হোম > সারা দেশ > চট্টগ্রাম

‘সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করতে পরিকল্পিতভাবে হিন্দুদের বাড়িতে আগুন’

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে সম্প্রতি হিন্দুধর্মাবলম্বীদের ঘরের অগ্নিসংযোগের ঘটনায় আজ মঙ্গলবার দুপুরে সংবাদ সম্মেলনে করেন ডিআইজি আহসান হাবীব পলাশ। ছবি: আজকের পত্রিকা

চট্টগ্রামের রাউজানে ও রাঙ্গুনিয়া উপজেলায় সম্প্রতি হিন্দুধর্মাবলম্বীদের ঘরের বাইরে থেকে ছিটকিনি দিয়ে অগ্নিসংযোগের ঘটনায় আরও ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

জিজ্ঞাসাবাদের বরাতে পুলিশের চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. আহসান হাবীব পলাশ বলেছেন, সম্প্রতি হিন্দুধর্মাবলম্বীদের ঘরবাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় ১৫ থেকে ১৬ জনের একটি সংঘবদ্ধ চক্র জড়িত। তারা দেশে সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করতে এই অগ্নিসংযোগ করে।

আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে নগরের ষোলোশহরে পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ডিআইজি এসব তথ্য জানান।

আহসান হাবীব পলাশ বলেন, ‘চক্রটি বিভিন্ন স্থানে হিন্দু ও বৌদ্ধ সম্প্রদায়ের বসতঘরে অগ্নিসংযোগ করে এবং পাহাড়ি জনগোষ্ঠীর বসতঘরেও অগ্নিসংযোগের পরিকল্পনা করে। এসব ঘটনার মাধ্যমে তারা দেশে সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করা এবং বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের অপপ্রচার চালিয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলে বিভ্রান্তি সৃষ্টির মাধ্যমে সরকারকে বেকায়দায় ফেলার চক্রান্ত করেছিল।’

গত মাসে রাউজান ও রাঙ্গুনিয়ায় হিন্দুধর্মাবলম্বীদের একাধিক বসতঘরে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এসব ঘটনায় ২ জানুয়ারি রাঙামাটি থেকে মনির নামের একজনকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাঁর দেওয়া তথ্য অনুযায়ী চক্রটির আরও ছয়জনকে গ্রেপ্তার করা হয়।

সর্বশেষ গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মোহাম্মদ ওমর ফারুক, মোহাম্মদ কবির হোসেন, কার্তিক দে, বিপ্লব বড়ুয়া, মোহাম্মদ লোকমান ও মোহাম্মদ পারভেজ।

জেলা পুলিশ জানিয়েছে, অগ্নিসংযোগের ওই ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে বেশ কিছু আলামত জব্দ করা হয়েছে। এর মধ্যে রয়েছে চারটি উসকানিমূলক ব্যানার, কেরোসিনের দুটি কনটেইনার, একটি বোতল, তিনটি খালি প্লাস্টিকের বস্তা, একটি মোবাইল ফোন, একটি সিএনজিচালিত অটোরিকশা ও একটি মোটরসাইকেল।

গ্রেপ্তার মনির এরই মধ্যে ঘটনার দায় স্বীকার করে আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে বলে পুলিশ জানিয়েছে।

সংবাদ সম্মেলনে ডিআইজি আহসান হাবীব বলেন, ‘গত ডিসেম্বরে রাউজান ও রাঙ্গুনিয়া থানা এলাকায় গভীর রাতে কিছু দুর্বৃত্ত কয়েকটি বসতঘরে অগ্নিসংযোগ করেছিল। এ ছাড়া ঘটনার সময় জনমনে বিভ্রান্তি ও ভীতি সৃষ্টির উদ্দেশ্যে তারা ষড়যন্ত্রমূলক ব্যানার ঘটনাস্থলে টানিয়ে রেখেছিল। প্লাস্টিকের বস্তা দিয়ে তৈরি এসব ব্যানারগুলোতে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টে উসকানিমূলক বক্তব্য, কয়েকজন রাজনৈতিক নেতার নাম এবং অর্ধশতাধিক মোবাইল নম্বর লেখা ছিল।’

আহসান হাবীব আরও বলেন, ‘রাতের অন্ধকারে পরিকল্পিতভাবে ব্যানার টানিয়ে বসতঘরে অগ্নিসংযোগের এমন ঘটনাগুলো প্রাথমিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত ও ষড়যন্ত্রমূলক বলে প্রতীয়মান হয়েছে।’

ডিআইজি বলেন, ‘প্রাথমিক তদন্তে অগ্নিসংযোগের ঘটনায় রাঙামাটি জেলার সাবেক এক পৌর কমিশনার, একই জেলার লোকমান ও রাউজানের এক ব্যক্তির পরিকল্পনায় চক্রটির সদস্যরা অগ্নিসংযোগের করে।’

ঘটনার মূল পরিকল্পনাকারী ও নেতৃত্ব প্রদানকারী একজনের নাম পাওয়া গেছে জানিয়ে আহসান হাবীব বলেন, মূল পরিকল্পনাকারী নার্সারি ব্যবসার সঙ্গে জড়িত। পরিকল্পনা বাস্তবায়নের সমন্বয়কারী হিসেবে রাঙামাটিতে বসবাসকারী একজনের নাম পাওয়া যায়। পরিকল্পনার বাস্তবায়নে আর্থিক সহযোগিতা করেন নিষিদ্ধঘোষিত সংগঠন সমর্থিত সাবেক এক কমিশনার।’

সংবাদ সম্মেলনে চট্টগ্রামের পুলিশ সুপার মোহাম্মাদ নাজির আহমেদ খাঁনসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জানা গেছে, গত ২৩ ডিসেম্বর ভোরে রাউজান পৌরসভার সুলতানপুর ৫ নম্বর ওয়ার্ডে বাইরে থেকে দরজা আটকে একটি বসতঘরে আগুন দেওয়ার ঘটনা ঘটে। বাড়িটি কাতারপ্রবাসী সুখ শীল নামের এক ব্যক্তির। গত ২০ ডিসেম্বর ভোর রাতে একইভাবে পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে ঢেউয়াপাড়া এলাকায় বিমল তালুকদার ও রুবেল দাশ নামে দুই ব্যক্তির বসতঘরে বাইরে থেকে দরজা আটকে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। একই মাসে আরও কয়েকটি বসতঘরে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

৯ জুলাই যোদ্ধা চাকরি পেলেন চট্টগ্রাম বন্দরে

১০ বছর পর দম্পতির কোলজুড়ে একসঙ্গে পাঁচ সন্তান

টেকনাফে গুলিবিদ্ধ শিশুটিকে পাঠানো হচ্ছে ঢাকায়, মাথার খুলির এক পাশ খুলে রাখা হয়েছে

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে