হোম > সারা দেশ > খাগড়াছড়ি

সৈনিকদের সঙ্গে সেনাপ্রধানের শুভেচ্ছা বিনিময়

খাগড়াছড়ি প্রতিনিধি

সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ পবিত্র ঈদুল আজহা উপলক্ষে খাগড়াছড়ি রিজিয়নের বাঘাইহাট জোন ও দীঘিনালা জোনের পাংখোয়াপাড়া ক্যাম্প পরিদর্শন করেছেন। আজ রোববার ঈদের দিন জোন পরিদর্শনকালে সৈনিকদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন তিনি। 

রোববার দুপুর ১২টার দিকে সেনাপ্রধান বাঘাইহাট জোনে এলে তাঁকে অভ্যর্থনা জানান ২৪ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) মেজর জেনারেল মো. সাইফুল আবেদীন ও খাগড়াছড়ির রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল জাহাঙ্গীর আলম। 

পরিদর্শনকালে সেনাপ্রধান সব সদস্যের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় সেনাপ্রধান জানান, জীবনের ঝুঁকি নিয়ে দুর্গম পার্বত্য চট্টগ্রামে সেনাসদস্যরা দায়িত্ব পালন করছেন। তাঁরা পরিবার-স্বজন ছেড়ে পাহাড়ের দুর্গম এলাকায় দেশের নিরাপত্তায় কাজ করছেন। দেশের যেকোনো সংকটে সেনাবাহিনী তার অর্পিত দায়িত্ব পালন করছে। 

সেনাপ্রধান এস এম শফিউদ্দিন আহমেদ দুটি ক্যাম্পেই গাছের চারা রোপণ করেন এবং দীঘিনালা জোনে সেনাসদস্যদের সঙ্গে ঈদ উপলক্ষে আয়োজিত প্রীতি ভোজে অংশ নেন। 

পরিদর্শনকালে সামরিক সচিব মেজর জেনারেল খালেদ আল-মামুন, জিওসি ২৪ পদাতিক ডিভিশন ছাড়াও সেনাসদরের ঊর্ধ্বতন কর্মকর্তা, খাগড়াছড়ি রিজিয়নের স্টাফ অফিসার মেজর জাহিদ হাসানসহ অন্য সেনা কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত

ফটিকছড়িতে গুলিতে নিহত ১

মিরসরাইয়ে পুলিশ পরিচয়ে পোলট্রি ফার্মে ঢুকে ডাকাতি, মোটরসাইকেলসহ মালপত্র লুট

শিক্ষককে হেনস্তার পর টেনেহিঁচড়ে প্রক্টর অফিসে নিয়ে গেলেন চাকসুর শিবির নেতারা

প্রভাবশালী ব্যবসায়ী থেকে ঋণখেলাপি, ৫০ বছরের বন্ধুত্বে ফাটল