হোম > সারা দেশ > নোয়াখালী

হাতিয়ায় লাইটার জাহাজ থেকে পড়ে মেঘনায় তরুণ নিখোঁজ

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি

নোয়াখালীর হাতিয়ায় লাইটার জাহাজ থেকে পড়ে মো. রাকিব হোসেন (১৮) নামে এক তরুণ নিখোঁজ হয়েছেন। গতকাল শুক্রবার উপজেলার ভাসানচর এলাকায় মেঘনা নদীতে এ ঘটনা ঘটে। 

নিখোঁজ রাকিব হাতিয়ার জাহাজমারা ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের মৃত দুলাল উদ্দিনের ছেলে। তিনি এফবি সানি-৫ নামের একটি জাহাজে খালাসি হিসেবে কর্মরত ছিলেন। তাঁর নিখোঁজের তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন হাতিয়ার নলচিরা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. সফিকুর রহমান খান। 

জাহাজের কোয়াটার মাস্টার মামুন জানান, গতকাল জাহাজটি চট্টগ্রাম থেকে গম নিয়ে ঢাকায় যাচ্ছিল। ভাসানচরের পূর্ব পাশে এলে মেঘনা নদীতে বৈরী আবহাওয়ার মধ্যে পড়ে। এ সময় রাকিব জাহাজের পাশ দিয়ে হাঁটাহাঁটি করতে গিয়ে ঢেউয়ের আঘাতে সাগরে পড়ে যান। 

ঘটনার পরপরই খোঁজাখুঁজি করে রাকিবকে পাওয়া যায়নি। সাগর উত্তাল থাকায় তাঁকে ভালোভাবে খোঁজা যায়নি। পরে জাহাজ ভাসানচর চলে আসে বলে জানান কোয়াটার মাস্টার মামুন। 

রাকিবের মামতো ভাই রাসেল জানান, রাকিব সাগরে পড়ে নিখোঁজ হওয়ার ঘটনাটি মোবাইল ফোনে জাহাজ থেকে লোকজন পরিবারকে জানিয়েছে। তাঁর বাবা বেঁচে নেই। তাঁরা দুই ভাই, অন্য ভাই জাহাজের সুকানি হিসাবে কাজ করেন। 

এ বিষয়ে নলচিরা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. সফিকুর রহমান খান বলেন, ‘এফবি সানি-৫ জাহাজের কোয়াটার মাস্টার মামুনের সঙ্গে কথা হয়েছে। নিখোঁজ রাকিবের সন্ধানে আমরা চেষ্টা করছি। ভাসানচর কোস্টগার্ডকে জানানো হয়েছে। গতকাল সকাল থেকে নদী উত্তাল রয়েছে। নৌযান চলাচল একেবারে বন্ধ। এ কারণে রাকিবকে উদ্ধারে নদীতে যাওয়া যাচ্ছে না।’

জেসিআই বাংলাদেশের ডেপুটি প্রেসিডেন্ট শান শাহেদ

সুন্দরবনে দুর্ঘটনায় পতিত পর্যটকবাহী জাহাজ থেকে পর্যটকদের উদ্ধার

বিএনপি প্রার্থীর এনআইডিতে স্নাতক, হলফনামায় এইচএসসি

রাউজানে একই আসনে বিএনপি মনোনীত দুই প্রার্থীই বৈধ

চবি ভর্তি পরীক্ষা: মেয়েকে হলে পাঠিয়ে বাবার চিরবিদায়

এনডিএফের আনিসুল ইসলামের মনোনয়নপত্র বাতিল

পারকি সৈকতে দুই কচ্ছপের মরদেহ

চট্টগ্রামে বিএনপি নেতাকে ছুরিকাঘাত

চসিকের ময়লাবাহী ট্রাকের ধাক্কায় কনস্টেবল নিহত

আগামীর বাংলাদেশ হবে রেইনবো নেশন: আমীর খসরু