হোম > সারা দেশ > চট্টগ্রাম

দেবীদ্বারে শুকনো বিলে পড়ে ছিল ২ যুবকের লাশ

কুমিল্লা প্রতিনিধি  

দেবীদ্বারে শুকনো বিলে পড়ে ছিল ২ যুবকের লাশ। ছবি: আজকের পত্রিকা

কুমিল্লার দেবীদ্বারে দুই যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। আজ রোববার সকালে উপজেলার জাফরগঞ্জ এলাকার একটি শুকনো বিল থেকে তাঁদের লাশ উদ্ধার করে দেবীদ্বার থানা-পুলিশ।

দেবীদ্বার সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. শাহীন আজকের পত্রিকাকে এই তথ্য জানিয়েছেন।

লাশ উদ্ধার হওয়া দুজন হলেন, উপজেলার জাফরগঞ্জ গ্রামের মৃত দুলু মিয়ার ছেলে মনির হোসেন (২৫) ও খাগড়াছড়ির রামঘর উপজেলার সুখাকেন্দ্রায় গ্রামের রুহুল আমিন মিয়ার ছেলে মোহন মিয়া (৩৫)। দুজনই ইন্টারনেটের বিল উত্তোলন, লাইন সংযোগ ও মেরামত কাজ করতেন।

স্থানীয়রা জানায়, মরদেহগুলো খড়ের ওপর পাওয়া গেছে, এর ২০-২৫ ফুট দূরে খড়ের একটি গাদা রয়েছে। ধারণা করা হচ্ছে, গত রাতে তারা সেখান থেকে খড় এনে এখানে বিছিয়ে বসে মাদক সেবন করছিলেন। মাদকে হয়তো বিষাক্ত কিছু ছিল। তা সেবনের পর বিষক্রিয়ায় তারা মারা যায়।

স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আমিনুল ইসলাম বলেন, সকালে দোয়াইজলা বিলে কৃষকেরা কাজ করতে এসে দুজনের লাশ দেখে আমাকে খবর দেয়। পরে পুলিশকে খবর দিলে তারা গিয়ে লাশ দুটি উদ্ধার করে। এটি হত্যাকাণ্ড কিনা এখনো নিশ্চিত হওয়া যায়নি।’

স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসে। তবে কীভাবে এ ঘটনা ঘটেছে, এটা হত্যাকাণ্ড কি না তদন্ত ছাড়া বলা সম্ভব নয় বলে জানিয়েছে পুলিশ। ময়নাতদন্তের জন্য দুজনের লাশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে দুই যুবকের লাশ উদ্ধারের খবর পেয়ে দূরদূরান্ত থেকে উৎসুক জনতা সেখানে ভিড় করতে থাকেন। খবর পেয়ে মনিরের স্বজনেরা ঘটনাস্থলে এসে কান্নায় ভেঙে পড়েন।

মনিরের ছোট বোন জান্নাত আক্তার বলেন, ‘তিনি আমার একমাত্র ভাই। তাঁকে কারা মারল আমরা বলতে পারব না। তাঁর এক ছেলে ও এক মেয়ে আছে। তাদের এখন কী হবে?’

দেবীদ্বারে শুকনো বিলে পড়ে ছিল ২ যুবকের লাশ। ছবি: আজকের পত্রিকা

ডিশ ও ইন্টারনেট মালিক বদিলউল আলম সানোয়ার বলেন, ‘মনির ও মোহান আমার ব্যবসা প্রতিষ্ঠানে কাজ করত। এর মধ্যে মনির নিজের বাড়িতে থাকত আর মোহন অফিসে থাকত। মোহনের বাবা আমাকে বলেছেন, রাত ১১টার দিকে শেষবার মোহনের সঙ্গে তাঁর কথা হয়েছে। ১১টার পর তাকে অফিসেও পাওয়া যায়নি।’ এক প্রশ্নের জবাবে বদিউল আলম বলেন, দুজনের মধ্যে মনির মাদকাসক্ত ছিলেন। তবে মোহনের বিষয়ে কিছু জানি না।’

বিষয়টি নিশ্চিত করে দেবীদ্বার সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ মো. শাহীন বলেন, ‘আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। এটা হত্যাকাণ্ড নাকি অন্য কিছু তা এখন বলা সম্ভব হচ্ছে না। তবে লাশের পাশ থেকে সিরিঞ্জ, সিগারেট, মোবাইল স্পিরিটের খালি বোতলসহ বিভিন্ন আলামত পাওয়া গেছে। এগুলো পরীক্ষা-নিরীক্ষাসহ আরও তথ্য উপাত্ত ও আলামত সংগ্রহ করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য দুজনের লাশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’

বোয়ালখালীতে আগুনে পুড়ল গোয়ালঘরসহ ৩ বসতঘর, দগ্ধ হয়ে ৩ গরুর মৃত্যু

চট্টগ্রাম-৬: বিএনপির প্রার্থীরা কোটিপতি, জামায়াত প্রার্থীর নগদ টাকা নেই

নাব্যতা-সংকটে পায়রা বন্দরের জাহাজ ভিড়ছে চট্টগ্রামে

প্রতীক বরাদ্দের আগে ভোট চাওয়ায় জামায়াত প্রার্থী শাহজাহান চৌধুরীকে শোকজ

মোটরসাইকেল থামিয়ে ইয়াবা সেবনের জন্য ৫০০ টাকা দাবি, না দেওয়ায় খুন

চট্টগ্রাম ১৩: বিএনপি প্রার্থী সরওয়ার জামাল নিজামকে শোকজ

মহাসড়কে প্রাইভেট কার থামিয়ে পাঁচজনকে কুপিয়ে জখম

চাঁদপুরে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে ২ প্রার্থীকে শোকজ

চবিতে নিয়োগে অনিয়মের অভিযোগ, অভিযান চালিয়ে নথিপত্র নিল দুদক

বাঁশখালীতে ঘুষের টাকাসহ পরিবার পরিকল্পনার অফিস সহকারী আটক