হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে একই রশিতে ঝুলন্ত মা-মেয়ের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে একই রশিতে ঝুলন্ত অবস্থায় মা–মেয়ের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার নগরীর ইপিজেড এলাকার ব্যাংক কলোনির একটি বাসা থেকে তাঁদের লাশ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, দাম্পত্য কলহের জেরে সন্তানসহ ওই নারী আত্মহত্যা করে থাকতে পারেন। 

নিহতরা হলেন–শাহনাজ বেগম (৩৩) ও তার চার বছরের শিশু ইভা আক্তার। তার স্বামীর নাম শাহজাহান। তিনি ইপিজেডের একটি পোশাক কারাখানায় চাকরি করেন। তাঁদের গ্রামের বাড়ি খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায়। 

ইপিজেড থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. নুরুজ্জামান আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, পুলিশ খবর পাওয়ার পর ঘটনাস্থলে গিয়ে বাসার ভেতর থেকে রশিতে ঝোলানো মা-মেয়ের মরদেহ উদ্ধার করে। এক রশিতে মা একপাশে, আরেকপাশে মেয়ে ছিল। এর আগে ঘরের দরজা ভেতর থেকে লাগানো থাকায় দরজা ভেঙে ভেতরে প্রবেশ করতে হয়। তাঁদের লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

মো. নুরুজ্জামান নিহতের পরিবারের বরাত দিয়ে বলেন, সোমবার রাতে ওই নারীর সঙ্গে স্বামীর ঝগড়া হয়েছিল। সকালে তাঁর স্বামী কাজে যাওয়ার পর টেলিফোনে উভয়ের মধ্যে কথা-কাটাকাটি হয়েছিল। তখন কোনো এক সময় ওই নারী আত্মহত্যা করে থাকতে পারেন।

চট্টগ্রামে বিরোধপূর্ণ জমি: ১ বছর নিয়ে ২০ বছর ইজারা

ছেঁড়াদিয়া দ্বীপ: বেপরোয়া পর্যটক সামলাতে হিমশিম অবস্থা কর্তৃপক্ষের

বউভাতে যাওয়ার পথে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে কনের নানি নিহত

৯ জুলাই যোদ্ধা চাকরি পেলেন চট্টগ্রাম বন্দরে

১০ বছর পর দম্পতির কোলজুড়ে একসঙ্গে পাঁচ সন্তান

‘সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করতে পরিকল্পিতভাবে হিন্দুদের বাড়িতে আগুন’

টেকনাফে গুলিবিদ্ধ শিশুটিকে পাঠানো হচ্ছে ঢাকায়, মাথার খুলির এক পাশ খুলে রাখা হয়েছে

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে