হোম > সারা দেশ > খাগড়াছড়ি

মাটিরাঙ্গায় নিজ বাড়িতে কিশোরীকে কুপিয়ে হত্যা

মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) প্রতিনিধি

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় সুমাইয়া আকতার সেতু (১৪) নামে এক কিশোরীকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে জানা গেছে। ঘটনাস্থল থেকে নিহতের দুলাভাইয়ের মোবাইল ও একটি মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ।

এ ঘটনায় আজ মঙ্গলবার অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের করেছেন কিশোরীর বাবা। গতকাল সোমবার রাত ৮টার দিকে নিজ বাড়িতে ওই কিশোরীকে কুপিয়ে হত্যা করা হয়। 

বিষয়টি নিশ্চিত করেছেন মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাকারিয়া। 

নিহত কিশোরী মাটিরাঙ্গার বেলছড়ি ইউনিয়নের আমবাগান এলাকার বাসিন্দা মো. আব্দুর রহমান জামালের মেয়ে। 

স্থানীয়রা বলছে, ঘটনার সময় বাড়িতে একাই ছিল সুমাইয়া। এ সময় তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। এলোপাতাড়ি কোপে তার হাত, কান ও মাথা কেটে যায়। শরীর থেকে প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়ে হাত। প্রচুর রক্তক্ষরণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ওই কিশোরীর হাঁক-চিৎকারে প্রতিবেশীসহ আমবাগান এলাকার দোকানে থাকা লোকজন ছুটে গেলে ঘাতক পালিয়ে যায়। 

নিহত কিশোরীর বাবা মো. আব্দুর রহমান জামাল আজকের পত্রিকাকে বলেন, ‘রাতে মেয়েকে ঘরে রেখে, আমার অন্য বাড়িতে চলে যাই। পরে আমাকে একজন মোবাইলে জানালে আমি এই বাড়িতে এসে দেখি, মেয়ের লাশ পড়ে আছে। আজ (মঙ্গলবার) সে আদালতে একটি মামলার সাক্ষী দেওয়ার কথা ছিল। পুরাতন মামলার জেরে স্থানীয় ইউপি সদস্য আমির হোসেন, কামাল চৌধুরী ও সাত্তারসহ আরও দুজন হত্যার সাথে জড়িত থাকতে পারে। তবে আমি হত্যার সময় কাউকে দেখিনি।’ 

এ ঘটনার বিষয়ে স্থানীয় ইউপি সদস্য আমির হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘স্থানীয়রা আমাকে খবর দিলে আমি ঘটনাস্থলে যাই। পরে মাটিরাঙ্গা থানায় বিষয়টি জানালে পুলিশ ঘটনাস্থলে আসে। ঘটনাস্থল থেকে মেয়ের দুলাভাই সাগরের মোবাইল ও একটি মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ।’ 

মাটিরাঙ্গা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আমজাদ হোসেন আজকের পত্রিকাকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে কিশোরীর মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ খাগড়াছড়ি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের বাবা অজ্ঞাতনামা থানায় অজ্ঞাতনামা আসামি করে মামলা করেছেন। হত্যাকাণ্ডের রহস্য উদ্‌ঘাটনে ও হত্যাকারীকে আটক করতে কাজ করছে পুলিশ।’ 

পুলিশ কর্মকর্তা আমজাদ হোসেন আরও বলেন, ‘ঘটনাস্থল থেকে নিহত কিশোরীর দুলাভাইয়ের মোবাইল ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। স্থানীয় ইউপি সদস্য সেখানে উপস্থিত থেকে মোবাইল ফোনটি হস্তান্তর করেন।’

বিদ্যালয় নির্মাণের নামে পাহাড় কেটে সাবাড়

নির্বাচন ঘিরে চট্টগ্রাম বিমানবন্দরে প্রবেশে কড়াকড়ি

১৫ জানুয়ারি থেকে যৌথ বাহিনীর জোরালো অভিযান: ইসি সানাউল্লাহ

সন্ধ্যায় বাসা থেকে বেরিয়ে নিখোঁজ, সকালে মিলল কিশোরের গলাকাটা লাশ

দুই দিন ধরে সড়কে পড়ে ছিল কোটি টাকার মার্সিডিজ

রাউজানে যুবদল নেতাকে গুলি করে হত্যা

হুম্মামের চেয়ে ৪০ গুণ বেশি সম্পদের মালিক তাঁর স্ত্রী

গ্যাস সিলিন্ডার বেশি দামে বিক্রির দায়ে ডিলারকে জরিমানা

আনোয়ারায় রাস্তা থেকে উদ্ধার দুই শিশুর একজনের মৃত্যু, লাশ নিতে এলেন দাদি

কর্ণফুলীতে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, ৪৫ হাজার টাকা জরিমানা