হোম > সারা দেশ > চট্টগ্রাম

‘গরিব বলে আইসিইউর অভাবে মারা যাবে খালেদা?’

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম: চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা ইউনিটের (আইসিইউ) ১০টি শয্যার বিপরীতে খালি আছে পাঁচটি। অথচ ওই হাসপাতালেই আইসিইউর অভাবে মৃত্যুর প্রহর গুনছেন পোশাককর্মী খালেদা (৩৫)। তিনি বর্তমানে ভর্তি আছেন ওই হাসপাতালের ১৩ নম্বর ওয়ার্ডের ৪৬ নম্বর শয্যায়।

শুধু চমেকে নয়, চট্টগ্রাম জেনারেল হাসপাতালে খালি আছে চারটি আইসিইউর শয্যা। অথচ ওই হাসপাতাল কর্তৃপক্ষও খালেদার পরিবারকে জানিয়ে দিয়েছে, শয্যা খালি নেই। এখন চমেকে ছটফট করছেন খালেদা। আইসিইউ না জুটলে তাঁর বাঁচার সম্ভাবনা খুব কম বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

খালেদার পাশে আছেন তাঁর মা সৈয়দা বেগম এবং আত্মীয় মো. জালাল। তাঁদের বাড়ি মহেশখালীর শাপলাপুর এলাকায়। তাঁরা ছয় বোন, দুই ভাই। খালেদা নগরীর একটি পোশাক কারখানায় কাজ করেন। অন্য নারী পোশাককর্মীদের সঙ্গে চান্দগাঁও বরিশাল বাজার এলাকায় একটি মেসে থাকেন।

জালাল আজকের পত্রিকাকে বলেন, তাঁরা খুবই অসহায়। খালেদার বাবা নেই। বিয়ে হয়েছিল, তবে স্বামীর অত্যাচারে সংসার ছেড়েছেন। পরিবারের বোঝা হওয়ায় চট্টগ্রাম শহরে এসে পোশাক কারখানায় চাকরি করে নিজে চলেন ও মাকেও খরচ দেন। 

গত সোমবার খালেদাকে ডায়রিয়াজনিত কারণে ভর্তি করা হয় চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজে। সেখানে অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকেরা চমেকে রেফার করেন। চমেকের চিকিৎসকেরা দেখে তাঁকে আইসিইউতে নেওয়ার জন্য বলেন। কিন্তু চমেকের আইসিইউ ইউনিট থেকে বলা হয়, শয্যা খালি নেই। পরে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে আইসিইউর জন্য যোগাযোগ করলে সেখান থেকেও শয্যা খালি নেই বলে জানিয়ে দেওয়া হয়।

খালেদার মা সৈয়দা বেগম কান্নাজড়িত কণ্ঠে আজকের পত্রিকাকে বলেন, `গরিব বলে আমার মেয়ে এভাবে আইসিইউর অভাবে মারা যাবে?' 

এ বিষয়ে জানতে ফোনে যোগাযোগ করা হলে চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এস এম হুমায়ুন কবির মিটিংয়ে আছেন বলে কল কেটে দেন। পরে কল করা হলে তিনি আর জবাব দেননি।

চট্টগ্রাম জেলার সিভিল সার্জন সেখ ফজলে রাব্বি আজকের পত্রিকাকে বলেন, বৃহস্পতিবার পর্যন্ত চমেকে ১০টি আইসিইউ বেডের বিপরীতে পাঁচটি ও চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ১৮টি বেডের বিপরীতে চারটি আইসিইউ বেড খালি আছে। এ ছাড়া বেসরকারি হাসপাতালে ১০৭টি আইসিইউ বেডের বিপরীতে ৬৫টি বেড খালি আছে। তাহলে খালেদা কেন শয্যা পাচ্ছেন না—এ প্রশ্ন করলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

চট্টগ্রামে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুনের অভিযোগ

বিষপানে গৃহবধূর মৃত্যু, হাসপাতালে দেওয়া ভিডিও বার্তায় স্বামী-শাশুড়ির বিরুদ্ধে অভিযোগ

চট্টগ্রামে হাসনাত আবদুল্লাহর ওপর হামলা নিয়ে যা বললেন বিএনপি প্রার্থী

এনসিপি নেতার ওপর হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ বৈষম্যবিরোধীদের, ১০ কিমি যানজট

চট্টগ্রামে ‘দুষ্কৃতকারী’র তালিকায় সাবেক মন্ত্রী–মেয়র, আ.লীগ–বিএনপি নেতা, আছেন চিন্ময় কৃষ্ণও

চট্টগ্রাম নগরীতে নিষিদ্ধ ৩৩০ ‘দুষ্কৃতকারী’, কারা তারা

‘ব্যাংক অ্যাকাউন্ট নেই’ দাবি করা জামায়াত প্রার্থী শাহজাহান চৌধুরীর ব্যাংকে ১০ লাখ টাকা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভুয়া শিক্ষার্থী আটক

চট্টগ্রাম রেলওয়ে: ল্যান্ডক্রুজারে অফিসে যান দ্বিতীয় শ্রেণির কর্মচারী

রাষ্ট্রের ক্ষমতা কমিয়ে জনগণের বাড়াতে হবে: আমীর খসরু