হোম > সারা দেশ > চট্টগ্রাম

সীতাকুণ্ডে বাস উল্টে দোকানমালিক নিহত, আহত ২০

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি 

প্রতীকী ছবি

চট্টগ্রামের সীতাকুণ্ডে নিয়ন্ত্রণহীন একটি যাত্রীবাহী বাস খাদে উল্টে পড়ার ঘটনা ঘটেছে। এ সময় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা মোহাম্মদ আলী (৩০) নামের এক ভলকানাইজিং দোকানের মালিক নিহত হয়েছেন।

আজ সোমবার বেলা দেড়টার দিকে উপজেলার ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীর বরাতে হাইওয়ে পুলিশ জানায়, ঢাকামুখী আইরিন পরিবহনের যাত্রীবাহী বাস মহাসড়কের কুমিরা ইলিয়াস পেট্রলপাম্প এলাকা অতিক্রমকালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। এ সময় সড়কের পাশের একটি ভলকানাইজিং দোকানের মালিক বাসে চাপা পড়েন। এ ঘটনায় গুরুতর আহত হন বাসে থাকা অন্তত ২০ জন যাত্রী। খবর পেয়ে কুমিরা ফায়ার সার্ভিস ও বার আউলিয়া হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে আহত ব্যক্তিদের উদ্ধার করে। পরে রেকার দিয়ে বাসটি খাদ থেকে উপরে তোলে এবং বাসের নিচে চাপা পড়া ভলকানাইজিং দোকানের মালিক মোহাম্মদ আলীর লাশ উদ্ধার করা হয়।

কুমিরা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, আহত ব্যক্তিদের উদ্ধার করে নগরীর বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। লাশ খাদ থেকে উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করেছে ফায়ার সার্ভিস।

বার আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোমিন জানান, মহাসড়কের পাশের খাদে উল্টে পড়া বাসটি রেকার দিয়ে উপরে তোলার পর থানাপ্রাঙ্গণে এনে রাখা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে লাশ তাঁর স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

চট্টগ্রামে হাসনাত আবদুল্লাহর ওপর হামলা নিয়ে যা বললেন বিএনপি প্রার্থী

এনসিপি নেতার ওপর হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ বৈষম্যবিরোধীদের, ১০ কিমি যানজট

চট্টগ্রামে ‘দুষ্কৃতকারী’র তালিকায় সাবেক মন্ত্রী–মেয়র, আ.লীগ–বিএনপি নেতা, আছেন চিন্ময় কৃষ্ণও

চট্টগ্রাম নগরীতে নিষিদ্ধ ৩৩০ ‘দুষ্কৃতকারী’, কারা তারা

‘ব্যাংক অ্যাকাউন্ট নেই’ দাবি করা জামায়াত প্রার্থী শাহজাহান চৌধুরীর ব্যাংকে ১০ লাখ টাকা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভুয়া শিক্ষার্থী আটক

চট্টগ্রাম রেলওয়ে: ল্যান্ডক্রুজারে অফিসে যান দ্বিতীয় শ্রেণির কর্মচারী

রাষ্ট্রের ক্ষমতা কমিয়ে জনগণের বাড়াতে হবে: আমীর খসরু

কুমিল্লায় র‍্যাবের অভিযানে পুলিশের লুট হওয়া চায়নিজ রাইফেল উদ্ধার

রাঙামাটিতে গাছবোঝাই মিনি পিকআপ খাদে পড়ে নিহত ২, আহত ১