হোম > সারা দেশ > কক্সবাজার

বঙ্গোপসাগরে ট্রলার ও স্পিডবোটডুবি: নিখোঁজ ২ জনের মরদেহ উদ্ধার   

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফ-সেন্ট মার্টিন নৌরুটে ফিশিং ট্রলার ও স্পিডবোটডুবির ঘটনায় নিখোঁজ তিনজনের মধ্যে দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার সকালে টেকনাফের শাহপরীর দ্বীপ পশ্চিমে সৈকত এলাকায় এই দুজনের মরদেহ ভেসে আসে।

নিহত ব্যক্তিরা হলেন মো. ফাহাদ (২৮) ও মো. ইসমাইল (২৭)। তাঁরা সেন্ট মার্টিন দ্বীপের কোনার পাড়ার বাসিন্দা। এ দুজন স্পিডবোটে করে ট্রলারের নিখোঁজ যাত্রীকে উদ্ধারে সাগরে নেমেছিলেন।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওসমান গনি এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সকালে সমুদ্রসৈকতে দুটি মরদেহ ভাসতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেন। পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে এবং সেন্ট মার্টিন দ্বীপে স্বজনদের খবর দেয়।

দুপুরে টেকনাফের শাহপরীর দ্বীপের জেটিতে এসে স্বজনেরা মরদেহ দুটি গ্রহণ করেন বলে জানান সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মুজিবুর রহমান।

গত বুধবার বেলা আড়াইটার দিকে টেকনাফ থেকে নিত্যপণ্য ও যাত্রী নিয়ে এফবি সাদ্দাম নামের একটি ট্রলার সেন্ট মার্টিন দ্বীপ যাওয়ার পথে বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে ডুবে যায়। ট্রলারটিতে ৬ জন মাঝিমাল্লা এবং ১২ জন যাত্রী ছিলেন।

ঘটনার পরপরই সেন্ট মার্টিন ঘাট থেকে কয়েকটি ফিশিং ট্রলার, কয়েকটি স্পিডবোট সাগরে উদ্ধার তৎপরতা শুরু করে। উদ্ধারকারীরা ট্রলারের ১১ যাত্রীকে উদ্ধার করতে পারলেও নুর মোহাম্মদ সৈকত (২২) নামের এক তরুণ নিখোঁজ হন। এই তরুণকে উদ্ধার করতে গিয়ে মো. ফাহাদ ও মো. ইসমাইল স্পিডবোট নিয়ে সাগরে ডুবে যান।

আচরণবিধি লঙ্ঘন করায় বিএনপির প্রার্থীকে ৫০ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামে হৃদরোগবিষয়ক সম্মেলন শুরু ১৫ ডিসেম্বর

‘গুলি কর’ বলে কাস্টমস কর্মকর্তাদের ওপর হামলার ঘটনায় ২ ভাড়াটে গ্রেপ্তার

মিরসরাইয়ে বিএনপি দুই পক্ষের সংঘর্ষ, জুলাই মঞ্চ নেতার মৃত্যু

মিয়ানমারে পাচারের সময় ৬০০ বস্তা সিমেন্টসহ আটক ১১

কারাবন্দী যুবক ও দুই জুলাই যোদ্ধার বিরুদ্ধে চাঁদাবাজির ‘মিথ্যা মামলা’ দেওয়ার অভিযোগ

যমুনা অয়েল: ৬ দায়িত্বে এক কর্মকর্তা, দুর্নীতির অভিযোগ

সুষ্ঠু নির্বাচন করার সক্ষমতার শঙ্কা দূর হচ্ছে না: দেবপ্রিয় ভট্টাচার্য

চট্টগ্রামে কুকুরকে গাড়িচাপায় হত্যা, ডিসি বাসভবনের প্রহরীসহ ২ জনের বিরুদ্ধে মামলার নির্দেশ

চাঁদাবাজি নিয়ে নৌ উপদেষ্টার বক্তব্যের ব্যাখ্যা চাইলেন চসিক মেয়র