হোম > সারা দেশ > ব্রাহ্মণবাড়িয়া

হেলিকপ্টারে চড়ে ২ মিনিটে কনের বাড়িতে প্রবাসী কাউছার

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

মায়ের স্বপ্ন পূরণ করতে দুই লাখ টাকা খরচ করে হেলিকপ্টারে চড়ে কনের বাড়ি গেলেন ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সৌদিপ্রবাসী কাউছার আহমেদ। আজ বুধবার দুপুরে হেলিকপ্টারটি বরকে নিয়ে উপজেলার বরইচারা গ্রাম থেকে মাত্র দুই মিনিটে একই উপজেলার অরুয়াইল আবদুস সাত্তার কলেজ মাঠে গিয়ে পৌঁছায়। 

হেলিকপ্টার থেকে নেমে মোটরসাইকেলে করে কনের বাড়ি যান বর। বিয়ের আনুষ্ঠানিকতা শেষে নববধূকে নিয়ে আবার হেলিকপ্টারে চড়ে নিজ গ্রামে ফিরে আসেন। এ সময় বরের সঙ্গে ছিলেন বড় ভাই হেলাল উদ্দিন ও ভাইয়ের স্ত্রী রিপা আক্তার। 

বর কাউছার আহমেদ সরাইল উপজেলার পাকশিমুল ইউনিয়নের বরইচারা গ্রামের বাচ্ছু মিয়ার দ্বিতীয় ছেলে। আর কনে সুমাইয়া আক্তার (১৯)। তিনি উপজেলার অরুয়াইল ইউনিয়নের বাদে অরুয়াইল গ্রামের গ্রিস প্রবাসী সফি উল্লাহর মেয়ে। 
 
এদিকে বিয়ের এমন আয়োজন দেখে অবাক গ্রামবাসী। তারা বলেন, এই অঞ্চলে এ ধরনের বিয়ে এটাই প্রথম। এর আগে কোনো দিন এ রকম রাজকীয় বিয়ে হয়নি। বরের বাড়ি থেকে কনের বাড়ির দূরত্ব মাত্র তিন কিলোমিটার। এতটুকু রাস্তা হেঁটে যেতে সর্বোচ্চ ৩০ মিনিট সময় লাগার কথা। এত অল্প দূরত্বের পথে এই আয়োজন সত্যি ব্যতিক্রম। 

বরের বাবা বাচ্ছু মিয়া জানান, তার স্ত্রী পারভিন বেগমের শখ ছিল ছোট ছেলে কাউছার আহমেদকে হেলিকপ্টারে করে বিয়ে করাবেন। পারভিন বেগম করোনার সময়ে মারা গেছে। তাঁর ইচ্ছা পূরণ করতেই এই আয়োজন করেন। তিনি মনে করেন, এই আয়োজনের মধ্য দিয়ে তার প্রয়াত স্ত্রীর শখ পূরণ হয়েছে। এই বিয়েতে বরযাত্রী গিয়েছেন ২৫০ জন। এদের নৌকায় ও মোটরসাইকেলে কনের বাড়িতে পাঠানো হয় বরে জানান তিনি। 

বর কাউছার আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ‘আমি দীর্ঘদিন ধরে সৌদি আরবে ব্যবসার করছি। মায়ের শখ ছিল হেলিকপ্টারে করে বিয়ে করতে যাব। মা নাই, কিন্তু মায়ের শখ পূরণ করতে পেরে অনেক ভালো লাগছে। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’

মিরসরাইয়ে বিপিসির পাইপলাইন থেকে তেল চুরি: তদন্ত কমিটি গঠন, থানায় মামলা, গ্রেপ্তার ১

ডিসি পার্কে মাসব্যাপী ফুল উৎসব শুরু: ১৪০ প্রজাতির দেশি-বিদেশি ফুলের সমাহার

বাসচালকের জেদে বেপরোয়া গতি, আগুনে পুড়ল দুই শিশুসহ চার প্রাণ

চট্টগ্রামে ৩৫ সোনার বার ছিনতাই: চাকরিচ্যুত পুলিশ সদস্যসহ গ্রেপ্তার ৬

চট্টগ্রাম-১৪ আসনের বিএনপি প্রার্থীর সমন্বয়কারীর গাড়ি ভাঙচুর, গুলি

চট্টগ্রামে কাবিনের দিন কনের বাড়িতে পৌঁছাল বরের মৃত্যুর খবর

অগ্রণী ব্যাংক: বন্ধকি সম্পত্তি গোপনে বিক্রি ব্যাংকের ৩২৬ কোটি ঝুঁকিতে

চট্টগ্রাম-১৪ আসন: দেড় বছরে বিএনপির প্রার্থী জসিমের সম্পদ ২১ থেকে ৪১ কোটি

সুড়ঙ্গ খুঁড়ে পাইপলাইনের তেল চুরির চেষ্টা, চাপ সামলাতে না পেরে পালালেন যুবক

আরএসআরএমের কারখানা উচ্ছেদ করল চা বোর্ড