হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে একই রশিতে ঝুলন্ত মা-মেয়ের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে একই রশিতে ঝুলন্ত অবস্থায় মা–মেয়ের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার নগরীর ইপিজেড এলাকার ব্যাংক কলোনির একটি বাসা থেকে তাঁদের লাশ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, দাম্পত্য কলহের জেরে সন্তানসহ ওই নারী আত্মহত্যা করে থাকতে পারেন। 

নিহতরা হলেন–শাহনাজ বেগম (৩৩) ও তার চার বছরের শিশু ইভা আক্তার। তার স্বামীর নাম শাহজাহান। তিনি ইপিজেডের একটি পোশাক কারাখানায় চাকরি করেন। তাঁদের গ্রামের বাড়ি খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায়। 

ইপিজেড থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. নুরুজ্জামান আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, পুলিশ খবর পাওয়ার পর ঘটনাস্থলে গিয়ে বাসার ভেতর থেকে রশিতে ঝোলানো মা-মেয়ের মরদেহ উদ্ধার করে। এক রশিতে মা একপাশে, আরেকপাশে মেয়ে ছিল। এর আগে ঘরের দরজা ভেতর থেকে লাগানো থাকায় দরজা ভেঙে ভেতরে প্রবেশ করতে হয়। তাঁদের লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

মো. নুরুজ্জামান নিহতের পরিবারের বরাত দিয়ে বলেন, সোমবার রাতে ওই নারীর সঙ্গে স্বামীর ঝগড়া হয়েছিল। সকালে তাঁর স্বামী কাজে যাওয়ার পর টেলিফোনে উভয়ের মধ্যে কথা-কাটাকাটি হয়েছিল। তখন কোনো এক সময় ওই নারী আত্মহত্যা করে থাকতে পারেন।

চট্টগ্রামে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুনের অভিযোগ

বিষপানে গৃহবধূর মৃত্যু, হাসপাতালে দেওয়া ভিডিও বার্তায় স্বামী-শাশুড়ির বিরুদ্ধে অভিযোগ

চট্টগ্রামে হাসনাত আবদুল্লাহর ওপর হামলা নিয়ে যা বললেন বিএনপি প্রার্থী

এনসিপি নেতার ওপর হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ বৈষম্যবিরোধীদের, ১০ কিমি যানজট

চট্টগ্রামে ‘দুষ্কৃতকারী’র তালিকায় সাবেক মন্ত্রী–মেয়র, আ.লীগ–বিএনপি নেতা, আছেন চিন্ময় কৃষ্ণও

চট্টগ্রাম নগরীতে নিষিদ্ধ ৩৩০ ‘দুষ্কৃতকারী’, কারা তারা

‘ব্যাংক অ্যাকাউন্ট নেই’ দাবি করা জামায়াত প্রার্থী শাহজাহান চৌধুরীর ব্যাংকে ১০ লাখ টাকা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভুয়া শিক্ষার্থী আটক

চট্টগ্রাম রেলওয়ে: ল্যান্ডক্রুজারে অফিসে যান দ্বিতীয় শ্রেণির কর্মচারী

রাষ্ট্রের ক্ষমতা কমিয়ে জনগণের বাড়াতে হবে: আমীর খসরু