হোম > সারা দেশ > নোয়াখালী

চোরদের সঙ্গে নিয়ে ব্যবসায়ীকে হয়রানির অভিযোগ ওসির বিরুদ্ধে

চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি

নোয়াখালীর চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) বিমল কর্মকারের বিরুদ্ধে চোরদের সহযোগিতা করে সিএনজিচালিত অটোরিকশা ব্যবসায়ীকে হয়রানি ও আর্থিক ক্ষতিসাধনের অভিযোগ উঠেছে। আজ সোমবার বিকেলে এ ব্যাপারে অটোরিকশার মালিক মো. হাসেম নোয়াখালীর পুলিশ সুপারের কাছে অভিযোগ দায়ের করেছেন। 

অভিযোগে জানা যায়, চাটখিল উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের ফাওড়া গ্রামের মৃত আফাজ উদ্দিনের ছেলে অটোরিকশার ব্যবসায়ী মো. হাসেমের একটি গাড়ি চুরি হয়। পরবর্তী সময় হাসেম জানতে পারেন, ওই অটোরিকশাটি পাশের হিরাপুর গ্রামের জহির (৪৫), মানিক (১৯) ও ফয়সাল (২০) সংঘবদ্ধভাবে চুরি করে নিজেদের হেফাজতে রেখেছেন। হাসেম তাঁর গাড়ি দাবি করলে সংঘবদ্ধ ওই চোরেরা বলেন, তাঁদের মোটরসাইকেল ছিনতাইয়ের সঙ্গে হাসেমের ড্রাইভার জড়িত, তাই তাঁরা এই অটোরিকশাটি দেবেন না।

পরবর্তীকালে হাসেম চাটখিল থানায় গিয়ে ওসির পরামর্শে অভিযোগ দায়ের করে। হাসেমের অভিযোগের ভিত্তিতে চাটখিল থানার ওসি (তদন্ত) অটোরিকশা উদ্ধারের জন্য ‘খরচাপাতি’ দাবি করলে তিনি রাজি হয়ে ঘটনাস্থলে গাড়ি উদ্ধারের জন্য যান। সেখানে গেলে পুলিশের উপস্থিতিতে সংঘবদ্ধ চোরেরা হাসেমের ওপর আক্রমণের চেষ্টা করে। এ সময় ওসি (তদন্ত) বিমল কর্মকার চোরদের সঙ্গে কথা বলে হাসেমের ড্রাইভারকে মোটরসাইকেল ছিনতাইয়ের সঙ্গে জড়িত থাকার অভিযোগে আটক করেন। তবে অটোরিকশা জব্দ বা উদ্ধার না করে চোরদের হেফাজতে রেখে চলে আসেন।

পরবর্তীকালে তিনি অটোরিকশা ও ড্রাইভারকে কুমিল্লার মনোহরগঞ্জ থানায় রেফার্ড করেন। হাসেম আদালতের মাধ্যমে তাঁর অটোরিকশা বুঝে পেলেও গাড়ির বিভিন্ন যন্ত্রাংশ, ব্যাটারি ও নতুন চাকা খুলে নিয়ে গেছে বলে অভিযোগে দাবি করেন। এতে তাঁর ৪০ হাজার টাকার ক্ষতি হয়েছে। এ ঘটনায় হাসেম চাটখিল থানার ওসি (তদন্ত) বিমল কর্মকারসহ সংঘবদ্ধ চোরদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। 

এ ব্যাপারে চাটখিল থানার ওসি (তদন্ত) বিমল কর্মকার তাঁর বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে বলেন, অটোরিকশাচালক মোটরসাইকেল চুরির সঙ্গে জড়িত থাকায় তাঁকে আটক করা হয়েছে। 

তবে ঘটনাস্থল থেকে অটোরিকশার চালককে আটক করলেও অপর তিনজনকে কেন আটক করা হয়নি এবং অটোরিকশা কেন জব্দ বা উদ্ধার করা হয়নি—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, পরবর্তী সময় অটোরিকশাটি মনোহরগঞ্জ থানা-পুলিশ জব্দ করেছে।

নোয়াখালীর পুলিশ সুপার আসাদুজ্জামানের সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহতের হার ২৯ শতাংশ বৃদ্ধি, অর্ধেকই পথচারী

ভবন পরিকল্পনা অনুমোদনে ঘুষ দাবি, সিডিএ কার্যালয়ে দুদকের অভিযান

ফটিকছড়িতে ইজিবাইক উল্টে নারী নিহত

বসতঘরে আগুনে প্রাণ গেল দাদি-নাতনির

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে অগ্নিসংযোগ: চার দিন পর হত্যা মামলা

চট্টগ্রামের ১৬ আসনের ৭টিতে বিএনপির চ্যালেঞ্জ বিএনপিই

চুরির স্বর্ণালংকার বিক্রির টাকায় রয়েল এনফিল্ড মোটরসাইকেল, গ্রেপ্তার ৪

হাতিয়ায় চর দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ-গোলাগুলি, নিহত ৫

চালককে শ্বাসরোধ করে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা, পটিয়ায় জনতার হাতে যুবক আটক

২৭-৩০ ডিসেম্বর রাতে কর্ণফুলী টানেলে নিয়ন্ত্রিত হবে যান চলাচল