টেকনাফে দুটি পৃথক অভিযানে সাড়ে ১০ কোটি টাকার ২ কেজি ১১৯ গ্রাম ক্রিস্টাল মেথ আইস এবং ১১৮ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ সময় কোনো পাচারকারীকে আটক করা সম্ভব হয়নি। আজ সোমবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে এসব উদ্ধার করা হয়।
টেকনাফ ব্যাটালিয়ন ২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার বলেন, ‘টেকনাফ উপজেলার হ্নীলার দমদমিয়া বিওপির বিআরএম-১০ থেকে আনুমানিক ৬০০ গজ দক্ষিণ-পূর্ব দিকে কামালের জোড়া নামক এলাকা দিয়ে মাদকের একটি বড় চালান মিয়ানমার থেকে বাংলাদেশে পাচার হতে পারে বলে সংবাদ পায় বিজিবি। ওই সংবাদের ভিত্তিতে টেকনাফ ব্যাটালিয়ন সদর এবং দমদমিয়া বিওপি থেকে দুটি চোরাচালান প্রতিরোধ টহলদল কয়েকটি উপদলে বিভক্ত হয়ে দ্রুত ওই এলাকায় অবস্থান করে। একপর্যায়ে আনুমানিক রাত সাড়ে তিনটার দিকে আরও ২০০ গজ দক্ষিণ-পূর্ব দিকে মানুষের পায়ের আওয়াজ বুঝতে পেরে আগ থেকেই কৌশলগত অবস্থানে থাকা বিজিবি টহলদল তাদের ধাওয়া করে। এ সময় পাচারকারী দুজন ব্যক্তি বিজিবির উপস্থিতি টের পেয়ে কেওড়া বাগানের গহিনে গোপনে কিছু লুকিয়ে রেখে পালিয়ে যায়। বিজিবি তাদের পিছু ধাওয়া করেও আটক করতে ব্যর্থ হয়। পরে টহলদল ওই কেওড়া বাগানের সম্ভাব্য স্থানে তল্লাশি অভিযান চালিয়ে গাছের ঝোপে লুকানো অবস্থায় কয়েকটি স্থানে কালো পলিথিনের পোঁটলা দেখতে পায়। এর মধ্যে একটি পোটলায় মোড়ানো ৫ কোটি ২৮ লাখ টাকার ১ কেজি ৫৬ গ্রাম ক্রিস্টাল মেথ আইস জব্দ করতে সক্ষম হয়।
বিজিবির এ কর্মকর্তা আরও জানান, পাচারকারীদের শনাক্ত করতে ব্যাটালিয়নের গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে।