হোম > সারা দেশ > নোয়াখালী

নোয়াখালীতে নারীর পেটে মিলল আড়াই হাজার ইয়াবা

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌর এলাকায় অভিযান চালিয়ে নাজু আক্তার (৩৩) ও এরশাদুল আলম (২৬) নামের দুজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে জিজ্ঞাসাবাদে আটক নারীর পেটে ইয়াবা রয়েছে জানালে এক্স-রের মাধ্যমে নিশ্চিত হয়ে ২ হাজার ৪৫০টি ইয়াবা উদ্ধার করা হয়।

আজ রোববার সকালে উপজেলার চৌমুহনী পৌরসভার দক্ষিণ হাজীপুর এলাকায় চেকপোস্ট বসিয়ে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস থেকে তাঁদের আটক করা হয়।

আটক দুজন হলেন বেগমগঞ্জের ছয়ানী ইউনিয়নের ভবানী জীবনপুর গ্রামের বাসিন্দা নাজু আক্তার ও কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের পশ্চিম শিকদার-লিচুয়াপ্রাং এলাকার এরশাদুল আলম।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আবদুল হামিদ বিষয়টি নিশ্চিত করে বলেন, কক্সবাজার থেকে ইয়াবার একটি চালান নোয়াখালীতে আসবে এমন তথ্যের ভিত্তিতে সন্দেহভাজন দুজনের ওপর নজরদারি রাখা হয়। গতকাল শনিবার রাতে কক্সবাজার থেকে চট্টগ্রাম এসে গাড়ি পরিবর্তন করে একটি যাত্রীবাহী বাসে উঠে তাঁরা নোয়াখালীর চৌমুহনী যাচ্ছিলেন। তাঁদের বাসটি চৌমুহনী পৌর এলাকার দক্ষিণ হাজীপুর পৌঁছালে তল্লাশি চৌকি বসিয়ে সেটির গতিরোধ করা হয়।

পরে বাস থেকে সন্দেহভাজন এক নারীসহ দুজনকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে ওই নারীর পেটে ইয়াবা রয়েছে বলে তিনি স্বীকার করেন। তাঁদের মাইজদীর একটি প্রাইভেট হাসপাতালে নেওয়া হয়। ওই হাসপাতালে নারীর পেট অপারেশন করে ভেতরে অনেকগুলো পলি প্যাকেট দেখা যায়।

ওষুধ সেবনের মাধ্যমে বিশেষ প্রক্রিয়ায় পেট থেকে ৪৯টি পলি প্যাকে থাকা ২ হাজার ৪৫০টি ইয়াবা জব্দ করা হয়। তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সুধারাম মডেল থানায় মামলা করা হয়েছে। স্বামী-স্ত্রী পরিচয়দানকারী ওই দুজনকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

ওসমান হাদি হত্যার বিচারের দাবি চবির আধিপত্যবাদবিরোধী শিক্ষক ঐক্যের

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: মামলা হয়নি, নাশকতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ মেলেনি

কর্ণফুলীতে ট্রাফিক পুলিশের ওপর হামলা, আটক ১০

রাউজানে বাইরে থেকে দরজা বন্ধ করে ৩ বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ

কুমিল্লায় একাধিক মামলার আসামি শামীম গ্রেপ্তার

চট্টগ্রামে ওসমান হাদির গায়েবানা জানাজা

লক্ষ্মীপুরে মাটি খুঁড়ে মিলল চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র, যুবক গ্রেপ্তার

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত

আনিসুল ইসলামের গ্রামের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশন ও মিডিয়া ভবনে নিরাপত্তা জোরদার