেতার ওপর হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ বৈষম্যবিরোধীদের, ১০ কিমি যানজট

চট্টগ্রামে ‘দুষ্কৃতকারী’র তালিকায় সাবেক মন্ত্রী–মেয়র, আ.লীগ–বিএনপি নেতা, আছেন চিন্ময় কৃষ্ণও

চট্টগ্রাম নগরীতে নিষিদ্ধ ৩৩০ ‘দুষ্কৃতকারী’, কারা তারা

‘ব্যাংক অ্যাকাউন্ট নেই’ দাবি করা জামায়াত প্রার্থী শাহজাহান চৌধুরীর ব্যাংকে ১০ লাখ টাকা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভুয়া শিক্ষার্থী আটক

চট্টগ্রাম রেলওয়ে: ল্যান্ডক্রুজারে অফিসে যান দ্বিতীয় শ্রেণির কর্মচারী