হোম > সারা দেশ > ব্রাহ্মণবাড়িয়া

ব্যাংকের অফিস সহকারীর সততায় ৫০ হাজার টাকা ফেরত পেলেন নারী

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

ব্যাংকের মেঝেতে কুড়িয়ে পাওয়া ৫০ হাজার টাকা প্রকৃত মালিককে ফিরিয়ে দিয়ে সততার দৃষ্টান্ত স্থাপন করেছেন সরাইল উপজেলার অরুয়াইল জনতা ব্যাংকের শাখা ব্যবস্থাপক মো. মোশারফ হোসেন ও অফিস সহকারী হামিদ মিয়া। আজ বুধবার বিকেলে উপযুক্ত প্রমাণ সাপেক্ষে জনতা ব্যাংক অরুয়াইল শাখা কার্যালয়ে গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে এ টাকা হস্তান্তর করা হয়। 

অফিস সহকারী হামিদ মিয়া বলেন, দুপুরের দিকে হঠাৎ ব্যাংকের মেঝেতে একটি টাকার বান্ডিল পড়ে থাকতে দেখে ম্যানেজার স্যারকে জানাই। স্যার টাকাগুলো এনে তাঁর কাছে দিতে বলেন। পরে টাকাগুলো প্রকৃত মালিকের হাতে তুলে দেন। 

টাকা ফেরত পেয়ে উচ্ছ্বসিত মনোয়ারা খাতুন বলেন, সুক সমিতি (সমাজ উন্নয়ন কেন্দ্র) থেকে ঋণের চেক নিয়ে জনতা ব্যাংকে টাকা তুলতে এসেছিলাম। টাকা তুলে এক মহিলাকে গুনতে দিয়েছিলাম। সে গুণে ব্যাগে ঢোকানোর সময় মেঝেতে বান্ডিলটি নিচে পড়ে যায়। বাড়িতে গিয়ে দেখি ব্যাগে টাকা নাই। পরে কাঁদতে কাঁদতে ব্যাংকে আসলে ম্যানেজার স্যার আমাকে টাকাগুলো ফেরত দেন। 

ব্যাংক ব্যবস্থাপক মোশারফ হোসেন বলেন, ব্যাংকের অফিস সহকারী হামিদ মিয়া টাকাগুলো ব্যাংকের মেঝেতে পড়ে থাকতে দেখে আমাকে বললে আমি তাঁকে টাকাগুলো আনতে বলি। পরে গুণে দেখি পঞ্চাশ হাজার টাকা। বিকেলে টাকার প্রকৃত মালিক মনোয়ারা খাতুন এলে প্রমাণ সাপেক্ষে এলাকার গণ্যমান্য লোকদের সামনে তাঁর হাতে টাকাগুলো তুলে দেই।

চট্টগ্রামে ৩৫ সোনার বার ছিনতাই: বহিষ্কৃত ছাত্রদল নেতা বার্মা সাইফুলসহ গ্রেপ্তার ৪

কুবিতে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করা যাবে ২৫ জানুয়ারি থেকে

অলি আহমদের বিরুদ্ধে গাড়িতে হামলার অভিযোগ বিএনপির প্রার্থীর সমন্বয়কের

নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় ৯ লাখ সদস্য দায়িত্ব পালন করবেন: স্বরাষ্ট্র উপদেষ্টা

টেকনাফে গুলিবিদ্ধ শিশু আফনান ও মাইন বিস্ফোরণে আহত হানিফের পরিবারকে আর্থিক সহায়তা

খাগড়াছড়িতে জামায়াতের এমপি প্রার্থীর বাসার সামনে ককটেল বিস্ফোরণের অভিযোগ

‘জীবন দিয়ে হলেও সীমান্ত রক্ষা করব’— বিজিবিতে নিয়োগ পেয়ে ফেলানীর ভাই

বিজিবির সদস্যরা কোনো স্বার্থান্বেষী গোষ্ঠীর রক্ষক নয়: শপথ অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা

চট্টগ্রামে বিরোধপূর্ণ জমি: ১ বছর নিয়ে ২০ বছর ইজারা

ছেঁড়াদিয়া দ্বীপ: বেপরোয়া পর্যটক সামলাতে হিমশিম অবস্থা কর্তৃপক্ষের