হোম > সারা দেশ > চট্টগ্রাম

দশ বছরের সাজা এড়াতে ২৯ বছর পলাতক, অবশেষে গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

অস্ত্র মামলায় দশ বছরের সাজা এড়াতে চট্টগ্রামে ২৯ বছর পালিয়ে থাকার পর অবশেষে গ্রেপ্তার হয়েছেন জসিম উদ্দিন নামে এক আসামি। আজ রোববার তাঁকে সীতাকুণ্ডের ভাটিয়ারী এলাকা থেকে গ্রেপ্তারের কথা জানায় র‍্যাব-৭। 

গ্রেপ্তার ব্যক্তি কোতোয়ালি থানার স্টেশন কলোনির মৃত রুহুল আমিনের ছেলে। 

র‍্যাব-৭ সিনিয়র সহকারী পরিচালক নুরুল আবছার বলেন, ‘১৯৮৮ সালে নগরীর কোতোয়ালি থানা-পুলিশের হাতে আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার হন জসিম উদ্দিন (৬০। ওই ঘটনায় কোতোয়ালি থানায় তাঁর বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা হয়। ১৯৯৪ সালে মামলাটি বিচারাধীন অবস্থায় আসামি জসিম জামিনে মুক্ত হয়ে বিদেশে পালিয়ে যান। ২০ বছর পর ২০১৪ সালে তিনি দেশে ফেরেন। এর মধ্যে আদালত আসামির অনুপস্থিতিতে অস্ত্র মামলায় তাকে দশ বছরের কারাদণ্ড দেয়।’ 

নুরুল আবছার আরও বলেন, ‘দেশে আসার পর আসামি জসিম গ্রেপ্তার এড়াতে তাঁর নাম–ঠিকানা পরিবর্তন করে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জায়গায় আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে সীতাকুণ্ড ভাটিয়ারী ইউনিয়নের আমতলা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।’

মিরসরাইয়ে বিপিসির পাইপলাইন থেকে তেল চুরি: তদন্ত কমিটি গঠন, থানায় মামলা, গ্রেপ্তার ১

ডিসি পার্কে মাসব্যাপী ফুল উৎসব শুরু: ১৪০ প্রজাতির দেশি-বিদেশি ফুলের সমাহার

বাসচালকের জেদে বেপরোয়া গতি, আগুনে পুড়ল দুই শিশুসহ চার প্রাণ

চট্টগ্রামে ৩৫ সোনার বার ছিনতাই: চাকরিচ্যুত পুলিশ সদস্যসহ গ্রেপ্তার ৬

চট্টগ্রাম-১৪ আসনের বিএনপি প্রার্থীর সমন্বয়কারীর গাড়ি ভাঙচুর, গুলি

চট্টগ্রামে কাবিনের দিন কনের বাড়িতে পৌঁছাল বরের মৃত্যুর খবর

অগ্রণী ব্যাংক: বন্ধকি সম্পত্তি গোপনে বিক্রি ব্যাংকের ৩২৬ কোটি ঝুঁকিতে

চট্টগ্রাম-১৪ আসন: দেড় বছরে বিএনপির প্রার্থী জসিমের সম্পদ ২১ থেকে ৪১ কোটি

সুড়ঙ্গ খুঁড়ে পাইপলাইনের তেল চুরির চেষ্টা, চাপ সামলাতে না পেরে পালালেন যুবক

আরএসআরএমের কারখানা উচ্ছেদ করল চা বোর্ড