হোম > সারা দেশ > চট্টগ্রাম

পাঠ্যপুস্তক থেকে ‘আদিবাসী’ শব্দসংবলিত গ্রাফিতি বাতিলের প্রতিবাদে সংবাদ সম্মেলন

খাগড়াছড়ি প্রতিনিধি 

আজ মঙ্গলবার (১৪ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় মধুপুরে সংবাদ সম্মেলন করে পিসিপি। ছবি: সংগৃহীত

জাতীয় পাঠ্যপুস্তক থেকে ‘আদিবাসী’ শব্দসংবলিত গ্রাফিতি বাতিলের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) কেন্দ্রীয় কমিটি। আজ মঙ্গলবার (১৪ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় মধুপুরের সংগঠনটির কার্যালয়ে এ আয়োজন করে।

ইউপিডিএফ (গণতান্ত্রিক) সমর্থিত বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কলিন চাকমা লিখিত বক্তব্যে বলেন, নবম-দশম শ্রেণির বাংলার দ্বিতীয় পত্রের প্রচ্ছদ থেকে আদিবাসী শব্দসংবলিত গ্রাফিতি বাতিল করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। এনসিটিবি কর্তৃক আদিবাসী শব্দসংবলিত গ্রাফিতি পূর্ণ বহাল রাখা এবং পার্বত্য চট্টগ্রামসহ গোটা দেশের আদিবাসীকে স্বীকার করে নিশ্চয়তা প্রদান করতে হবে। সেই সঙ্গে পার্বত্য চট্টগ্রাম চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়নসহ আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতির জোর দাবি জানান।

এ সময় ইউপিডিএফ (গণতান্ত্রিক) সমর্থিত বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কলিন চাকমা, পিসিপি কেন্দ্রীয় সহসাধারণ সম্পাদক বিজয় চাকমা, পিসিপি কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বাবু চাকমা, খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজের পিসিপি সভাপতি প্রীতি চাকমাসহ নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

মিরসরাইয়ে বিপিসির পাইপলাইন থেকে তেল চুরি: তদন্ত কমিটি গঠন, থানায় মামলা, গ্রেপ্তার ১

ডিসি পার্কে মাসব্যাপী ফুল উৎসব শুরু: ১৪০ প্রজাতির দেশি-বিদেশি ফুলের সমাহার

বাসচালকের জেদে বেপরোয়া গতি, আগুনে পুড়ল দুই শিশুসহ চার প্রাণ

চট্টগ্রামে ৩৫ সোনার বার ছিনতাই: চাকরিচ্যুত পুলিশ সদস্যসহ গ্রেপ্তার ৬

চট্টগ্রাম-১৪ আসনের বিএনপি প্রার্থীর সমন্বয়কারীর গাড়ি ভাঙচুর, গুলি

চট্টগ্রামে কাবিনের দিন কনের বাড়িতে পৌঁছাল বরের মৃত্যুর খবর

অগ্রণী ব্যাংক: বন্ধকি সম্পত্তি গোপনে বিক্রি ব্যাংকের ৩২৬ কোটি ঝুঁকিতে

চট্টগ্রাম-১৪ আসন: দেড় বছরে বিএনপির প্রার্থী জসিমের সম্পদ ২১ থেকে ৪১ কোটি

সুড়ঙ্গ খুঁড়ে পাইপলাইনের তেল চুরির চেষ্টা, চাপ সামলাতে না পেরে পালালেন যুবক

আরএসআরএমের কারখানা উচ্ছেদ করল চা বোর্ড