হোম > সারা দেশ > চট্টগ্রাম

কুকুরের ‘জেলখানায়’ মানুষের বসবাস

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

যে ঘরে কুকুর থাকার কথা সেই ঘরেই বসবাস করছে মানুষ। কুকুরের জেলখানায় প্রায় এক বছর ধরে সংসার পেতে বসবাস করছে একটি পরিবার। 

নগরীর বায়জিদ বোস্তামী থানা এলাকার আরেফিন নগরে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্মিত বেওয়ারিশ কুকুরের জেলখানায় গেলে মানুষের বসবাসের এ দৃশ্যটি দেখা যায়। এখনে বসবাস করছেন সেলিম ও তাঁর পরিবার।

সেলিম বলেন, 'ডাম্পিং এ ময়লা-আবর্জনা কুড়িয়ে আমার সংসার চলে। কি করব কোথায় যাবো তা ভেবে পাই না। গরিব বলে এখানে থাকি। আরেফিন নগরে সিটি করপোরেশনের ময়লার ডাম্পিং থেকে প্লাস্টিক, বোতল, কাচের বোতলসহ নানা দ্রব্য আমি সংগ্রহ করি। পরে ভাঙ্গারি দোকানে বিক্রি করি। এখানে উৎকট দুর্গন্ধ, তবুও থাকতে থাকতে আমাদের অভ্যাস হয়ে গেছে।'

সরেজমিনে দেখা যায়, প্রায় ৩৫ ফুট প্রস্থ আর ৫৫ ফুট দৈর্ঘ্য আয়তনের বেওয়ারিশ কুকুরের জেলখানাটি নির্মাণ করা হয় আরফিন নগরের চসিকের ময়লা-আবর্জনার ডাম্পিংয়ের পাশে। মূলত নগরীতে পাগলা কুকুরের উৎপাত কমাতে, তাদের না মেরে ধরে এনে এ ঘরটিতে বন্দী রাখার কথা। সে জন্য ২০১৪ সালের দিকে ঘরটি নির্মাণ করা হয়। 

ময়লার ডিপোতে যাওয়ার সময় হাতের বাম পাশে পাহাড়ের পাদদেশে অবস্থান এ হাজত খানার। পায়ে হেঁটে ওপরে যেতেই দেখা যায় আবর্জনার থেকে কুড়ানো প্লাস্টিকের স্তূপ। যা সাপ্লাই দেওয়ার জন্য প্যাকেটে ভর্তি করে রাখা হয়েছে। পুরো এলাকা দুর্গন্ধে ভরা। স্যাঁতসেঁতে পরিবেশের লোহার গ্রিলের এ ঘর ইটের সেমি পাকা। এক পাশে গ্রিলের দরজা। এ ঘরের ভেতরে তিনটি রুম করা। রুমে খাট, আলমারি ও নিচের ফ্লোরে বিছানা পাতা। আছে সামান্য কিছু আসবাবপত্রও। 

স্থানীয়রা জানান, নির্মাণের পর থেকেই অনেকটা পরিত্যক্ত পড়েছিল গৃহটি। এ ঘরে কোন কুকুরকে রাখতে দেখা যায়নি কোনো দিন। এ সুযোগে সেখানে ঘর সংসার পাতেন এ সেলিম।

দোকানদার হাবিবুল্লাহ বলেন, এখানে সিটি করপোরেশনের দারোয়ানরা সব দেখভাল করেন। তারাই বলতে পারবে এখানে তারা কীভাবে থাকে? কত টাকা ভাড়া দেয়? 

এ বিষয়ে জানতে চাইলে চসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোরশেদুল আলম চৌধুরী বলেন, কুকুরের ঘরটি এখন অনেকটাই পরিত্যক্ত। তবে সেখানে বসবাসের নিয়ম নেই। এখন সেখানে কেউ আছে বা থাকে কিনা, বিষয়টি আমি দেখব। 

চেসকোড বিজয় দিবস আন্তর্জাতিক দাবায় চ্যাম্পিয়ন রবিউল

লাঠিতে ভর দিয়ে করতে হয় যাতায়াত, একই পরিবারে ছয় প্রতিবন্ধীর মানবেতর জীবন

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহতের হার ২৯ শতাংশ বৃদ্ধি, অর্ধেকই পথচারী

ভবন পরিকল্পনা অনুমোদনে ঘুষ দাবি, সিডিএ কার্যালয়ে দুদকের অভিযান

ফটিকছড়িতে ইজিবাইক উল্টে নারী নিহত

বসতঘরে আগুনে প্রাণ গেল দাদি-নাতনির

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে অগ্নিসংযোগ: চার দিন পর হত্যা মামলা

চট্টগ্রামের ১৬ আসনের ৭টিতে বিএনপির চ্যালেঞ্জ বিএনপিই

চুরির স্বর্ণালংকার বিক্রির টাকায় রয়েল এনফিল্ড মোটরসাইকেল, গ্রেপ্তার ৪

হাতিয়ায় চর দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ-গোলাগুলি, নিহত ৫