হোম > সারা দেশ > কক্সবাজার

বঙ্গোপসাগরে ট্রলার ও স্পিডবোটডুবি: নিখোঁজ ২ জনের মরদেহ উদ্ধার   

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফ-সেন্ট মার্টিন নৌরুটে ফিশিং ট্রলার ও স্পিডবোটডুবির ঘটনায় নিখোঁজ তিনজনের মধ্যে দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার সকালে টেকনাফের শাহপরীর দ্বীপ পশ্চিমে সৈকত এলাকায় এই দুজনের মরদেহ ভেসে আসে।

নিহত ব্যক্তিরা হলেন মো. ফাহাদ (২৮) ও মো. ইসমাইল (২৭)। তাঁরা সেন্ট মার্টিন দ্বীপের কোনার পাড়ার বাসিন্দা। এ দুজন স্পিডবোটে করে ট্রলারের নিখোঁজ যাত্রীকে উদ্ধারে সাগরে নেমেছিলেন।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওসমান গনি এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সকালে সমুদ্রসৈকতে দুটি মরদেহ ভাসতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেন। পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে এবং সেন্ট মার্টিন দ্বীপে স্বজনদের খবর দেয়।

দুপুরে টেকনাফের শাহপরীর দ্বীপের জেটিতে এসে স্বজনেরা মরদেহ দুটি গ্রহণ করেন বলে জানান সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মুজিবুর রহমান।

গত বুধবার বেলা আড়াইটার দিকে টেকনাফ থেকে নিত্যপণ্য ও যাত্রী নিয়ে এফবি সাদ্দাম নামের একটি ট্রলার সেন্ট মার্টিন দ্বীপ যাওয়ার পথে বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে ডুবে যায়। ট্রলারটিতে ৬ জন মাঝিমাল্লা এবং ১২ জন যাত্রী ছিলেন।

ঘটনার পরপরই সেন্ট মার্টিন ঘাট থেকে কয়েকটি ফিশিং ট্রলার, কয়েকটি স্পিডবোট সাগরে উদ্ধার তৎপরতা শুরু করে। উদ্ধারকারীরা ট্রলারের ১১ যাত্রীকে উদ্ধার করতে পারলেও নুর মোহাম্মদ সৈকত (২২) নামের এক তরুণ নিখোঁজ হন। এই তরুণকে উদ্ধার করতে গিয়ে মো. ফাহাদ ও মো. ইসমাইল স্পিডবোট নিয়ে সাগরে ডুবে যান।

মিরসরাইয়ে বিপিসির পাইপলাইন থেকে তেল চুরি: তদন্ত কমিটি গঠন, থানায় মামলা, গ্রেপ্তার ১

ডিসি পার্কে মাসব্যাপী ফুল উৎসব শুরু: ১৪০ প্রজাতির দেশি-বিদেশি ফুলের সমাহার

বাসচালকের জেদে বেপরোয়া গতি, আগুনে পুড়ল দুই শিশুসহ চার প্রাণ

চট্টগ্রামে ৩৫ সোনার বার ছিনতাই: চাকরিচ্যুত পুলিশ সদস্যসহ গ্রেপ্তার ৬

চট্টগ্রাম-১৪ আসনের বিএনপি প্রার্থীর সমন্বয়কারীর গাড়ি ভাঙচুর, গুলি

চট্টগ্রামে কাবিনের দিন কনের বাড়িতে পৌঁছাল বরের মৃত্যুর খবর

অগ্রণী ব্যাংক: বন্ধকি সম্পত্তি গোপনে বিক্রি ব্যাংকের ৩২৬ কোটি ঝুঁকিতে

চট্টগ্রাম-১৪ আসন: দেড় বছরে বিএনপির প্রার্থী জসিমের সম্পদ ২১ থেকে ৪১ কোটি

সুড়ঙ্গ খুঁড়ে পাইপলাইনের তেল চুরির চেষ্টা, চাপ সামলাতে না পেরে পালালেন যুবক

আরএসআরএমের কারখানা উচ্ছেদ করল চা বোর্ড