হোম > সারা দেশ > চাঁদপুর

ঈদ উপলক্ষে চাঁদপুরের তিন নদীর মোহনায় পর্যটকের ঢল

চাঁদপুর প্রতিনিধি

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে চাঁদপুরে তিন নদীর মোহনায় অবস্থিত বড়স্টেশন মোলহেড এলাকায় ভিড় করছেন পর্যটকেরা। ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে চাঁদপুরসহ পার্শ্ববর্তী বিভিন্ন জেলার মানুষ এখানে ঘুরতে আসছেন। মনোমুগ্ধকর প্রাকৃতিক পরিবেশে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এখানে সময় কাটাচ্ছেন আগত দর্শনার্থীরা। 

মূলত চাঁদপুরের মেঘনা, ডাকাতিয়া আর পদ্মার মোহনায় গড়ে উঠেছে শহরের বড় স্টেশন মোলহেড এলাকাটি। 

ঈদের দিন বিকেল থেকে আজ শনিবার দুপুরে এ প্রতিবেদন লেখা পর্যন্ত মোলহেডে হাজার হাজার মানুষ পরিবার-পরিজন নিয়ে ঘুরেফিরে সময় কাটাতে দেখা গেছে। কেউ কেউ নিজস্ব ক্যামেরা কিংবা মোবাইল ফোনে বিভিন্ন ভঙ্গিতে ছবি তুলছেন। আবার কেউ ট্রলারে করে মিনি কক্সবাজার নামে পরিচিত মেঘনার বালুচরে ঘুরতে যাচ্ছেন। 

ঢাকা থেকে স্ত্রী-সন্তান নিয়ে ঘুরতে আসা ফখরুল ইসলাম বলেন, ‘ঈদের দিনটি ঢাকায় কাটিয়েছি। চাঁদপুরের তিন নদীর মোহনা বড়স্টেশন মোলহেডের কথা শুনেছিলাম, তাই ঈদ উপলক্ষে পরিবার নিয়ে এখানে ঘুরতে এসেছি। এই জায়গা আসলেই অনেক সুন্দর। আমার স্ত্রী ও ছেলে এখানে এসে অনেক খুশি হয়েছে।’ 

লক্ষ্মীপুর জেলার রায়পুর থেকে আসা মিশকাত আক্তার বলেন, ‘স্বামীকে নিয়ে মোলহেডে ঘুরতে এসেছি। যদিও এখানে মানুষের অনেক ভিড়। কিন্তু তার মধ্যেও এখানে এসে বেশ ভালো লেগেছে। বিশেষ করে এখানে নৌকায় ঘুরে অনেক আনন্দ পেয়েছি আমরা।’ 

চাঁদপুরের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘চাঁদপুর বেশ কয়েকটি পর্যটনকেন্দ্র রয়েছে। এর মধ্যে ঈদ উপলক্ষে তিন নদীর মোহনায় মানুষের সমাগম সবচেয়ে বেশি ঘটে। এসব পর্যটনকেন্দ্রে মানুষের সার্বিক নিরাপত্তায় পর্যাপ্ত পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন। একজন পর্যটকও যাতে হয়রানি শিকার না হন, বিষয়টি মাথায় রেখে আমাদের পরিকল্পনা সাজানো হয়েছে।’

মিরসরাইয়ে বিপিসির পাইপলাইন থেকে তেল চুরি: তদন্ত কমিটি গঠন, থানায় মামলা, গ্রেপ্তার ১

ডিসি পার্কে মাসব্যাপী ফুল উৎসব শুরু: ১৪০ প্রজাতির দেশি-বিদেশি ফুলের সমাহার

বাসচালকের জেদে বেপরোয়া গতি, আগুনে পুড়ল দুই শিশুসহ চার প্রাণ

চট্টগ্রামে ৩৫ সোনার বার ছিনতাই: চাকরিচ্যুত পুলিশ সদস্যসহ গ্রেপ্তার ৬

চট্টগ্রাম-১৪ আসনের বিএনপি প্রার্থীর সমন্বয়কারীর গাড়ি ভাঙচুর, গুলি

চট্টগ্রামে কাবিনের দিন কনের বাড়িতে পৌঁছাল বরের মৃত্যুর খবর

অগ্রণী ব্যাংক: বন্ধকি সম্পত্তি গোপনে বিক্রি ব্যাংকের ৩২৬ কোটি ঝুঁকিতে

চট্টগ্রাম-১৪ আসন: দেড় বছরে বিএনপির প্রার্থী জসিমের সম্পদ ২১ থেকে ৪১ কোটি

সুড়ঙ্গ খুঁড়ে পাইপলাইনের তেল চুরির চেষ্টা, চাপ সামলাতে না পেরে পালালেন যুবক

আরএসআরএমের কারখানা উচ্ছেদ করল চা বোর্ড