হোম > সারা দেশ > চট্টগ্রাম

অপরিকল্পিতভাবে কাপ্তাই হ্রদের নৌপথ খননের অভিযোগ

রাঙামাটি প্রতিনিধি

রাঙামাটির কাপ্তাই হ্রদের নৌপথ খনন যথাযথ না হওয়ার অভিযোগ তুলেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-চলাচল সংস্থা রাঙামাটি জোন। 

আজ সোমবার সকালে রাঙামাটির রিজার্ভ বাজারে নিজস্ব কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ তোলে সংস্থাটি। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংস্থার সভাপতি মঈন উদ্দিন সেলিম। 

মঈন উদ্দিন সেলিম বলেন, দেড় শ কোটি টাকা ব্যয়ে মাইনী নদী খননের কাজ করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। কিন্তু এ পথ নৌ-চলাচলে তেমন গুরুত্বপূর্ণ রুট নয়। অপরিকল্পিতভাবে এটি খননে যে পলি তোলা হচ্ছে তা উল্টো নৌপথ বন্ধ করে দিচ্ছে। এমন অবস্থায় খননকাজ চলতে থাকলে নৌপথ হুমকিতে পড়বে। 

তিনি আরও বলেন, রাঙামাটি বরকল, মারিশ্যা, বিলাইছড়ি, জুরাছড়ি নৌ-রুট খনন করা প্রয়োজন। কিন্তু এ রুটগুলো খনন না করে অপ্রয়োজনীয় রুটটি খনন করা যাচ্ছে। এ খননে সরকারের অর্থ অপচয় হচ্ছে অন্যদিকে এটি রাঙামাটিবাসীর কোনো উপকারে আসছে না। বিপরীতে হুমকির মুখে পড়েছে নৌ-পথ। 

খনন কাজ স্থানীয় প্রশাসন জনপ্রতিনিধি ও নৌ-পরিবহন সংস্থাকে অন্তর্ভুক্ত করার দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে। 

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নৌ-পরিবহন সংস্থা রাঙামাটি জোনের নির্বাহী সদস্য নাজিম উদ্দিন, মো. ইউনুস, সাবেক সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন।

মিরসরাইয়ে রেললাইনের পাশ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার

চবির সহ-উপাচার্যের পদত্যাগ দাবিতে প্রশাসনিক ভবনে তালা

কোম্পানীগঞ্জে কৃষকের দুটি গরু জবাই করে পালাল দুর্বৃত্তরা

১৫ দিনেও পরিচয় মেলেনি সীতাকুণ্ডে উদ্ধার হওয়া পোড়া নারীর মরদেহের

চট্টগ্রামে ছুরিকাঘাতে আহত যুবকের মৃত্যু

কুমিল্লায় শিশুখাদ্যে নিষিদ্ধ রং ব্যবহার, ৫০ হাজার টাকা জরিমানা

‘চিকিৎসা না পেয়ে’ গর্ভের সন্তানের মৃত্যু: চট্টগ্রামে ৪ চিকিৎসকের বিরুদ্ধে মামলা

পাকিস্তানি বাহিনী বুদ্ধিজীবীদের হত্যা করবে, এটা রীতিমতো অবান্তর: চবির উপ-উপাচার্য

ফুটপাতে দোকান চালানো নিয়ে দ্বন্দ্ব, ভাড়াটে খুনি দিয়ে হকারকে হত্যা

চট্টগ্রামে ৩ দিনব্যাপী বিজয় মেলার উদ্বোধন