হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যা মামলায় স্বামীর ফাঁসি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যা মামলায় মো. মহিউদ্দিন (২৮) নামের এক যুবককে ফাঁসির রায় দিয়েছেন আদালত। একই মামলায় আসামির বাবা-মাকে খালাস দেওয়া হয়েছে। 

আজ বুধবার চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ বিচারক ফেরদৌস আরা এ রায় দেন। 

দণ্ডপ্রাপ্ত আসামি চট্টগ্রামে ভুজপুর থানার দাঁতমারা ইউনিয়নের মো. নুরুর ছেলে। মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় অপর দুই আসামি মো. নুর ও জরিনা বেগমকে খালাস দেওয়া হয়। 

ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি আরিফুল আলম আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ফাঁসি পাশাপাশি আসামি মহিউদ্দিনকে ৩ লাখ টাকা অর্থদণ্ড দেন আদালত। 

মামলায় জানা গেছে, ২০১৯ সালে ১৫ আগস্ট ভুজপুরে বড় বেতুয়া গ্রামে স্বামীর বাসা থেকে তিন মাসের অন্তঃসত্ত্বা সুমি আক্তারের (১৯) লাশ উদ্ধার করে পুলিশ। ওই ঘটনায় মহিউদ্দিন ও তাঁর বাবা-মাকে আসামি করে মামলা দায়ের করা হয়। ২০২০ সালে ৪ ফেব্রুয়ারি এই তিনজনকে আসামি করে অভিযোগপত্র জমা দেয় পুলিশ। তাঁদের বিরুদ্ধে সুমি আক্তারকে হত্যার অভিযোগ ওঠে। হত্যার আগে সুমির কাছে ১ লাখ টাকা যৌতুক দাবি করেন স্বামী মহিউদ্দিন। 

 ২০২১ সালে ৫ জানুয়ারি তিন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। এই মামলায় মোট ৮ জনের সাক্ষ্য শেষে আজ আদালত এ রায় দেন।

চট্টগ্রামে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুনের অভিযোগ

বিষপানে গৃহবধূর মৃত্যু, হাসপাতালে দেওয়া ভিডিও বার্তায় স্বামী-শাশুড়ির বিরুদ্ধে অভিযোগ

চট্টগ্রামে হাসনাত আবদুল্লাহর ওপর হামলা নিয়ে যা বললেন বিএনপি প্রার্থী

এনসিপি নেতার ওপর হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ বৈষম্যবিরোধীদের, ১০ কিমি যানজট

চট্টগ্রামে ‘দুষ্কৃতকারী’র তালিকায় সাবেক মন্ত্রী–মেয়র, আ.লীগ–বিএনপি নেতা, আছেন চিন্ময় কৃষ্ণও

চট্টগ্রাম নগরীতে নিষিদ্ধ ৩৩০ ‘দুষ্কৃতকারী’, কারা তারা

‘ব্যাংক অ্যাকাউন্ট নেই’ দাবি করা জামায়াত প্রার্থী শাহজাহান চৌধুরীর ব্যাংকে ১০ লাখ টাকা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভুয়া শিক্ষার্থী আটক

চট্টগ্রাম রেলওয়ে: ল্যান্ডক্রুজারে অফিসে যান দ্বিতীয় শ্রেণির কর্মচারী

রাষ্ট্রের ক্ষমতা কমিয়ে জনগণের বাড়াতে হবে: আমীর খসরু