হোম > সারা দেশ > চট্টগ্রাম

রাতে ভোট চুরির কথা সংবিধানে লেখা নেই: খোকন

নোয়াখালী প্রতিনিধি

বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেছেন, ‘আপনারা কথায় কথায় বলেন, সংবিধান অনুযায়ী দেশে নির্বাচন হবে। সংবিধানে কি লেখা আছে, আপনারা ভোট চুরি করবেন আর এমপি হবেন? সংবিধানে কি লেখা আছে, মিথ্যা মামলা দেবেন এবং পুলিশ, ডিসি, ইউএনওকে ব্যবহার করবেন ক্ষমতায় থাকার জন্য। রাতের বেলা ভোট চুরির কথাও সংবিধানে লেখা নেই।’ 

আজ শুক্রবার বিএনপির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নোয়াখালী কেন্দ্রীয় শহীদ মিনারের সামনের সড়কে এক সমাবেশে তিনি এসব কথা বলেন। 

জেলা বিএনপির সভাপতি গোলাম হায়দার বিএসসির সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুর রহমান। 

মাহবুব উদ্দিন খোকন বলেন, ‘আওয়ামী লীগকে ক্ষমতায় বসিয়েছে ///মঈন ইউ আহমেদরা। ক্ষমতায় বসার পর নেতা-কর্মীদের ওপর যত অত্যাচার-নির্যাতন, মিথ্যা মামলা, খুন-গুম করা হয়েছে, তত আমাদের পরিধি বেড়েছে। পাশাপাশি তাদের জনপ্রিয়তা দিন দিন কমেছে। আজ দেশে গণতন্ত্র নেই।’ 

খোকন বলেন, ‘তারা কথায় কথায় শহীদ জিয়াকে বলে, তিনি শেখ মুজিবুর রহমান হত্যার সঙ্গে জড়িত। তাদের দলের নেতা খন্দকার মোশতাক বঙ্গবন্ধুকে হত্যা করেছে। খবরদার, ওপর থেকে নিচ পর্যন্ত কেউ শহীদ জিয়াউর রহমানকে নিয়ে কটূক্তি করবেন না।’ 

দলের নেতা-কর্মীদের উদ্দেশে ব্যারিস্টার খোকন বলেন, ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমাদের রাজনীতি দিয়ে গেছেন, সেটা হলো বাংলাদেশি জাতীয়তাবাদ। আর বাংলাদেশি জাতীয়তাবাদ হচ্ছে, নিজের মায়ের মতো করে দেশকে ভালোবাসা। তাই নিজের মায়ের মতো করেই দেশকে ভালোবাসতে হবে।’

বাঁশখালীতে ঘুষের টাকাসহ পরিবার পরিকল্পনার অফিস সহকারী আটক

চট্টগ্রামে ৩৫ সোনার বার ছিনতাই: বহিষ্কৃত ছাত্রদল নেতা বার্মা সাইফুলসহ গ্রেপ্তার ৪

কুবিতে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করা যাবে ২৫ জানুয়ারি থেকে

অলি আহমদের বিরুদ্ধে গাড়িতে হামলার অভিযোগ বিএনপির প্রার্থীর সমন্বয়কের

নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় ৯ লাখ সদস্য দায়িত্ব পালন করবেন: স্বরাষ্ট্র উপদেষ্টা

টেকনাফে গুলিবিদ্ধ শিশু আফনান ও মাইন বিস্ফোরণে আহত হানিফের পরিবারকে আর্থিক সহায়তা

খাগড়াছড়িতে জামায়াতের এমপি প্রার্থীর বাসার সামনে ককটেল বিস্ফোরণের অভিযোগ

‘জীবন দিয়ে হলেও সীমান্ত রক্ষা করব’— বিজিবিতে নিয়োগ পেয়ে ফেলানীর ভাই

বিজিবির সদস্যরা কোনো স্বার্থান্বেষী গোষ্ঠীর রক্ষক নয়: শপথ অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা

চট্টগ্রামে বিরোধপূর্ণ জমি: ১ বছর নিয়ে ২০ বছর ইজারা