হোম > সারা দেশ > কক্সবাজার

কক্সবাজার-১: বর্তমান সংসদ সদস্যের সঙ্গে ছেলেও স্বতন্ত্র প্রার্থী

বাপ্পী শাহরিয়ার, চকরিয়া (কক্সবাজার)

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে বর্তমান সংসদ সদস্য জাফর আলম ও তাঁর ছেলে তানভীর আহমদ সিদ্দিকী তুহিন মনোনয়নপত্র জমা দিয়েছেন। গতকাল বৃহস্পতিবার চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে তাঁরা মনোনয়নপত্র জমা দেন। 

চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাফর আলম আওয়ামী লীগের মনোনয়নবঞ্চিত হয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে নেমেছেন। কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সালাহ উদ্দীন আহমদকে আওয়ামী লীগের মনোনয়ন দেওয়া হয়েছে । 

আওয়ামী লীগের নেতা-কর্মীরা বলছেন, বর্তমান সংসদ সদস্য জাফর আলম দলীয় চাপের কারণে ভোট করতে না পারলে ছেলেকে দিয়ে ভোট করাতে কৌশল করে বাবা-ছেলে মনোনয়নপত্র জমা দিয়েছেন। বাবা-ছেলে প্রার্থী হওয়ায় সাধারণ ভোটারদের মধ্যে নানা আলোচনা চলছে। 

জাফর আলম চকরিয়া উপজেলা পরিষদের সাবেক উপজেলা চেয়ারম্যান ও চকরিয়া পৌরসভার মেয়র ছিলেন। এ ছাড়াও তিনি ২০১৪ সালে প্রথমবার আওয়ামী লীগের মনোনয়ন পান, পরে জোটগতভাবে আসনটি জাতীয়পার্টিকে ছেড়ে দেওয়া হয়। পরে ২০১৮ সালে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে সংসদ সদস্য হন। 

দলীয় লোকজনের ওপর অত্যাচার-নির্যাতন, জমি ও চিংড়িঘের দখল, দলীয় প্রার্থীর বিরুদ্ধে পছন্দের লোক দাঁড় করানো, অস্ত্রধারী নিয়ে মিছিল করে সমালোচিত হয়ে এবার মনোনয়নবঞ্চিত হন বর্তমান সংসদ সদস্য জাফর আলম। 

এ বিষয়ে কথা বলতে সংসদ সদস্য জাফর আলমের মোবাইলফোনে আজ শুক্রবার বিকেলে কল করা হলেও তিনি ধরেননি। তবে বাবার সঙ্গে মনোনয়নপত্র জমা দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন তানভীর আহমদ সিদ্দিকী তুহিন। 

তিনি বলেন, ‘আমার বাবা ও আমি দুজনই স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছি। শেষ পর্যন্ত বাবা থাকতে পারেন; অথবা দুজনই থাকব। সেটা জানতে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে। অবশ্যই চমক হবে।’

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত

ফটিকছড়িতে গুলিতে নিহত ১

মিরসরাইয়ে পুলিশ পরিচয়ে পোলট্রি ফার্মে ঢুকে ডাকাতি, মোটরসাইকেলসহ মালপত্র লুট

শিক্ষককে হেনস্তার পর টেনেহিঁচড়ে প্রক্টর অফিসে নিয়ে গেলেন চাকসুর শিবির নেতারা

প্রভাবশালী ব্যবসায়ী থেকে ঋণখেলাপি, ৫০ বছরের বন্ধুত্বে ফাটল