হোম > সারা দেশ > চট্টগ্রাম

কর্ণফুলীতে ড্রেজিং: চন্দ্রঘোনা-রাইখালী নৌরুটে ফেরি চলাচল বন্ধ

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি 

চন্দ্রঘোনা ফেরিঘাট। মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় তোলা। ছবি: আজকের পত্রিকা

কর্ণফুলী নদীতে নাব্যসংকটের কারণে আজ মঙ্গলবার (১৩ মে) ভোর ৬টা থেকে চন্দ্রঘোনা-রাইখালী নৌ-রুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। আগামী রোববার (১৮ মে) ভোর ৫টা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছেন রাঙ্গামাটি সড়ক ও জনপথ বিভাগের (সওজ) নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা।

গতকাল সোমবার (১২ মে) রাতে মুঠোফোনে এই প্রতিবেদককে তিনি জানান, কর্ণফুলী নদীতে ড্রেজিংয়ের জন্য ফেরি চলাচলে সাময়িক বিরতি দিতে হয়েছে। এর আগেই চালক ও যাত্রীদের বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়েছিল। তিনি বিকল্প পথ হিসেবে চট্টগ্রামের রাঙ্গুনিয়া-পদুয়া-সুখবিলাস সড়ক (কালিন্দী রাণী সড়ক) ব্যবহারের অনুরোধ জানান।

মঙ্গলবার সকালে চন্দ্রঘোনা ফেরিঘাটে গিয়ে কথা হয় সওজ রাঙ্গামাটির উপবিভাগীয় প্রকৌশলী (কারখানা বিভাগ) রনেল চাকমা ও উপসহকারী প্রকৌশলী কীর্তি নিশান চাকমার সঙ্গে। তাঁরা জানান, শুষ্ক মৌসুমে ফেরিতে ওঠার পন্টুনের নিচে চর জমে যায়, এতে যানবাহন পারাপারে বিঘ্ন ঘটে। ড্রেজিংয়ের কাজ শেষ হলেই ফেরি চলাচল আবার শুরু হবে বলে তাঁরা আশাবাদ জানান।

চন্দ্রঘোনা ফেরিঘাট। মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় তোলা।

ফেরির চালক আমিনুল হক বলেন, ‘ড্রেজিংয়ের কারণে পাঁচ দিন ফেরি চলাচল বন্ধ থাকবে। আশা করছি নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হবে।’

প্রসঙ্গত, রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়নের রাইখালী ফেরিঘাট ও চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়নের ফেরিঘাট হয়ে কর্ণফুলী নদী দিয়ে প্রতিদিন শত শত যাত্রীবাহী ও পণ্যবাহী ভারী, হালকা ও মাঝারি যানবাহন চলাচল করে। নৌ-রুটটি দক্ষিণ চট্টগ্রাম ও পার্বত্যাঞ্চলের মানুষের জন্য গুরুত্বপূর্ণ।

চট্টগ্রামে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুনের অভিযোগ

বিষপানে গৃহবধূর মৃত্যু, হাসপাতালে দেওয়া ভিডিও বার্তায় স্বামী-শাশুড়ির বিরুদ্ধে অভিযোগ

চট্টগ্রামে হাসনাত আবদুল্লাহর ওপর হামলা নিয়ে যা বললেন বিএনপি প্রার্থী

এনসিপি নেতার ওপর হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ বৈষম্যবিরোধীদের, ১০ কিমি যানজট

চট্টগ্রামে ‘দুষ্কৃতকারী’র তালিকায় সাবেক মন্ত্রী–মেয়র, আ.লীগ–বিএনপি নেতা, আছেন চিন্ময় কৃষ্ণও

চট্টগ্রাম নগরীতে নিষিদ্ধ ৩৩০ ‘দুষ্কৃতকারী’, কারা তারা

‘ব্যাংক অ্যাকাউন্ট নেই’ দাবি করা জামায়াত প্রার্থী শাহজাহান চৌধুরীর ব্যাংকে ১০ লাখ টাকা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভুয়া শিক্ষার্থী আটক

চট্টগ্রাম রেলওয়ে: ল্যান্ডক্রুজারে অফিসে যান দ্বিতীয় শ্রেণির কর্মচারী

রাষ্ট্রের ক্ষমতা কমিয়ে জনগণের বাড়াতে হবে: আমীর খসরু