হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে একই রশিতে ঝুলন্ত মা-মেয়ের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে একই রশিতে ঝুলন্ত অবস্থায় মা–মেয়ের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার নগরীর ইপিজেড এলাকার ব্যাংক কলোনির একটি বাসা থেকে তাঁদের লাশ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, দাম্পত্য কলহের জেরে সন্তানসহ ওই নারী আত্মহত্যা করে থাকতে পারেন। 

নিহতরা হলেন–শাহনাজ বেগম (৩৩) ও তার চার বছরের শিশু ইভা আক্তার। তার স্বামীর নাম শাহজাহান। তিনি ইপিজেডের একটি পোশাক কারাখানায় চাকরি করেন। তাঁদের গ্রামের বাড়ি খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায়। 

ইপিজেড থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. নুরুজ্জামান আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, পুলিশ খবর পাওয়ার পর ঘটনাস্থলে গিয়ে বাসার ভেতর থেকে রশিতে ঝোলানো মা-মেয়ের মরদেহ উদ্ধার করে। এক রশিতে মা একপাশে, আরেকপাশে মেয়ে ছিল। এর আগে ঘরের দরজা ভেতর থেকে লাগানো থাকায় দরজা ভেঙে ভেতরে প্রবেশ করতে হয়। তাঁদের লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

মো. নুরুজ্জামান নিহতের পরিবারের বরাত দিয়ে বলেন, সোমবার রাতে ওই নারীর সঙ্গে স্বামীর ঝগড়া হয়েছিল। সকালে তাঁর স্বামী কাজে যাওয়ার পর টেলিফোনে উভয়ের মধ্যে কথা-কাটাকাটি হয়েছিল। তখন কোনো এক সময় ওই নারী আত্মহত্যা করে থাকতে পারেন।

ওসমান হাদি হত্যার বিচারের দাবি চবির আধিপত্যবাদবিরোধী শিক্ষক ঐক্যের

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: মামলা হয়নি, নাশকতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ মেলেনি

কর্ণফুলীতে ট্রাফিক পুলিশের ওপর হামলা, আটক ১০

রাউজানে বাইরে থেকে দরজা বন্ধ করে ৩ বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ

কুমিল্লায় একাধিক মামলার আসামি শামীম গ্রেপ্তার

চট্টগ্রামে ওসমান হাদির গায়েবানা জানাজা

লক্ষ্মীপুরে মাটি খুঁড়ে মিলল চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র, যুবক গ্রেপ্তার

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত

আনিসুল ইসলামের গ্রামের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশন ও মিডিয়া ভবনে নিরাপত্তা জোরদার