হোম > সারা দেশ > চাঁদপুর

ত্রাণ আত্মসাতের অভিযোগে ফরিদগঞ্জের ইউপি চেয়ারম্যান বরখাস্ত

চাঁদপুর প্রতিনিধি

ইউপি চেয়ারম্যান মো. শরীফ হোসেন খান। ছবি: সংগৃহীত

সরকারি ত্রাণসামগ্রী সুবিধাভোগীদের মাঝে বিতরণ না করে আত্মসাতের অভিযোগে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার রূপসা দক্ষিণ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. শরীফ হোসেন খানকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়।

আজ শুক্রবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুলতানা রাজিয়া এ তথ্য নিশ্চিত করেন।

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপসচিব পলি কর স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন ১ ডিসেম্বর সংশ্লিষ্ট দপ্তরে প্রেরণ করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়, রূপসা দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরীফ হোসেন খানের বিরুদ্ধে সরকারি ত্রাণসামগ্রী সুবিধাভোগীদের মাঝে বিতরণ না করে আত্মসাতের উদ্দেশ্যে নিজ বাড়ির গুদামঘরে রাখার অভিযোগের বিষয়ে জেলা প্রশাসক, চাঁদপুরের প্রতিবেদন মোতাবেক স্থানীয় সরকার বিভাগের প্রজ্ঞাপন মূলে তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

এ ছাড়া স্থানীয় সরকার কেন আপনার পদ থেকে আপনাকে চূড়ান্তভাবে অপসারণ করবে না, তার জবাব পত্র প্রাপ্তির ১০ কার্যদিবসের মধ্যে জেলা প্রশাসক চাঁদপুরের মাধ্যমে স্থানীয় সরকার বিভাগে প্রেরণের নির্দেশ দেওয়া হয়।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে ইউপি চেয়ারম্যান মো. শরীফ হোসেন খান বলেন, ‘মন্ত্রণালয়ের চিঠি পেয়েছি। আমি রাজনৈতিক প্রেক্ষাপটের শিকার।’ এ বিষয়ে ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুলতানা রাজিয়া বলেন, ‘মন্ত্রণালয়ের চিঠি পেয়েছি। প্রতিবেদন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

বিদ্যালয় নির্মাণের নামে পাহাড় কেটে সাবাড়

নির্বাচন ঘিরে চট্টগ্রাম বিমানবন্দরে প্রবেশে কড়াকড়ি

১৫ জানুয়ারি থেকে যৌথ বাহিনীর জোরালো অভিযান: ইসি সানাউল্লাহ

সন্ধ্যায় বাসা থেকে বেরিয়ে নিখোঁজ, সকালে মিলল কিশোরের গলাকাটা লাশ

দুই দিন ধরে সড়কে পড়ে ছিল কোটি টাকার মার্সিডিজ

রাউজানে যুবদল নেতাকে গুলি করে হত্যা

হুম্মামের চেয়ে ৪০ গুণ বেশি সম্পদের মালিক তাঁর স্ত্রী

গ্যাস সিলিন্ডার বেশি দামে বিক্রির দায়ে ডিলারকে জরিমানা

আনোয়ারায় রাস্তা থেকে উদ্ধার দুই শিশুর একজনের মৃত্যু, লাশ নিতে এলেন দাদি

কর্ণফুলীতে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, ৪৫ হাজার টাকা জরিমানা