হোম > সারা দেশ > চট্টগ্রাম

কাপ্তাই পানিবিদ্যুৎ কেন্দ্রে বেড়েছে উৎপাদন, চলছে ৪ ইউনিট

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি

চলতি সপ্তাহজুড়ে কাপ্তাইসহ পার্বত্য রাঙামাটির বিভিন্ন অঞ্চলে প্রচুর বৃষ্টিপাত হয়েছে। ফলে কাপ্তাই লেকে পানির পরিমাণও বৃদ্ধি পেয়েছে। লেকের পানি বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে কাপ্তাই কর্ণফুলী পানিবিদ্যুৎ কেন্দ্রের পাঁচটির মধ্যে চারটি ইউনিট দিয়ে বর্তমানে বিদ্যুৎ উৎপাদন সচল রয়েছে। 

কর্ণফুলী পানিবিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী এ টি এম আব্দুজ্জাহ আজ বৃহস্পতিবার জানান, চার ইউনিট থেকে বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ১৬৬ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে। উৎপাদিত বিদ্যুতের পুরোটাই জাতীয় গ্রিডে সঞ্চালন করা হচ্ছে। 

এ টি এম আব্দুজ্জাহ বলেন, আপাতত ২ নম্বর ইউনিটটি বন্ধ রয়েছে। সেটি চালু করা সম্ভব হলে আরও ৪০ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যাবে। 

জানা গেছে, বৃহস্পতিবার ১ নম্বর ইউনিট থেকে ৪৪ মেগাওয়াট, ৩ নম্বর ইউনিট থেকে ৪৭ মেগাওয়াট, ৪ নম্বর ইউনিট থেকে ৪০ মেগাওয়াট এবং ৫ নম্বর ইউনিট থেকে ৩৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে। 

হ্রদে রুলকার্ভ (পানির পরিমাপ) অনুযায়ী পানি থাকার কথা ১০৯.০ ফুট মিন সি লেভেল (এমএসএল)। কিন্তু হ্রদে এখন পানি রয়েছে (বৃহস্পতিবার, সকাল ৯টা পর্যন্ত) ১০৬.৬৭ ফুট এমএসএল। অর্থাৎ নির্দিষ্ট পরিমাপের চেয়ে কাপ্তাই হ্রদে এখন প্রায় চার ফুট পানি কম রয়েছে। 

পানিবিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক জানান, অব্যাহত ভারী বৃষ্টি, পাহাড়ি ঢল এবং উজান থেকে পানির ধারা নেমে আসায় কাপ্তাই হ্রদে পানির উচ্চতা এই মুহূর্তে বৃদ্ধি পাচ্ছে। যদি পানির লেভেল ১০৭ ফুট এমএসএল অতিক্রম করে, তাহলে এই কেন্দ্রের স্পিল ওয়ের গেট খুলে পার্শ্ববর্তী কর্ণফুলী নদীতে পানি ফেলে দেওয়া হবে। 

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহতের হার ২৯ শতাংশ বৃদ্ধি, অর্ধেকই পথচারী

ভবন পরিকল্পনা অনুমোদনে ঘুষ দাবি, সিডিএ কার্যালয়ে দুদকের অভিযান

ফটিকছড়িতে ইজিবাইক উল্টে নারী নিহত

বসতঘরে আগুনে প্রাণ গেল দাদি-নাতনির

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে অগ্নিসংযোগ: চার দিন পর হত্যা মামলা

চট্টগ্রামের ১৬ আসনের ৭টিতে বিএনপির চ্যালেঞ্জ বিএনপিই

চুরির স্বর্ণালংকার বিক্রির টাকায় রয়েল এনফিল্ড মোটরসাইকেল, গ্রেপ্তার ৪

হাতিয়ায় চর দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ-গোলাগুলি, নিহত ৫

চালককে শ্বাসরোধ করে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা, পটিয়ায় জনতার হাতে যুবক আটক

২৭-৩০ ডিসেম্বর রাতে কর্ণফুলী টানেলে নিয়ন্ত্রিত হবে যান চলাচল