হোম > সারা দেশ > চাঁদপুর

নদীর পাড়ে পড়ে ছিল গৃহবধূর দগ্ধ লাশ, স্বামী আটক

মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি 

গৃহবধূর লাশ উদ্ধারের সময় স্থানীয় জনতা ভিড় করে। ছবি: আজকের পত্রিকা

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় এক গৃহবধূর আগুনে পোড়া লাশ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার সকালে চরমাছুয়া এলাকায় ধনাগোদা নদীর পাড় থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ। গৃহবধূকে হত্যার অভিযোগে তাঁর স্বামীকে আটক করেছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করছেন মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক।

নিহত ফেরদৌসী আক্তার আন্না (২৫) উপজেলার পশ্চিম গাজীপুর বাগবাড়ি গ্রামের মো. ইয়াছিনের স্ত্রী ও নবুরকান্দি গ্রামের মৃত আব্দুল আউয়াল মেয়ে। আটক স্বামীর নাম মো. ইয়াসিন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার মো. ইয়াসিন ও তাঁর স্ত্রী ফেরদৌসী আক্তার আন্নার মধ্যে ভাত রান্না দেরি হওয়া নিয়ে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ইয়াসিন রাগান্বিত হয়ে স্ত্রী ফেরদৌসের আক্তার আন্নার গায়ে আগুন ধরিয়ে দেয় এবং শ্বাসরোধে হত্যা করে লাশ নদীতে ফেলে দেয়। পরবর্তীতে সকালে নদীর পাড়ে এলাকাবাসী লাশ দেখতে পেয়ে থানা-পুলিশকে খবর দেয়। তারা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

নিহত ফেরদৌসী আক্তার আন্নার বড় বোন মনোয়ারা বলেন, ‘আমার ছোট বোনের স্বামীর পরকীয়ার সম্পর্ক ছিল। আমার ছোট বোন পরকীয়ায় বাধা দিলে তাকে প্রতিনিয়ত মারধর করত। কিছুদিন আগেও পরকীয়া করতে গিয়ে ধরা পড়ে সালিসে জরিমানা দিয়েছে।’

তিনি আরও বলেন, ‘শুক্রবার রাত তিনটার দিকে ইয়াসিন আমার মায়ের ফোন নম্বরে কল দিয়ে বলে, ‘‘আপনার মেয়েকে খুঁজে পাচ্ছি না, আপনার বাড়িতে গিয়েছে কিনা।’ ’ আমরা ভোরে ওই বাড়িতে গিয়ে দেখি ঘরের দরজায় তালা দেওয়া। পরে লোকের মুখে শুনতে পাই, আমার বোনকে মেরে নদীর তীরে ফেলে রেখেছে।’

মতলব উত্তর থানার ওসি মো. রবিউল হক বলেন, গৃহবধূর লাশটি পোড়া ছিল। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের স্বামী মো. ইয়াছিনকে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

চট্টগ্রাম বিভাগ, চাঁদপুর জেলা, মতলব উত্তর, গৃহবধূ, লাশ, আগুন, হত্যা, স্বামী, জেলার খবর

চট্টগ্রামে ঝুলে আছে একটি আসন, অপেক্ষায় বিএনপির ১১ মনোনয়নপ্রত্যাশী

চট্টগ্রামে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল জিপিএইচ ইস্পাত

বান্ধবীর সঙ্গে দেখা করতে এসে গ্রেপ্তার ছাত্রলীগ কর্মী

হাদি হত্যাকাণ্ড: চট্টগ্রামে নিউমার্কেট চত্বরে ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচি চলছে, সড়কে যানজট

এক হাজার লিটার ডিজেল, ৬৫০ বস্তা সিমেন্টসহ আটক ১১

সেন্ট মার্টিনগামী জাহাজে আগুন, এক কর্মচারী নিহত; ১৫ জন জীবিত উদ্ধার

সীতাকুণ্ডে জমির সীমানা নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ

চট্টগ্রামে হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের বিক্ষোভ

চেসকোড বিজয় দিবস আন্তর্জাতিক দাবায় চ্যাম্পিয়ন রবিউল

লাঠিতে ভর দিয়ে করতে হয় যাতায়াত, একই পরিবারে ছয় প্রতিবন্ধীর মানবেতর জীবন