হোম > সারা দেশ > চট্টগ্রাম

রাতে ভোট চুরির কথা সংবিধানে লেখা নেই: খোকন

নোয়াখালী প্রতিনিধি

বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেছেন, ‘আপনারা কথায় কথায় বলেন, সংবিধান অনুযায়ী দেশে নির্বাচন হবে। সংবিধানে কি লেখা আছে, আপনারা ভোট চুরি করবেন আর এমপি হবেন? সংবিধানে কি লেখা আছে, মিথ্যা মামলা দেবেন এবং পুলিশ, ডিসি, ইউএনওকে ব্যবহার করবেন ক্ষমতায় থাকার জন্য। রাতের বেলা ভোট চুরির কথাও সংবিধানে লেখা নেই।’ 

আজ শুক্রবার বিএনপির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নোয়াখালী কেন্দ্রীয় শহীদ মিনারের সামনের সড়কে এক সমাবেশে তিনি এসব কথা বলেন। 

জেলা বিএনপির সভাপতি গোলাম হায়দার বিএসসির সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুর রহমান। 

মাহবুব উদ্দিন খোকন বলেন, ‘আওয়ামী লীগকে ক্ষমতায় বসিয়েছে ///মঈন ইউ আহমেদরা। ক্ষমতায় বসার পর নেতা-কর্মীদের ওপর যত অত্যাচার-নির্যাতন, মিথ্যা মামলা, খুন-গুম করা হয়েছে, তত আমাদের পরিধি বেড়েছে। পাশাপাশি তাদের জনপ্রিয়তা দিন দিন কমেছে। আজ দেশে গণতন্ত্র নেই।’ 

খোকন বলেন, ‘তারা কথায় কথায় শহীদ জিয়াকে বলে, তিনি শেখ মুজিবুর রহমান হত্যার সঙ্গে জড়িত। তাদের দলের নেতা খন্দকার মোশতাক বঙ্গবন্ধুকে হত্যা করেছে। খবরদার, ওপর থেকে নিচ পর্যন্ত কেউ শহীদ জিয়াউর রহমানকে নিয়ে কটূক্তি করবেন না।’ 

দলের নেতা-কর্মীদের উদ্দেশে ব্যারিস্টার খোকন বলেন, ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমাদের রাজনীতি দিয়ে গেছেন, সেটা হলো বাংলাদেশি জাতীয়তাবাদ। আর বাংলাদেশি জাতীয়তাবাদ হচ্ছে, নিজের মায়ের মতো করে দেশকে ভালোবাসা। তাই নিজের মায়ের মতো করেই দেশকে ভালোবাসতে হবে।’

চট্টগ্রামে বিরোধপূর্ণ জমি: ১ বছর নিয়ে ২০ বছর ইজারা

বেপরোয়া পর্যটক সামলাতে হিমশিম অবস্থা কর্তৃপক্ষের

বউভাতে যাওয়ার পথে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে কনের নানি নিহত

৯ জুলাই যোদ্ধা চাকরি পেলেন চট্টগ্রাম বন্দরে

১০ বছর পর দম্পতির কোলজুড়ে একসঙ্গে পাঁচ সন্তান

‘সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করতে পরিকল্পিতভাবে হিন্দুদের বাড়িতে আগুন’

টেকনাফে গুলিবিদ্ধ শিশুটিকে পাঠানো হচ্ছে ঢাকায়, মাথার খুলির এক পাশ খুলে রাখা হয়েছে

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে