হোম > সারা দেশ > ব্রাহ্মণবাড়িয়া

ব্যাংকের অফিস সহকারীর সততায় ৫০ হাজার টাকা ফেরত পেলেন নারী

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

ব্যাংকের মেঝেতে কুড়িয়ে পাওয়া ৫০ হাজার টাকা প্রকৃত মালিককে ফিরিয়ে দিয়ে সততার দৃষ্টান্ত স্থাপন করেছেন সরাইল উপজেলার অরুয়াইল জনতা ব্যাংকের শাখা ব্যবস্থাপক মো. মোশারফ হোসেন ও অফিস সহকারী হামিদ মিয়া। আজ বুধবার বিকেলে উপযুক্ত প্রমাণ সাপেক্ষে জনতা ব্যাংক অরুয়াইল শাখা কার্যালয়ে গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে এ টাকা হস্তান্তর করা হয়। 

অফিস সহকারী হামিদ মিয়া বলেন, দুপুরের দিকে হঠাৎ ব্যাংকের মেঝেতে একটি টাকার বান্ডিল পড়ে থাকতে দেখে ম্যানেজার স্যারকে জানাই। স্যার টাকাগুলো এনে তাঁর কাছে দিতে বলেন। পরে টাকাগুলো প্রকৃত মালিকের হাতে তুলে দেন। 

টাকা ফেরত পেয়ে উচ্ছ্বসিত মনোয়ারা খাতুন বলেন, সুক সমিতি (সমাজ উন্নয়ন কেন্দ্র) থেকে ঋণের চেক নিয়ে জনতা ব্যাংকে টাকা তুলতে এসেছিলাম। টাকা তুলে এক মহিলাকে গুনতে দিয়েছিলাম। সে গুণে ব্যাগে ঢোকানোর সময় মেঝেতে বান্ডিলটি নিচে পড়ে যায়। বাড়িতে গিয়ে দেখি ব্যাগে টাকা নাই। পরে কাঁদতে কাঁদতে ব্যাংকে আসলে ম্যানেজার স্যার আমাকে টাকাগুলো ফেরত দেন। 

ব্যাংক ব্যবস্থাপক মোশারফ হোসেন বলেন, ব্যাংকের অফিস সহকারী হামিদ মিয়া টাকাগুলো ব্যাংকের মেঝেতে পড়ে থাকতে দেখে আমাকে বললে আমি তাঁকে টাকাগুলো আনতে বলি। পরে গুণে দেখি পঞ্চাশ হাজার টাকা। বিকেলে টাকার প্রকৃত মালিক মনোয়ারা খাতুন এলে প্রমাণ সাপেক্ষে এলাকার গণ্যমান্য লোকদের সামনে তাঁর হাতে টাকাগুলো তুলে দেই।

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত