হোম > সারা দেশ > চট্টগ্রাম

রাতে ভোট চুরির কথা সংবিধানে লেখা নেই: খোকন

নোয়াখালী প্রতিনিধি

বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেছেন, ‘আপনারা কথায় কথায় বলেন, সংবিধান অনুযায়ী দেশে নির্বাচন হবে। সংবিধানে কি লেখা আছে, আপনারা ভোট চুরি করবেন আর এমপি হবেন? সংবিধানে কি লেখা আছে, মিথ্যা মামলা দেবেন এবং পুলিশ, ডিসি, ইউএনওকে ব্যবহার করবেন ক্ষমতায় থাকার জন্য। রাতের বেলা ভোট চুরির কথাও সংবিধানে লেখা নেই।’ 

আজ শুক্রবার বিএনপির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নোয়াখালী কেন্দ্রীয় শহীদ মিনারের সামনের সড়কে এক সমাবেশে তিনি এসব কথা বলেন। 

জেলা বিএনপির সভাপতি গোলাম হায়দার বিএসসির সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুর রহমান। 

মাহবুব উদ্দিন খোকন বলেন, ‘আওয়ামী লীগকে ক্ষমতায় বসিয়েছে ///মঈন ইউ আহমেদরা। ক্ষমতায় বসার পর নেতা-কর্মীদের ওপর যত অত্যাচার-নির্যাতন, মিথ্যা মামলা, খুন-গুম করা হয়েছে, তত আমাদের পরিধি বেড়েছে। পাশাপাশি তাদের জনপ্রিয়তা দিন দিন কমেছে। আজ দেশে গণতন্ত্র নেই।’ 

খোকন বলেন, ‘তারা কথায় কথায় শহীদ জিয়াকে বলে, তিনি শেখ মুজিবুর রহমান হত্যার সঙ্গে জড়িত। তাদের দলের নেতা খন্দকার মোশতাক বঙ্গবন্ধুকে হত্যা করেছে। খবরদার, ওপর থেকে নিচ পর্যন্ত কেউ শহীদ জিয়াউর রহমানকে নিয়ে কটূক্তি করবেন না।’ 

দলের নেতা-কর্মীদের উদ্দেশে ব্যারিস্টার খোকন বলেন, ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমাদের রাজনীতি দিয়ে গেছেন, সেটা হলো বাংলাদেশি জাতীয়তাবাদ। আর বাংলাদেশি জাতীয়তাবাদ হচ্ছে, নিজের মায়ের মতো করে দেশকে ভালোবাসা। তাই নিজের মায়ের মতো করেই দেশকে ভালোবাসতে হবে।’

বাসার দরজা ভেঙে চবি শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

একমঞ্চে ৬১ চিকিৎসা গবেষণাপত্র উপস্থাপন

চবির শাটলে বসা নিয়ে বাগ্‌বিতণ্ডা, শিক্ষার্থীকে মারধর

রাউজানে ৪টি ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন

চট্টগ্রামে কাস্টমস কর্মকর্তার গাড়িতে হামলা, একজন বলছিলেন—‘গুলি কর’

পার্বত্য চুক্তির বর্ষপূর্তির অনুষ্ঠান থেকে ফেরার পথে গ্রেপ্তার আইনজীবী জামিনে মুক্ত

চট্টগ্রাম বন্দর বিদেশিদের ইজারার প্রতিবাদে দিনে লাল পতাকা, রাতে মশাল মিছিল

চমেক হাসপাতালে সেবা বন্ধ রেখে অর্ধদিবস কর্মবিরতি

পার্টির পেছনে ইসলাম থাকলে, সেটা ইসলাম হয়ে যায় না: সালাহউদ্দিন আহমদ

সেন্ট মার্টিনে জাহাজ চলাচলের দ্বিতীয় দিনেও কোটার ৮০০ কম পর্যটক