হোম > সারা দেশ > চাঁদপুর

বিয়ের নিমন্ত্রণ ফিরিয়ে দেওয়ায় স্বজনকে পেটালেন বর ও তাঁর বাবা

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি

প্রতীকী ছবি

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের বারপাইকা গ্রামে বিয়ের দাওয়াত দিতে স্বজনদের পিটিয়েছেন খোদ বর ও তাঁর বাবা। গতকাল শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে।

খোঁজ নিয়ে জানা গেছে, বারপাইকা গ্রামের জহরলাল রবি দাস তাঁর ছেলে আকাশের বিয়ের নিমন্ত্রণ দিতে চাচাতো ভাই বাবুল রবি দাসের বাড়ি যান। আগের একটি ঘটনায় ক্ষোভের কারণে বাবুল ও তাঁর পরিবারের সদস্যরা নিমন্ত্রণ গ্রহণে অস্বীকৃতি জানান। এ নিয়ে উভয়ের মধ্যে কথা–কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে জহরলাল ও তাঁর ছেলে আকাশ বাবুলের পরিবারের সদস্যদের মারধর করেন।

মারধরের ঘটনায় বাবুলের স্ত্রী উষা রানী ও ছোট ভাই কিরণ রবি দাস আহত হন। তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ভুক্তভোগী রবি দাস জানান, কয়েক মাস আগে তাঁর ছেলে সঞ্জিব রবিদাস ক্যানসার আক্রান্ত হয়। তাঁর চিকিৎসার জন্য জহরলালের কাছ থেকে ৯৫ হাজার টাকা ধার নেন তিনি। টাকা নেওয়ার ১৪–১৫ দিনের মাথায় ছেলে মারা যান। পরে ধারের টাকা শোধ করতে গেলে ১৮ দিনের জন্য তাঁর কাছ থেকে অতিরিক্ত ৩০ হাজার টাকা আদায় করেন জহরলাল। এ সময় তাঁকে শারীরিক ও মানসিকভাবে লাঞ্ছিতও করা হয়। এ কারণে গতকাল শুক্রবার জহরলাল ও তাঁর ছেলে বিয়ের নিমন্ত্রণ দিতে এলে তাঁরা প্রত্যাখ্যান করেন। এ কারণে বাপ–বেটা মিলে তাঁদের বেদম মারধর করেন।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে বরের বাবা জহরলাল বলেন, তাঁর ছেলে আকাশের বিয়ে উপলক্ষে ধর্মীয় আচার ও নিমন্ত্রণ দিতে গিয়েছিলেন। সবকিছু সুন্দরভাবে হলেও চাচাতো ভাই কিরণের খারাপ আচরণকে কেন্দ্র করে কথা–কাটাকাটি ও মারামারি হয়।

বিষয়টি নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য ফারুক হোসেন লিটন জানান, বিষয়টি সমঝোতার লক্ষ্যে একটি সালিস বৈঠক ডাকা হয়েছে।

চট্টগ্রামে ছুরিকাঘাতে আহত যুবকের মৃত্যু

কুমিল্লায় শিশুখাদ্যে নিষিদ্ধ রং ব্যবহার, ৫০ হাজার টাকা জরিমানা

‘চিকিৎসা না পেয়ে’ গর্ভের সন্তানের মৃত্যু: চট্টগ্রামে ৪ চিকিৎসকের বিরুদ্ধে মামলা

পাকিস্তানি বাহিনী বুদ্ধিজীবীদের হত্যা করবে, এটা রীতিমতো অবান্তর: চবির উপ-উপাচার্য

ফুটপাতে দোকান চালানো নিয়ে দ্বন্দ্ব, ভাড়াটে খুনি দিয়ে হকারকে হত্যা

চট্টগ্রামে ৩ দিনব্যাপী বিজয় মেলার উদ্বোধন

সীতাকুণ্ডে পানবোঝাই পিকআপ খাদে উল্টে দুজন নিহত, আহত ১

পটিয়ায় আগুনে পুড়ল ৭ দোকান

আচরণবিধি লঙ্ঘন করায় বিএনপির প্রার্থীকে ৫০ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামে হৃদ্‌রোগবিষয়ক সম্মেলন শুরু ১৫ ডিসেম্বর