ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জের বগইর এলাকায় মোটরসাইকেল আরোহীকে রক্ষা করতে গিয়ে বাস খাদে পড়ে ১০ জন যাত্রী আহত হয়েছেন। আজ শনিবার সকালে দুর্ঘটনাটি ঘটে।
জানা যায়, উপজেলার বগইর বাসস্টেশনে একজন মোটরসাইকেল আরোহী রাস্তা পারাপার হওয়ার সময় ঢাকা থেকে সিলেটগামী আল মোবারাকা বাসটির সামনে চলে আসে। বাস চালক ওই আরোহীকে রক্ষা করতে গিয়ে দক্ষিণ পাশের একটি চাতাল কলের সামনের খাদে পড়ে যায়। এতে বাসটি উল্টে গিয়ে চালকসহ ১০ জন গুরুতর আহত হন।
ওসি আরও বলেন, আহত যাত্রীদের মধ্যে একজন মাথায় আঘাত পেয়েছেন। বাকিদের আঘাত তেমন গুরুতর নয়।