হোম > সারা দেশ > ফেনী

স্কুলছাত্রকে মারধর ও ভিডিও ধারণ, কিশোর গ্যাংয়ের ৩ সদস্য গ্রেপ্তার

দাগনভূঞা (ফেনী) প্রতিনিধি

ফেনীতে স্কুলছাত্রকে মারধর ও সেই ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেওয়ার ঘটনায় কিশোর গ্যাংয়ের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় ভুক্তভোগী স্কুলছাত্রের মা থানায় মামলা দায়ের করলে, আজ শনিবার সকালে পুরোনো পুলিশ কোয়ার্টার এলাকা থেকে ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়। 

পুলিশ বলছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে কয়েকজন কিশোর ফেনী মডেল হাইস্কুলের এক ছাত্রকে মারধর করতে দেখা যায়। স্থানটি শহরের ডাক্তারপাড়ার হায়দার ক্লিনিকের পাশের খালি জায়গায়। ভিডিওটি নজরে আসে। এ ঘটনায় ভুক্তভোগী আমিরুল হুদা মুবিনের মা পারভীন আক্তার ১১ জনের নাম উল্লেখ করে ফেনী মডেল থানায় মামলা করে। এরই ধারাবাহিকতায় আজ শনিবার সকালে ‘এফসিবি’ নামের কিশোর গ্যাংয়ের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের বরাত দিয়ে পুলিশ বলছে, শহরের ফালাহিয়া মাদ্রাসা, শাহীন একাডেমি, হলি ক্রিসেন্ট, সেন্ট্রাল স্কুল, মডেল স্কুলসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এলাকায় প্রভাব বিস্তার করতে কিশোর গ্যাংয়ের গ্রুপ চালায়। 

এ বিষয়ে ফেনী জেলা পুলিশ সুপার (এসপি) জাকির হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘কিশোর অপরাধ দমনে পুলিশ জিরো টলারেন্সে রয়েছে। যেসব ঘটনায় মামলা হয়, সে মামলায় এজাহারভুক্ত আসামিদের গ্রেপ্তার করা হচ্ছে। অপর আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে।’

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহতের হার ২৯ শতাংশ বৃদ্ধি, অর্ধেকই পথচারী

ভবন পরিকল্পনা অনুমোদনে ঘুষ দাবি, সিডিএ কার্যালয়ে দুদকের অভিযান

ফটিকছড়িতে ইজিবাইক উল্টে নারী নিহত

বসতঘরে আগুনে প্রাণ গেল দাদি-নাতনির

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে অগ্নিসংযোগ: চার দিন পর হত্যা মামলা

চট্টগ্রামের ১৬ আসনের ৭টিতে বিএনপির চ্যালেঞ্জ বিএনপিই

চুরির স্বর্ণালংকার বিক্রির টাকায় রয়েল এনফিল্ড মোটরসাইকেল, গ্রেপ্তার ৪

হাতিয়ায় চর দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ-গোলাগুলি, নিহত ৫

চালককে শ্বাসরোধ করে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা, পটিয়ায় জনতার হাতে যুবক আটক

২৭-৩০ ডিসেম্বর রাতে কর্ণফুলী টানেলে নিয়ন্ত্রিত হবে যান চলাচল