হোম > সারা দেশ > চট্টগ্রাম

কর্ণফুলীতে ড্রেজিং: চন্দ্রঘোনা-রাইখালী নৌরুটে ফেরি চলাচল বন্ধ

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি 

চন্দ্রঘোনা ফেরিঘাট। মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় তোলা। ছবি: আজকের পত্রিকা

কর্ণফুলী নদীতে নাব্যসংকটের কারণে আজ মঙ্গলবার (১৩ মে) ভোর ৬টা থেকে চন্দ্রঘোনা-রাইখালী নৌ-রুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। আগামী রোববার (১৮ মে) ভোর ৫টা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছেন রাঙ্গামাটি সড়ক ও জনপথ বিভাগের (সওজ) নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা।

গতকাল সোমবার (১২ মে) রাতে মুঠোফোনে এই প্রতিবেদককে তিনি জানান, কর্ণফুলী নদীতে ড্রেজিংয়ের জন্য ফেরি চলাচলে সাময়িক বিরতি দিতে হয়েছে। এর আগেই চালক ও যাত্রীদের বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়েছিল। তিনি বিকল্প পথ হিসেবে চট্টগ্রামের রাঙ্গুনিয়া-পদুয়া-সুখবিলাস সড়ক (কালিন্দী রাণী সড়ক) ব্যবহারের অনুরোধ জানান।

মঙ্গলবার সকালে চন্দ্রঘোনা ফেরিঘাটে গিয়ে কথা হয় সওজ রাঙ্গামাটির উপবিভাগীয় প্রকৌশলী (কারখানা বিভাগ) রনেল চাকমা ও উপসহকারী প্রকৌশলী কীর্তি নিশান চাকমার সঙ্গে। তাঁরা জানান, শুষ্ক মৌসুমে ফেরিতে ওঠার পন্টুনের নিচে চর জমে যায়, এতে যানবাহন পারাপারে বিঘ্ন ঘটে। ড্রেজিংয়ের কাজ শেষ হলেই ফেরি চলাচল আবার শুরু হবে বলে তাঁরা আশাবাদ জানান।

চন্দ্রঘোনা ফেরিঘাট। মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় তোলা।

ফেরির চালক আমিনুল হক বলেন, ‘ড্রেজিংয়ের কারণে পাঁচ দিন ফেরি চলাচল বন্ধ থাকবে। আশা করছি নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হবে।’

প্রসঙ্গত, রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়নের রাইখালী ফেরিঘাট ও চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়নের ফেরিঘাট হয়ে কর্ণফুলী নদী দিয়ে প্রতিদিন শত শত যাত্রীবাহী ও পণ্যবাহী ভারী, হালকা ও মাঝারি যানবাহন চলাচল করে। নৌ-রুটটি দক্ষিণ চট্টগ্রাম ও পার্বত্যাঞ্চলের মানুষের জন্য গুরুত্বপূর্ণ।

চট্টগ্রামে ঝুলে আছে একটি আসন, অপেক্ষায় বিএনপির ১১ মনোনয়নপ্রত্যাশী

চট্টগ্রামে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল জিপিএইচ ইস্পাত

বান্ধবীর সঙ্গে দেখা করতে এসে গ্রেপ্তার ছাত্রলীগ কর্মী

হাদি হত্যাকাণ্ড: চট্টগ্রামে নিউমার্কেট চত্বরে ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচি চলছে, সড়কে যানজট

এক হাজার লিটার ডিজেল, ৬৫০ বস্তা সিমেন্টসহ আটক ১১

সেন্ট মার্টিনগামী জাহাজে আগুন, এক কর্মচারী নিহত; ১৫ জন জীবিত উদ্ধার

সীতাকুণ্ডে জমির সীমানা নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ

চট্টগ্রামে হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের বিক্ষোভ

চেসকোড বিজয় দিবস আন্তর্জাতিক দাবায় চ্যাম্পিয়ন রবিউল

লাঠিতে ভর দিয়ে করতে হয় যাতায়াত, একই পরিবারে ছয় প্রতিবন্ধীর মানবেতর জীবন