হোম > সারা দেশ > চট্টগ্রাম

রাতে ভোট চুরির কথা সংবিধানে লেখা নেই: খোকন

নোয়াখালী প্রতিনিধি

বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেছেন, ‘আপনারা কথায় কথায় বলেন, সংবিধান অনুযায়ী দেশে নির্বাচন হবে। সংবিধানে কি লেখা আছে, আপনারা ভোট চুরি করবেন আর এমপি হবেন? সংবিধানে কি লেখা আছে, মিথ্যা মামলা দেবেন এবং পুলিশ, ডিসি, ইউএনওকে ব্যবহার করবেন ক্ষমতায় থাকার জন্য। রাতের বেলা ভোট চুরির কথাও সংবিধানে লেখা নেই।’ 

আজ শুক্রবার বিএনপির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নোয়াখালী কেন্দ্রীয় শহীদ মিনারের সামনের সড়কে এক সমাবেশে তিনি এসব কথা বলেন। 

জেলা বিএনপির সভাপতি গোলাম হায়দার বিএসসির সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুর রহমান। 

মাহবুব উদ্দিন খোকন বলেন, ‘আওয়ামী লীগকে ক্ষমতায় বসিয়েছে ///মঈন ইউ আহমেদরা। ক্ষমতায় বসার পর নেতা-কর্মীদের ওপর যত অত্যাচার-নির্যাতন, মিথ্যা মামলা, খুন-গুম করা হয়েছে, তত আমাদের পরিধি বেড়েছে। পাশাপাশি তাদের জনপ্রিয়তা দিন দিন কমেছে। আজ দেশে গণতন্ত্র নেই।’ 

খোকন বলেন, ‘তারা কথায় কথায় শহীদ জিয়াকে বলে, তিনি শেখ মুজিবুর রহমান হত্যার সঙ্গে জড়িত। তাদের দলের নেতা খন্দকার মোশতাক বঙ্গবন্ধুকে হত্যা করেছে। খবরদার, ওপর থেকে নিচ পর্যন্ত কেউ শহীদ জিয়াউর রহমানকে নিয়ে কটূক্তি করবেন না।’ 

দলের নেতা-কর্মীদের উদ্দেশে ব্যারিস্টার খোকন বলেন, ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমাদের রাজনীতি দিয়ে গেছেন, সেটা হলো বাংলাদেশি জাতীয়তাবাদ। আর বাংলাদেশি জাতীয়তাবাদ হচ্ছে, নিজের মায়ের মতো করে দেশকে ভালোবাসা। তাই নিজের মায়ের মতো করেই দেশকে ভালোবাসতে হবে।’

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত, তিন সদস্য জিম্মি

রাউজানে গোলাম আকবর নয়, গিয়াস কাদেরকেই বেছে নিল বিএনপি

এলপিজি সিলিন্ডারবাহী ট্রাক উল্টে দৃষ্টিপ্রতিবন্ধী ভিক্ষুক নিহত, আহত ২

চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যা: চিন্ময়সহ ৩৯ জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ আদালতের

২০ বছর পর চট্টগ্রামে আসছেন তারেক রহমান, উৎসবের আমেজ

চট্টগ্রামে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুনের অভিযোগ

বিষপানে গৃহবধূর মৃত্যু, হাসপাতালে দেওয়া ভিডিও বার্তায় স্বামী-শাশুড়ির বিরুদ্ধে অভিযোগ

চট্টগ্রামে হাসনাত আবদুল্লাহর ওপর হামলা নিয়ে যা বললেন বিএনপি প্রার্থী

এনসিপি নেতার ওপর হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ বৈষম্যবিরোধীদের, ১০ কিমি যানজট

চট্টগ্রামে ‘দুষ্কৃতকারী’র তালিকায় সাবেক মন্ত্রী–মেয়র, আ.লীগ–বিএনপি নেতা, আছেন চিন্ময় কৃষ্ণও