হোম > সারা দেশ > চট্টগ্রাম

‘গরিব বলে আইসিইউর অভাবে মারা যাবে খালেদা?’

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম: চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা ইউনিটের (আইসিইউ) ১০টি শয্যার বিপরীতে খালি আছে পাঁচটি। অথচ ওই হাসপাতালেই আইসিইউর অভাবে মৃত্যুর প্রহর গুনছেন পোশাককর্মী খালেদা (৩৫)। তিনি বর্তমানে ভর্তি আছেন ওই হাসপাতালের ১৩ নম্বর ওয়ার্ডের ৪৬ নম্বর শয্যায়।

শুধু চমেকে নয়, চট্টগ্রাম জেনারেল হাসপাতালে খালি আছে চারটি আইসিইউর শয্যা। অথচ ওই হাসপাতাল কর্তৃপক্ষও খালেদার পরিবারকে জানিয়ে দিয়েছে, শয্যা খালি নেই। এখন চমেকে ছটফট করছেন খালেদা। আইসিইউ না জুটলে তাঁর বাঁচার সম্ভাবনা খুব কম বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

খালেদার পাশে আছেন তাঁর মা সৈয়দা বেগম এবং আত্মীয় মো. জালাল। তাঁদের বাড়ি মহেশখালীর শাপলাপুর এলাকায়। তাঁরা ছয় বোন, দুই ভাই। খালেদা নগরীর একটি পোশাক কারখানায় কাজ করেন। অন্য নারী পোশাককর্মীদের সঙ্গে চান্দগাঁও বরিশাল বাজার এলাকায় একটি মেসে থাকেন।

জালাল আজকের পত্রিকাকে বলেন, তাঁরা খুবই অসহায়। খালেদার বাবা নেই। বিয়ে হয়েছিল, তবে স্বামীর অত্যাচারে সংসার ছেড়েছেন। পরিবারের বোঝা হওয়ায় চট্টগ্রাম শহরে এসে পোশাক কারখানায় চাকরি করে নিজে চলেন ও মাকেও খরচ দেন। 

গত সোমবার খালেদাকে ডায়রিয়াজনিত কারণে ভর্তি করা হয় চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজে। সেখানে অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকেরা চমেকে রেফার করেন। চমেকের চিকিৎসকেরা দেখে তাঁকে আইসিইউতে নেওয়ার জন্য বলেন। কিন্তু চমেকের আইসিইউ ইউনিট থেকে বলা হয়, শয্যা খালি নেই। পরে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে আইসিইউর জন্য যোগাযোগ করলে সেখান থেকেও শয্যা খালি নেই বলে জানিয়ে দেওয়া হয়।

খালেদার মা সৈয়দা বেগম কান্নাজড়িত কণ্ঠে আজকের পত্রিকাকে বলেন, `গরিব বলে আমার মেয়ে এভাবে আইসিইউর অভাবে মারা যাবে?' 

এ বিষয়ে জানতে ফোনে যোগাযোগ করা হলে চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এস এম হুমায়ুন কবির মিটিংয়ে আছেন বলে কল কেটে দেন। পরে কল করা হলে তিনি আর জবাব দেননি।

চট্টগ্রাম জেলার সিভিল সার্জন সেখ ফজলে রাব্বি আজকের পত্রিকাকে বলেন, বৃহস্পতিবার পর্যন্ত চমেকে ১০টি আইসিইউ বেডের বিপরীতে পাঁচটি ও চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ১৮টি বেডের বিপরীতে চারটি আইসিইউ বেড খালি আছে। এ ছাড়া বেসরকারি হাসপাতালে ১০৭টি আইসিইউ বেডের বিপরীতে ৬৫টি বেড খালি আছে। তাহলে খালেদা কেন শয্যা পাচ্ছেন না—এ প্রশ্ন করলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

বাঁশখালীতে ঘুষের টাকাসহ পরিবার পরিকল্পনার অফিস সহকারী আটক

চট্টগ্রামে ৩৫ সোনার বার ছিনতাই: বহিষ্কৃত ছাত্রদল নেতা বার্মা সাইফুলসহ গ্রেপ্তার ৪

কুবিতে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করা যাবে ২৫ জানুয়ারি থেকে

অলি আহমদের বিরুদ্ধে গাড়িতে হামলার অভিযোগ বিএনপির প্রার্থীর সমন্বয়কের

নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় ৯ লাখ সদস্য দায়িত্ব পালন করবেন: স্বরাষ্ট্র উপদেষ্টা

টেকনাফে গুলিবিদ্ধ শিশু আফনান ও মাইন বিস্ফোরণে আহত হানিফের পরিবারকে আর্থিক সহায়তা

খাগড়াছড়িতে জামায়াতের এমপি প্রার্থীর বাসার সামনে ককটেল বিস্ফোরণের অভিযোগ

‘জীবন দিয়ে হলেও সীমান্ত রক্ষা করব’— বিজিবিতে নিয়োগ পেয়ে ফেলানীর ভাই

বিজিবির সদস্যরা কোনো স্বার্থান্বেষী গোষ্ঠীর রক্ষক নয়: শপথ অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা

চট্টগ্রামে বিরোধপূর্ণ জমি: ১ বছর নিয়ে ২০ বছর ইজারা