হোম > সারা দেশ > চট্টগ্রাম

পানি নিতে পুকুরে, পা পিছলে ডুবে মরলেন চালকের সহকারী

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের সীতাকুণ্ডে গাড়ি দাঁড় করিয়ে ইঞ্জিনের জন্য পানি সংগ্রহ করতে গিয়ে পুকুরে ডুবে নিখোঁজ হন মো. বিজয় (২৬) নামের এক পিকআপ চালকের সহকারী। নিখোঁজের এক ঘণ্টা পর স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীদের সহায়তায় পুকুর থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। 

আজ শুক্রবার দুপুর ৩টার দিকে পৌরসদরস্থ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সংলগ্ন দেওয়ানি পুকুরে এ ঘটনা ঘটে। পরে এক ঘণ্টার চেষ্টায় তাঁর লাশ উদ্ধার করা হয়। মো. বিজয়ের বাড়ি চট্টগ্রামের হাটহাজারী এলাকায়। 

পিকআপ চালক মো. কাউসার আজকের পত্রিকাকে বলেন, তাঁরা চট্টগ্রামের ফিরিঙ্গি বাজার এলাকা থেকে বাড়ির বিভিন্ন আসবাবপত্র নিয়ে দুপুরে মীরসরাই যান। সেখানে মালামাল নামিয়ে দিয়ে ফেরার সময় সীতাকুণ্ডের পৌরসদরস্থ মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে পিকআপটি দাঁড় করান। এরপর বিজয়কে ইঞ্জিনে পানি দিতে পার্শ্ববর্তী পুকুর থেকে পানি সংগ্রহ করতে বলেন। বিজয় বালতি করে পানি সংগ্রহের সময় পা পিছলে পুকুরে পড়ে যান। 

এ সময় তাঁর চিৎকার শুনে পিকআপ থেকে নেমে তিনিও ঘটনাস্থলে যান। তবে সাঁতার না জানার কারণে তিনি নামতে ভয় পান। এদিকে তাঁর বিজয়ও সাঁতার জানতেন না। একপর্যায়ে বিজয় পানিতে তলিয়ে যায়। এ সময় তাঁর আর্তচিৎকারে আশপাশের মানুষ ঘটনাস্থলে ছুটে আসেন। 

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, ডুবে যাওয়ার পর চালকের সহকারীকে খুঁজতে স্থানীয় লোকজনের পাশাপাশি ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরাও পুকুরে নেমে পড়েন। তাঁরা প্রায় এক ঘণ্টার প্রচেষ্টার পর পুকুর থেকে ডুবে যাওয়া পিকআপ চালকের ওই সহকারীর মরদেহ উদ্ধার করেন। 

সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা মো. নুরুল আলম দুলাল আজকের পত্রিকাকে বলেন, তাঁরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান এবং উদ্ধার অভিযানের এক ঘণ্টার মাথায় মরদেহ উদ্ধার করেন। পরে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুর উদ্দিন রাশেদ আজকের পত্রিকাকে বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে আনার আগেই ওই চালকের সহকারীর মৃত্যু হয়েছে। সাঁতার না জানায় শ্বাসনালিতে পানি ঢুকে যাওয়ার কারণে তাঁর মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন তিনি।

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত