হোম > সারা দেশ > চাঁদপুর

ত্রাণ আত্মসাতের অভিযোগে ফরিদগঞ্জের ইউপি চেয়ারম্যান বরখাস্ত

চাঁদপুর প্রতিনিধি

ইউপি চেয়ারম্যান মো. শরীফ হোসেন খান। ছবি: সংগৃহীত

সরকারি ত্রাণসামগ্রী সুবিধাভোগীদের মাঝে বিতরণ না করে আত্মসাতের অভিযোগে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার রূপসা দক্ষিণ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. শরীফ হোসেন খানকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়।

আজ শুক্রবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুলতানা রাজিয়া এ তথ্য নিশ্চিত করেন।

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপসচিব পলি কর স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন ১ ডিসেম্বর সংশ্লিষ্ট দপ্তরে প্রেরণ করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়, রূপসা দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরীফ হোসেন খানের বিরুদ্ধে সরকারি ত্রাণসামগ্রী সুবিধাভোগীদের মাঝে বিতরণ না করে আত্মসাতের উদ্দেশ্যে নিজ বাড়ির গুদামঘরে রাখার অভিযোগের বিষয়ে জেলা প্রশাসক, চাঁদপুরের প্রতিবেদন মোতাবেক স্থানীয় সরকার বিভাগের প্রজ্ঞাপন মূলে তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

এ ছাড়া স্থানীয় সরকার কেন আপনার পদ থেকে আপনাকে চূড়ান্তভাবে অপসারণ করবে না, তার জবাব পত্র প্রাপ্তির ১০ কার্যদিবসের মধ্যে জেলা প্রশাসক চাঁদপুরের মাধ্যমে স্থানীয় সরকার বিভাগে প্রেরণের নির্দেশ দেওয়া হয়।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে ইউপি চেয়ারম্যান মো. শরীফ হোসেন খান বলেন, ‘মন্ত্রণালয়ের চিঠি পেয়েছি। আমি রাজনৈতিক প্রেক্ষাপটের শিকার।’ এ বিষয়ে ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুলতানা রাজিয়া বলেন, ‘মন্ত্রণালয়ের চিঠি পেয়েছি। প্রতিবেদন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

বসতঘরে আগুনে প্রাণ গেল দাদি-নাতনির

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে অগ্নিসংযোগ: চার দিন পর হত্যা মামলা

চট্টগ্রামের ১৬ আসনের ৭টিতে বিএনপির চ্যালেঞ্জ বিএনপিই

চুরির স্বর্ণালংকার বিক্রির টাকায় রয়েল এনফিল্ড মোটরসাইকেল, গ্রেপ্তার ৪

হাতিয়ায় চর দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ-গোলাগুলি, নিহত ৫

চালককে শ্বাসরোধ করে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা, পটিয়ায় জনতার হাতে যুবক আটক

২৭-৩০ ডিসেম্বর রাতে কর্ণফুলী টানেলে নিয়ন্ত্রিত হবে যান চলাচল

হেডফোন কানে রেললাইনে যুবক, ট্রেনে কাটা পড়ে নিহত

ওসমান হাদি হত্যার বিচারের দাবি চবির আধিপত্যবাদবিরোধী শিক্ষক ঐক্যের

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: মামলা হয়নি, নাশকতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ মেলেনি